চাকরিটা আমি ছেড়েই দিলাম প্রিয়া শুনছ, বিয়েটা এবার করেই ফেলব তোমায়।

লিখেছেন লিখেছেন ইচ্ছে করে আকাশ ছুঁয়ে দেখি ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৯:১৯ সকাল

অঞ্জন দত্তের একটা গান আছে।-

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ,

এখন আর কেউ আটকাতে পারবেনা।

সম্বন্ধটা এবার ভেঙে দিতে পার,

মাকে বলে দাও বিয়ে তুমি করছোনা।

হ্যালো এটা কি ২৪৪১১৩৯...


চাকরি পাওয়ার পর প্রেমিকাকে বিয়ে করার আকুতি প্রেমিক এর । ঐদিকে প্রেমিকার বিয়ে ঠিক করে বসে আছে তাঁর পরিবার। Smug

তবে আমার ক্ষেত্রে ঘটনা ভিন্ন। আমি বরং বিয়ে করার জন্য চাকরিই ছেড়ে দিলাম। কি বিশ্বাস হচ্ছেনা? খুলেই বলি।

মাস্টারি চাকরি আর ভাল লাগছিলনা। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল এর লেকচারার । হঠাৎ মাথায় ভূত চাপল মাস্টারি আর করবোনা। এদিকে হবু শ্বশুর আবার মাস্টার জামাই বেশ পছন্দ করেন। তাই মেয়ের জন্য আমাকে পছন্দ করলেন। এদিকে বিয়ে ঠিক হওয়ার পর আমি মাস্টারি ছাড়ার তালে ছিলাম। কারণ হবু বউ এর হুমকি- আমার সাথে কখনো মাস্টারি করা চলবেনা। কিন্তু মাস্টার মানুষদের আবার সবার সাথেই মাস্টারি করা চাই। তাই ভাবি চাকরিটা বদলাই। নইলে সবার সাথে মাস্টারি করার স্বভাব যাবেনা। অবশেষে একটি টেক্সটাইল সংশ্লিষ্ট একটি মাল্টি ন্যাশনাল এ চাকরি পেলাম। মাস্টারিটা ছেড়েই দিলাম।

তবে নতুন চাকরিতে জয়েন করবো ১ লা এপ্রিল হতে। কারণ ২১ শে ফেব্রুয়ারী যে আমার বিয়ে। Happy Happy Happy তাই বিয়ের পর বেশ কিছুদিন বেকার জীবন উপভোগ করব। ব্লগার ভাই বোনরা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। Rose Rose Rose

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File