কম্পেনসেশান

লিখেছেন লিখেছেন আহসান সাদী ২৬ এপ্রিল, ২০১৫, ০৬:৪৭:৪১ সন্ধ্যা

মাঠের খেলায় জিতে গেলেই আমাদের ঐতিহাসিক ক্ষতিগুলো কীভাবে জানি পুষিয়ে যায়। বাস্তবে না হলেও ফেসবুকে পোষায় ষোলোআনা। ভারতের বিপক্ষে ক্রিকেট ম্যাচ জিতলে আমাদের ভারতবিরোধী চেতনা ফারাক্কা-তিস্তার ক্ষতিপূরণটুকু পেয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে হয়ে যায় একাত্তরের প্রতিশোধ। কামাল সাহাবের পদত্যাগ মুছে দেয় শেয়ারবাজারের গভীর ক্ষতটা। ইংল্যান্ডকে হারালে দুইশো বছরব্যাপী লুটপাট আর অত্যাচারের প্রতিশোধ নেয়া সম্পন্ন হয়ে যায়। জাতীয় এবং ঐতিহাসিক ক্ষতের এমন দ্রুত চিকিৎসা আমাকে অভিভূত করে দেয়।

আমার গ্রাম সম্পর্কিত এক ভাতিজার খুব ইচ্ছে বিদেশ যাবে। নিউজিল্যান্ড পাড়ি জমানোর আশায় সে কোনো একটা ফার্মের মাধ্যমে চেষ্টা করেছিলো। তার আবেদনটা খারিজ হয়ে যায় এবং মাঝ থেকে তার খরচ হয়ে যায় সত্তুর হাজার টাকার মতোন। সত্তুর হাজার টাকার কথাটা শুনে আমার বেশ খারাপ লাগতে থাকে।

আমাদের ঐতিহাসিক ক্ষতিগুলো যত সহজে আমরা পুষিয়ে নিই, আমার এই ভাতিজার ক্ষতিটা একই প্রক্রিয়ায় পুষিয়ে নেবার একটা ব্যাবস্থা করা যায় কি না সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকলাম। অবশেষে আবিষ্কার হলো বাংলাদেশ একদা নিউলিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো এবং যাকে বাংলাওয়াশ নামে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিলো। দেশের সাধারণ গ্রামীন আটপৌরে জীবনের এক প্রতিনিধির সত্তুর হাজার টাকার ক্ষয়ক্ষতির বদলা নিতেই নিশ্চয় বাংলার বীর সেনানীরা নিউজিল্যান্ডকে এমন নির্দয়ভাবে পরাজিত করেছিলো।

আর্থিক ক্ষতিটা পোষাতে এই ধবলধোলাই যথেষ্ট ছিলো কি না এই প্রশ্নটা অবশ্য ভাতিজাকে কখনো করা হয়নি।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317018
২৬ এপ্রিল ২০১৫ রাত ১০:২৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা এমনই । কারও কাছ থেকে একটা ম্যাচের কাঠি পেলে তাকে পুরো তেলের খনি দিয়ে দেয় ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে হয়ে যায় একাত্তরের প্রতিশোধ।

০ ৭১ এ বাংলাদেশ কি হেরেছিল পাকিস্তানের কাছে যে এখন জিতলে সেটাকে প্রতিশোধ বলা হয় ?

সামান্য একটা খেলার সাথে এসব বড় বড় জিনিসের তুলনা করা কি ঠিক ? পাকিস্তান যদি টেস্ট ম্যাচ জিতে বলে যে , ৭১ এর হারের বদলা নিলাম তখন কি সেটা শুনতে ভাল লাগবে ?
২৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২০
258171
আহসান সাদী লিখেছেন : সেটাই। সঠিক রিজনিং এবং জাস্টিফিকেশনে ভুল করলেই সমস্যা। আমরা এমনিতেই আবেগী জাতি। আবেগটাকে এলোপাথাড়ি উগড়ে দিলে কেমনে হয়।

বাই দ্য ওয়ে, আপনার চোখে হিটলার কি একজন হতভাগা?
317040
২৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রদ্ধেয় ভাইয়া। অনেকদিন পর ব্লগে আপনার নিজস্ব ভাবনার আলোকে লিখাটি পড়লাম। লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর। নিয়মিত হবেন প্রত্যাশা রইলো।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৩২
258181
আহসান সাদী লিখেছেন : ওয়ালাইকুম,

শুধু প্রত্যাশায় কাজ হবে বলে মনে হয় না, দোয়া লাগবে। মন্তব্য করলেন, উৎসাহ দিলেন, ভালো লাগলো। জাযাকিল্লাহ।
317046
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : আবেগ বলে কথা! আমরা বাঙ্গালীরা কিছু করে দেখাতে না পারলেও কথার ফুলঝুরিতে ভুলিয়ে রাখতে পারি।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৩
258186
আহসান সাদী লিখেছেন : উদাহরণঃ পৃথবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের, ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের! আর কী চাই! অতএব, 'সকল দেশের রাণী সে যে...'।
317056
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

চমৎকার বলেছেন! আসলে আমি খেলা বুঝি না কখনো দেখিও না তাই পুরোটা আবেগ বুঝিয়ে বলতে পারছি না!

শুকরিয়া সুন্দর ভাবে মতামত বিশ্লেষন করার জন্য!
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৭
258258
আহসান সাদী লিখেছেন : ওয়ালাইকুম।
তবে তো বেঁচেই গেলেন! কী দরকার অহেতুক ব্যাপারগুলো বোঝার। ভালোই আছেন। অনেকগুলো ফিৎনা থেকে বেঁচে থাকা যাবে।
317089
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৬
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া এই খেলা দেখে সময় অপচয় করা থেকে বাঁচতে চাই।
কিভাবে সম্ভব সেটা?
বেশ ভালো লাগলো লিখাটি অনেক ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৫
258257
আহসান সাদী লিখেছেন : ভুল জায়গায় প্রশ্নটা করে ফেললেন। আমি নিজেও আপনার মতো সমস্যাগ্রস্ত। যে সমস্যা আমার নিজের আছে তা দূর করার জন[যে আমি কাউকে উপদেশ কীভাবে দিই। এই লেখায় আমি কিন্তু খেলা নিয়ে বাড়াবাড়ি নিয়ে বলেছি। তবে অবশ্যই খেলা দেখা ব্যপারটা সময়ের অপচয় ছাড়া বেশী কিছু নয়। কখনো যদি এই সমস্যা থেকে আপনি বের হতে পারেন তবে আমাকেও জানাবেন।

আপনাকেও অনেক ধন্যবাদ।
317118
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৭
আফরা লিখেছেন : আমি খেলা বুঝি ও না দেখিও না এসব নিয়ে চিন্তাও করি না । যে কোন বিষয় নিয়ে মানুষের বাড়াবাড়ি ভাল লাগে না ।
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৫
258277
আহসান সাদী লিখেছেন : অতএব প্রমাণ হলো আপনি (তুলনামূলকভাবে) একজন নির্ভেজাল মানুষ!
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৩
258279
আফরা লিখেছেন : অবশ্যই ভাইয়া আমার আমাঝে কোন ভেজাল নেই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File