জ্ঞানার্জন

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১২:০১ সন্ধ্যা

জ্ঞানার্জন করলে চলার পথ হবে সুগম.....

হাসিমুখে এগিয়ে যাবে শত মাইল দুর্গম.....

জ্ঞানের আলোয় দূর হবে পরশ্রীকাতরতা.....

জয় করবে সবার মন তোমার সরলতা.....

জ্ঞান করবে তোমার বিবেককে বিকশিত.....

যার প্রভাবে হবে তোমার সদগুণ প্রস্ফুটিত.....

নিরাশা যখন দেখাবে অন্ধকারের দিশা.....

জ্ঞানের আলো জাগাবে মনে নতুন আশা.....

জ্ঞানার্জনের পথ জেনো সংক্ষিপ্ত নয়.....

সময়ের তাই কভু করো না অপচয়.....

হতে যদি চাও তুমি স্বাধীন মুক্তিকামী.....

নতুন দিনের আমন্ত্রণ দিচ্ছি তোমায় আমি.....

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File