নাই ভোট লজ্জিত মুজিবকোর্ট

লিখেছেন লিখেছেন আবরার ২৩ আগস্ট, ২০১৩, ০৫:২২:২০ বিকাল



নেই ভোট লজ্জিত মুজিবকোট,

নিজের সৃষ্ট মহাজটে মহাজোট ।

শেখ হাসিনার দরকার নেই মুজিবকোট ,

পাবলিকেরে দেখান তিনি হাইকোর্ট ।

নিজের তরে সংবিধানে চলে যত কাটছাট ,

শুধু জনতার জন্যে বন্ধ কপাট ।

তত্ত্ববোধায়ক বাতিলের দিল কে ম্যান্ডেট ?

পাবলিক তো চায়নি রাবার ষ্ট্যাম পার্লামেন্ট ।

হাইব্রিড গণতন্ত্রে ''তথ্যের '' ভোট ,

পাবে না পাবলিক সাপোর্ট ।

ভাবছেন দরকার নেই জনতার ভোট ,

এক পায়ে খাড়া আছে মহাজোট ।

বদ্ধ ঘরে সিল মারো ফটাফট ,

বাক্স ভর জটপট ।

৮০% ভাগ অমুসলিম ডিসি-রিটার্নিং ফিটফাট,

সাথে আছে ওসি-এসপি ডিবি এসবি কত রিমোট ।

মজুত শত শত রোবর্ট ,

কি দরকার পাবলিক ভোট ?

'' গণভবন '' বড় স্বপ্নপুরী ,

কে না চায় কুরসীর বাহাদুরী ?

সংবিধান প্রেমিক শেখ হাসিনা ,

মুজিবের স্বপ্ন আজ আর দেখে না ।

শপথ করেছেন কুরসী ছাড়া যাবেনা ,

নেই তার ভোটের কামনা ।

'' গণভবন '' কারো হাতে দিবেন না ,

'' এক চুলও নড়বেন না '' দিলেন ঘোষনা ।

চাটুকার মুসাহেবদের আস্তানা শেখ হাসিনা ,

সমালোচক স্পষ্টবাদীদের ঠিকানা জেলখানা ।

কারো কথা শুনবেন না ,

মুজিব কণ্যা শেখ হাসিনা ।

গল্প একখান সবার জানা ,

তবুও লিখতে নেই মানা ।

বাঘ ! বাঘ ! রাখাল বালকের চিৎকার , এসে পাবলিক কিছু দেখে না ,

রাখালের ফাকি ঝুকি জেনে পাবলিক আর আসে না ।

যখন বাঘের থাবায় রাখাল শেষ ,

তখন পাবলিক বগল দাবায় , আহ ! বেশ ! বেশ !

ধোকাবাজীর দিন শেষ ,

জনতার বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

১৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File