ইসলাম পন্থীদের সমর্থন আওয়ামী লীগের দরকার নেই কিন্তু তাদের চরম বিরোধীতাই ইসলামের বিজয় নিশ্চিত করবে ।

লিখেছেন লিখেছেন আবরার ০১ আগস্ট, ২০১৩, ০৭:০৪:২৬ সন্ধ্যা



ইসলাম পন্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নতুন কিছুই নয় । দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৬৯ সালে পল্টনে জামায়াতের জনসভায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় । সেখানে ৩জন দ্বীনদার মুজাহীদ শহীদ হন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিষ্ট্রির মেধাবী ছাত্র নেতা শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১২ই আগষ্ট আওয়ামী সন্ত্রাসী দ্বারা মারত্মকভাবে আক্রান্ত হয়ে ১৫ই আগষ্ট শাহাদত বরন করেন । তখন তো জামায়াত স্বাধীনতা বিরোধী -আল বদর -রাজাকার ছিল না । কোন অপরাধে এই আক্রমন হয়েছিল ?

আসলে আওয়ামী লীগ শুধু জামায়াত বিরুধী নয় । তাদের নিকট '' মুসলিম '' ইসলাম '' হুজুর '' মাওলানা -মুন্সী-মৌলভী -মাদ্রাসা -ঈমাম - কোরান-হাদীস -রসুল আমাদের আদর্শ নেতা ------এই জাতীয় শব্দ-পরিভাষা গুলো খুব অসহ্য । '' জিহাদ '' শব্দ বেশী অপছন্দ । সংবিধান হতে '' আল্লাহকে উচ্ছেদ '' করে তারা মুলত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে ।

তারা মুলত লিংগ খতনা মুসলিম । তাদের নিকট সম্মানীত হল তথাকথিত ভন্ড পীর , ভান্ডারী , মাজারী , কবর পুজারী । তারা মুসলিম শব্দ কর্তনকারী । প্রথম আওয়ামী মুসলিম লীগ হতে '' মুসলিম '' কেটে দেয় । দেশ স্বাধীনের পর --সলিমুল্লাহ মুসলিম হল হতে '' মুসলিম '' , কবি নজরুল ইসলাম কলেজ হতে '' ইসলাম '' , গভঃ মুসলিম ইনিষ্টিউট হতে '' মুসলিম '' শব্দ উচ্ছেদ করে । দেশের খ্যাতিমান আলেম -ওলামা , ওস্তাদ -ঈমাম , দাড়ি-টুপি ওয়ালা , পর্দানশীল মা-বোন , মসজিদ-মাদ্রাসা সহ সকল ইসলামী প্রতিষ্ঠান তাদের দ্বারা আক্রান্ত , অপমানিত, নির্যাতিত । এটাই তাদের চরিত্র ।

ইসলাম পন্থীদের শক্ত অবস্থান আওয়ামী লীগকে চরম ইসলাম বিদ্বেষী -নাস্তিক বান্ধব দল হিসাবে চিহ্নিত করেছে । এক '' শাহাবাগ '' সৃষ্টি করে তারা ইসলামের শত্রুতে পরিনত হয়েছে । জামায়াতের জোটগত অবস্থান তাদের বিজয় অনিশ্চিত করেছে । রাজপথে জামায়াত তাদের জন্যে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে । জামায়াতের সৎ সাহসী বলিষ্ঠ শীর্ষ নেতৃত্ব এবং দলটি শেষ করতে পারলেই তারা সফল । আরো ৪২ বছর ক্ষমতায় থাকবে বিনা বাধায় ।

তাই হাইকোর্টের আওয়ামী বিচারক এই দলটির নিবন্ধন অবৈধ ঘোষনা করেছে । হয়ত কিছুদিনের মধ্যে দলীয় অনুগত বিচারকগন '' দলটি '' কেই অবৈধ ঘোষনা করতে পারে । তাতে কি জামায়াত নির্মুল হয়ে যাবে ? জামায়াত দাঁড়ি পাল্লায় নির্বাচন করতে না পারলে কি করবে ? জামায়াত নিজের অস্তিত্ব বিলীন করে '' ধানের শীষ '' প্রতীক নিয়ে নির্বাচন করবে ? জামায়াত অন্য কোন দলের প্রতীক নিয়ে সংসদে প্রবেশ করবে না । জামায়াতের বিপুল জনশক্তির এই বিষয় নিয়ে সামান্যতম দ্বিধা-দ্বন্দ্ব-টেনশন - দুশ্চিন্তায় নেই ।

সময় বলে দিবে কি করতে হবে । নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থাবান জামায়াত জনশক্তি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত । ইতিহাসের জঘন্যতম হামলা-মামলা-জেল-জুলুম মোকাবিলা করেই তারা এখনও টিকে আছে । সরকার তাদের উপর গণহত্যা চালিয়েছে , ধরে নিয়ে ঠান্ডা মাথায় গুলি চালিয়েছে , রিমান্ডের নামে চরম নির্যাতন করেছে , অংগুলের তাজা নখ তুলে নিয়েছে , চোখ উপরে ফেলেছে , হাত-পা ভেঙ্গে দিয়েছে , ৪৩ হাজার নেতা-কর্মী জেল খেটেছে , নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছে । আর কি বাকী থাকছে ?

আসলে আওয়ামী লীগ ইসলাম পন্থীদের সমর্থন চায় না । ইসলাম পন্থীদের নির্মুল চায় । এই ধর্ম বিরোধী কর্মকান্ডে তারা নিজেরাই বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে । ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান তাদেরই ধবংস ডেকে আনবে । ইসলাম পন্থীরা আরো বেশী শক্তিশালী হবে । তাদের ঐক্য দিন দিন আরো মজবুত হবে । ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে , ছোট-খাটো ত্রুটি ভুলে ইসলাম পন্থীরা পারস্পরিক সম্পর্ক আরো সুন্দর -আরো গভীর করতে সক্ষম হবে । দেশের সাধারন মানুষ এমনটাই কামনা করে ।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File