গৃহদাহ বিএনপিকে ইন্ডিয়ান ফাঁদে ফেলে আত্মঘাতি পথে ঠেলে দিচ্ছে
লিখেছেন লিখেছেন আবরার ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩৬:০৯ বিকাল
সিপাহী-জনতার সম্মেলিত বিপ্লবে ৭ই নভেম্বর জিয়াউর রহমানের উথহান ঘটেছিল । কোন বিদেশী প্রভু তাকে ক্ষমতায় বসায়নি । বরং দেশী -বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত শহীদ জিয়াকে বিদায় করেছে । ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসে জনমানুষের ভালবাসা এবং ইসলাম পন্থিদের সমর্থনে । বর্তমানে বিএনপি গণমানুষের আস্থার পরিবর্তে '' জাতিসংঘের উপর নির্ভর '' করে ক্ষমতায় আসতে চায় বলে প্রতীয়মান হচ্ছে । আসলে তাদের গৃহদাহ তাদেরকে ইন্ডিয়ান কুটনৈতিক জালে আটকে ফেলেছে । তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে । জাতিসংঘ ফর্মুলা গিলেছে ।
আওয়ামী সরকারের বিদায় পথ যেখানে রুদ্ধ হয়ে আছে সেখানে জাতিসংঘের মাধ্যমে সে পথ উম্মুক্ত করার গরজ কেন ? জাতিসংঘকে ডেকে আনার দায় বিএনপিকে বহন করতে হবে । এই সরকার এবং তাদের মিডিয়া এখনই বলা শুরু করেছে বিরোধী দল দেশের মানুষকে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে বিদেশী শক্তিকে । তাতে জনমনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে । তাতে লাভটা আওয়ামী লীগের পক্ষেই যাবে । ১৮ দলীয় জোট দুর্বল হবে । এই জোটের পাশাপাশি ডান-বাম যারা আওয়ামি সরকারের ঘোর বিরোধী জোট গঠন করে একই সাথে আন্দোলন করতে চায় তারাও থেমে যাবে । তাতে ০ডিগ্রী + [ - ০ ডিগ্রী ] = বরফ ছাড়া আর কিছুই নয় । বরফ বাসিন্দা বিএনপির গৃহদাহ উৎপাদনকারী নেতারা এমনটাই চায় । ''
জাতিসংঘের মধ্যস্থা '' আসলে ইন্ডিয়ান তৈরী একটি ফাঁদ । এই ফাদে পা দেয়া বিএনপির জন্যে নয় শুধু দেশের জন্যেও একটি আত্মঘাতি সিদ্ধান্ত । শেখ হাসিনাও হয়তো সর্বশেষ এই বিদেশী শক্তির মাধ্যমে মানসম্মান নিয়েই বিদায় নিবেন । সে বিদায়ে তার অবস্থান এখনকার চেয়ে ভাল হবে ।
এখন বিএনপি কি পেঙ্গুইন পাখীর আবাস স্থল ত্যাগ করে মাটির ঘরে গিয়ে রোদ -বৃষ্টি , ঝড়-তুফানের সাথে লড়াই করে পাবলিক নিয়ে থাকবেন ? থাকলে রাস্তায় আসুন । তা না হলে দয়া করে সংবাদ সম্মেলন করে বলে দিন যে , ২৪শে জানুয়ারীর আগে কোন আন্দোলন নেই । সরকার আরামছে আরামে তার মেয়াদ শেষ করুন । তারপর দেখা যাবে । জাতিসংঘ আসতে আছে । আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েই যাবে । দেশবাসী কোন চিন্তা করবেন না । আমরা বড় সতর্কবাদী পলিটিশিয়ান । এটা নুতন ধারার সেয়ানা পলিটিক্স ।
আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল ভোটে । কিন্তু সরকার গঠনে অন্যের সমর্থন লেগেছিল । তখন তাদের অবস্থা আজকের মত বেগতিক হয়নি । সে আওয়ামী লীগ বিদেশী শক্তি এবং দেশীয় মীরজাফরদের সহযোগীতায় ক্ষমতায় আসল । আর অদক্ষ-অরাজনৈতিক ইন্ডিয়ান মন্ত্রীসভা আজ আওয়ামী লীগকে ধবংসের মুখোমুখী করেছে । তারা আজ জনতার বিরুদ্ধে দাড়িয়েছে । জনতার উপর প্রতিশোধ নিচ্ছে । বিএনপি কি এই বিষয়টা বুঝতে অক্ষম ? বিএনপির ঝানু ঝানু পলিটিশিয়ানরা কি সক্ষমতা হারিয়ে ফেলেছেন ? গৃহদাহ বন্ধ করে এই দিকে নজর দিলে সব ঠিক হয়ে যাবে । ফ্যাসিবাদী শক্তি আন্দোলন ছাড়া সোজা হবে না । তাই আন্দোলন ছাড়া বিকল্প কোন পথ বিরোধী পক্ষের নেই । রাজপথই এখন একমাত্র সমাধান ।
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন