'Paracel Islands' বিষাক্ত কাঁটার জঙ্গলে এক লাল টকটকে ফুল...
লিখেছেন লিখেছেন আহসান সাদী ২০ মে, ২০১৫, ০৩:০৯:২২ দুপুর
আমি যেখানে পার্ট টাইম কাজ করতাম সেখানে একটা লোকের ছিলো নিয়মিত আসা যাওয়া। বেশ আলাপী ধরণের মানুষটা। অল্প দিনেই তার সাথে বেশ ভাব হয়ে গেলো আমার। লন্ডনের মতো নগরীতে পৃথিবীর কতো দেশের মানুষের সাথে যে পরিচয়ের সুযোগ পাওয়া যায়, তার হিসেব নেই। লন্ডনের মতো সিটির এটা হলো সবচাইতে চমৎকার দিক। যাইহোক, সেদিনের ওই লোকটার চেহারাটা মারাত্মক রকমের 'কনফিউজিং'। তাকে দেখে কখনো মনে হয় ইস্টার্ণ ইউরোপিয়ান, কখনো আরব আবার কখনো খুব ফর্সা ইন্ডিয়ানও মনে হয়। একদিন জানতে চাইলাম তার দেশ কোনটি। কী একটা নাম যেনো বললো, আমি বুঝতে পারি নি। বারবার তাকে জিজ্ঞেস করলাম। আমি তবুও বুঝতে পারি নি। জানতে চাইলাম আশপাশের দেশ কী কী। বললো চায়না, ভিয়েতনাম, তাইওয়ান আর ফিলিপাইন। এটা সাউথ চায়না সী' তে অবস্থিত। আমি বললাম, 'আমার জিওগ্রাফী জ্ঞান খুব খারাপ না এবং এরকম কোনো দেশের নাম আমি কখনো শুনি নি। এটা কি চায়না বা অন্য কোনো দেশের অধীন কোনো দ্বীপ'? সে তীব্র প্রতিবাদ করে জানালো, এটা একটা আলাদা দেশ। আমি বললাম তার দেশের নামটা আমাকে লিখে দেয়ার জন্যে। সে একটা কাগজে লিখে দিলো, 'Paracel Islands'।
বাসায় এসে গুগলিং করলাম। কোনো দেশের অধীন কোনো দ্বীপ বলায় সেই লোকটা কেনো তীব্র প্রতিবাদ করেছিলো তা জানলাম উইকিপিডিয়ার লেখা থেকে। উইকি লিখেছে,
'... Paracel Islands is a group of islands in the South China Sea controlled by the People's Republic of China and claimed by Taiwan and Vietnam'।
এমন ভয়াবহ বাস্তবতার পেছনে নিশ্চয় খুব বিশাল আর করুণ ইতিহাস রয়েছে। ইন্টারনেটে দ্বীপমালার অথবা সেই দেশটার ইতিহাস ঘাঁটলাম। যা ভেবেছিলাম তা'ই। চাইনিজ, তাইওয়ান, ভিয়েতনামিজ, ফরাসী, জাপানীজ, কাদের দ্বারা এই অঞ্চলটা অশান্ত হয় নি! সকল বেনিয়ার দুষ্ট নজর বারবার দূষিত করেছে Paracel Islands কে। ১৩০ টি ছোটবড় দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে এই দ্বীপমালা। চীন, ভিয়েতনাম, তাইওয়ান এবং জাপান সবগুলো দেশই এই দ্বীপমালার মালিকানা নিয়ে জলঘোলা করেছে বহুদিন। বিস্তারিত ইটিহাসটা আর পড়িনি, বুলেট অংশগুলোই কেবল পড়লাম। পুরো ইতিহাস পড়ার দরকারই বা কী। সাম্রাজ্যবাদের কুদৃষ্টি পড়লে কীভাবে কী হয় তা তো আর আমাদের কমবেশী জানা আছেই।
আগ্রহী কেউ বিস্তারিত জেনে থাকলে দয়া করে একটু শেয়ার করবেন।
গুগলে দেখছিলাম Paracel Islands'এর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। একটা কথা কেবল বারবার মনে হতে থাকলো, বেশীরভাগ সুন্দরের পেছনে কেনো যেনো কাঁটা থাকেই। সেই কাঁটাগুলো সৌন্দর্যটাকে কলুষিত করে দেয় রক্তের রঙে রাঙিয়ে। উদাহরণ, কাশ্মীর, সিকিম, মেঘালয়, বেলুচিস্তান, ভূমধ্যসাগর, নীলনদ, Paracel Islands, আমাদের পার্বত্য চট্টগ্রাম ইত্যাদি।
বিষয়: বিবিধ
১৫৬৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ।
গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, ভালো লাগবে।
অনেক ধন্যবাদ আপনাকে।
নামটা একবার পরেছিলাম চিন-ভিয়েটনাম নেী সংঘর্ষের বিষয়ে পড়তে গিয়ে। এবার উইকিপিডিয়াতে দেখলাম সেখানে বসবাসযোগ্য ভুমির পরিমান মাত্র ২.৯৯ বর্গমাইল!! এটুক দেশ স্বাধিন হওয়া সহজ নয়।
ধন্যবাদ সবুজ ভাই।
আপনার লিখা পড়ার আগে মনেও ছিলনা।
সময় জিনিসটা বড়ই ব্যাগড়া বাধায়... এই জিনিসের দাম ম্যালা
(ফিলিং:মাস্টার শেফ)
"'Paracel Islands' বিষাক্ত কাঁটার জঙ্গলে এক লাল টকটকে ফুল..." -শিরোনামটা খুবই সুন্দর হয়েছে। প্রথমে ভেবেছিলাম কোন ফুলের সংগে পরিচয় হবে। ভালো লাগলো আপনার লেখা। অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।
আপনাকেও অনেক ধন্যবাদ।
পড়ার অপেক্ষায়..........
মন্তব্য করতে লগইন করুন