সুইডেনের কিছু নারী এবং আমেরিকান মডেল কণ্যা বাড়িয়ে দিল তাসলিমা-কল্পনা-মিতা-জাফর ইকবালদের জ্বালাযন্ত্রনা ।

লিখেছেন লিখেছেন আবরার ২১ আগস্ট, ২০১৩, ১১:৫৫:৩০ সকাল



মুক্ত চিন্তার স্বাধীন মানুষ । নিজের জম্মভুমিকে নিজেদের মত সাজাতে চান । নিজেদের মুক্ত চিন্তার বাইরে যারা আছেন তারা সব মৌলবাদী-জংগী । তাদের মতের বাইরে কেউ থাকতে পারবেন না । তারা তাদের মত করে '' স্মার্ট-মডার্ণ -প্রোগ্রেস '' বাংলাদেশ চাইতে পারলে ৯০% ভাগ ধর্ম পরাণ মানুষের '' মুসলিম জাতিসত্তা '' রক্ষা করতে চাইলে আপত্তি কেন ? কেউ একটি '' মডারেট মুসলিম রাষ্ট্র '' চাইলে আপরাধী হবে কেন ? কুরাআন-হাদীস-দাড়ি-টুপি-হিজাব -ইসলামী শব্দে এত মাথা ব্যথা কেন ? উনাদের [সেকুলার-নাস্তিক ] এত জ্বালা যন্ত্রনা কেন ?

আসলে আযান শুনলেই শয়তানের গাঁ জ্বালা-ছটফটানি শুরু হয় । তাই আযানের ধবনির চেয়ে রবীন্দ্র সংগীত তাদের নিকট অনেক প্রিয় । তারা শত চেষ্টা করেও আযান বন্ধ করতে পারছেন না । দিন দিন মসজিদ বাড়তেছে । মুসল্লী বৃদ্ধি পাচ্ছে । হিজাবধারী নারী পয়দা হচ্ছে । সর্বত্র মৌলবাদীদের সংখ্যা জ্যামেতিক হারে বেড়ে চলেছে ।

এইবার সুইডেনের অমুসলিম নারী আর আমেরিকান নগ্ন মডেল কণ্যার খবর শুনলে আমাদের জাফর ইকবাল-মিতা-কল্পনারা হার্টফেল করবেন ।

ছোট ছোট ৩ খবর দেখুন ।

১] ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে [১২/৮/১৩ ] ১৬ বছর বয়সী ফরাসী মুসলিম হিজাব পড়া কিশোরী ২ অমুসলিম উগ্রবাদীর হামলার শিকার হয় । সন্ত্রাসীরা তার হিজাব ছিড়ে ফেলে এবং ছুরি দ্বারা আঘাত করে । তার মুখে এবং ঠোটে আঘাত লেগেছে । এই ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির স্বররাষ্ট্র মন্ত্রী । আক্রমঙ্কারীদের খুজতে পুলিশ মাঠে নেমেছে । [ সুত্র - রেডিও তেহরান ]



২] হিজাবধারী কিশোরীর প্রতি হামলার এক অভিনব সামাজিক প্রতিবাদ করেছে সুইডেনের বিভিন্ন পেশার বিভিন্ন ধর্মের আনেক নারী । টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইডেনের বহু নারী হিজাব পরে ছবি আপলোড করেছে । তারা ইসলামের শালীন-ভদ্র পোষাকের প্রতি সম্মান দেখিয়েছে । মানবতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে । তারা মুসলিম নারীদের ধর্মীয় অধিকার এবং ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার দাবী জানিয়েছে । সুত্র-রেডিও তেহরান ।



৩] নগ্নতায় খ্যাত আমেরিকান বিকিনি মডেল কণ্যা কারলি ওয়াটসন । বিকিনি প্রত্যাখ্যান করে ২৪ বছর বয়সী কারলি এখন হিজাব পড়ছেন । তিনি ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন । তার ২বছরের সন্তানসহ তিউনিসিয়ায় স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত জানিয়েছেন । সুত্র--ডেইলি মেইল অনলাইন ।



ছবি--বিডি ব্লগে দেয়া এক ভাইর

বিস্তারিত দেখুন এখানে--------

১] http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/item/52145

২] http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/52311

৩] http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/42831

বিষয়: বিবিধ

২৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File