ব্লগের পরিবেশ বিনষ্টকারী ভাইরাসদের ব্যান করুন প্রিয় মডারেটর
লিখেছেন লিখেছেন ইচ্ছে করে আকাশ ছুঁয়ে দেখি ১৪ জানুয়ারি, ২০১৩, ০৪:০৩:১১ বিকাল
আমি এই ব্লগে নতুন। আজই রেজিস্ট্রেশন করলাম। এসেই চোখে পরল একটা ক্যাচাল পোস্ট। নিচের পোস্টটি দেখুন।
ওরে ও জরিনা খালা।
এই পোস্টটি স্পষ্টই উস্কানিমূলক। চিন্তা করে দেখুন, কতটা অসুস্থ মানসিকতার হলে কেউ কোন সহব্লগারকে নিয়ে এই রকম নোংরা রসিকতা করতে পারে। এই ব্লগার এর আগেও বিভিন্ন ব্লগে অনেক ক্যাচাল করেছে। বিভিন্ন ব্লগারের নিকট হতে তাঁর নামে আরো বিভিন্ন অভিযোগ ও পাওয়া যায়।
প্রিয় মডারেটরের নিকট অনুরোধ, দয়া করে এইসব ক্যাচালপোস্ট ও ক্যাচালবাজদের প্রশ্রয় দিবেননা। এরা অনেক মাল্টিনিক লালন করে, নিজের পোস্ট এ নিজেই কমেন্ট ফ্লাডিং করে মাল্টিনিক দিয়ে এবং এরা অযথাই ব্লগের পরিবেশ নষ্ট করে। প্রিয় ব্লগারদেরও প্রতিবাদ এ শামিল হওয়ার অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন