এক নাস্তিকের মাত্রাজ্ঞানের উন্মাদনা।
লিখেছেন লিখেছেন তানিয়া আলিয়েভা ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৭:৫০ সকাল
একজন অনলাইন এক্টিভিস্ট (আজম আলী:২৯ শে জুলাই,২০১০ সকাল ১১:৩০)
বলেছেন-"......আসলেই এমন একটি সময় আসবে যখন মানুষ তার(মহানবী সাঃ) নামে থুথু লাহদিবে।"(নাউজুবিল্)
অথচ আল্লাহ বলেন-"আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।"(সূরা ইনশিরাহ:৯৪:৪)
অর্থাত্ কিয়ামত পর্যন্ত আল্লাহ তা'য়ালা তাঁর প্রিয়নবী(সাঃ) এর মর্যাদা বাড়িয়ে দিতে থাকবেন। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আর তিনি আমাদেরকে 'সর্বশ্রেষ্ঠ জাতি', 'মধ্যমপন্থি' হিসেবে মনোনিত করেছেন যাতে আমরা সাক্ষদাতা হতে পারি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যা কিছু করব সবটুকুই আজ আমাদের অস্তিত্ব রক্ষার্থে আবশ্যক হয়ে পড়েছে।
আল্লাহ ও রাসূল (সাঃ) কে অপমান চলতে থাকবে,আ র কোনো মুসলমান বসে থাকবে, এটা কেমন করে চিন্তা করা যায়? নিশ্চয়ই আমাদেরকে এই দায়িত্বের ব্যাপারে পরকালে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে।
"এরা সেই সম্প্রদায় যাদের উপর আপতিত হয় আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমগ্র মানবজাতির লানত।"(৩ঃ৮৭)
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন