এত বড় ৭ ঘোড়া জেনারেল কুকুরে চিনল কিভাবে ?

লিখেছেন লিখেছেন আবরার ২১ জুলাই, ২০১৩, ০৬:৩৩:৩৪ সন্ধ্যা



আমেরিকান কুকুর । পাকা শিকারী । সিআইএ -এর প্রশিক্ষনপ্রাপ্ত হতে পারে । নইলে বাংলাদেশী জেনারেল টার্গেট কেন ? আক্রমন করতে আর মানুষ পায়নি । একে তো ক্যান্সারে আক্রান্ত । প্রতিমাসে থ্যারাপি নিতে হয় । থাকেন মামী শাশুরীর নিকট । ছেলের নিকট থাকতে পারেন না । অপরদিকে নাকি অর্থনৈতিক সংকটে ভুগছেন । কেন ? বুবু খোজ খবর নেন না ? অন্তত ক্ষমতার ৫ বছর তো নিতে পারতেন ।

মীরজাফরদের ইতিহাস পড়ুন । মীরজাফর তো দুরে থাক '' মালিক '' ক্লাইভ কি সুন্দরভাবে পৃথিবী হতে বিদায় নিতে পেরেছে ? বেঈমানদের শাস্তি দুনিয়া - আখেরাত উভয় জায়গায় নির্ধারিত । ইতিহাস এদের ক্ষমা করে না ।

জেনারেল মইন ইউ আহম্মদ । লাইনচ্যুত রেলগাড়ী লাইনে উঠাতে গিয়ে নিজেই লাইনচ্যুত হয়ে গেলেন । বিশ্বাসঘাতক এই দাম্ভিক জেনারেলকে আমেরিকান কুকুরে আক্রমন করেছে । যে কোন মানুষকে কুকুর আক্রমন করতে পারে । আমাকেও পারে । কিন্ত আমাকে বা অন্য কোন মানুষকে আক্রমন করলে নিউজ হয় না । সাবেক ক্ষমতাবান জেনারেল তাই নিউজ । বিশেষত্ব আছে । এই সংবাদ আমাদের দুঃখ দেয় । আমরা ব্যথিত । কুকুরের বিরুদ্ধে মামলা হওয়া দরকার ।

জেনারেল সাহেব । আপনাকে ইদুর-বিড়ালে আক্রমন করতে পারে । সাবধানে থাকুন । আপনি কেন দেশ ছেড়ে আমেরিকায় ? আপনার পুর্বের জেনারেলরা তো দেশেই আছেন । কিসের ভয় ? ভারতীয় তাজা তাজা ৭ ঘোড়া '' ঘুষ '' উপঢৌকন ভীতি ? আপনি তো ভারতের অনুরোধ রক্ষা করেছেন । বুবু কে ক্ষমতায় বসিয়েছেন । নীরবে কাপুরুষের মত '' সেনা বাহিনী হত্যার দৃশ্য '' দেখেছেন । এমন ভয়াবহ বিপর্যয়ের পরও আপনি সেনাপতি থাকলেন । ইতিহাসের নির্মম বিশ্বাস ঘাতকের ভুমিকায় অবতীর্ন হলেন । এই দেশ , জাতি , সেনাবাহিনী আপনাকে ক্ষমা করবে ? একদিন আদালতের কাঠগড়ায় আপনাকে দাড়াতেই হবে ।

বিষয়: বিবিধ

১৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File