বরং হও !
লিখেছেন লিখেছেন তানিয়া আলিয়েভা ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১০:৪৮ সন্ধ্যা
বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিয়ো না।
কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা বেছে নেয় আত্মবিনাশের পথ.
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন