'' লর্ড ক্লাইভ '' আসছেন !!!
লিখেছেন লিখেছেন আবরার ৩১ মে, ২০১৩, ০৮:৪৮:৫১ রাত
যখন দেশে দুর্বল অকেজো স্বেচ্ছাচারী শাসক হয় তখন মির্জাফর তৈরী হয় । আর ঠিক তখনই লর্ড ক্লাইভদের আগমন ঘটে । ২০০৫ সালে আমরা বিদেশীদের '' টুয়েসডে গ্রুপ '' ২০০৭ সালে '' কফি গ্রুপ '' এবার ২০১৩ সালে ১৪ বিদেশীর '' ফ্রেন্ডস গ্রুপ '' দেখতে পেলাম । গণতান্ত্রিক রাজনীতির মৃত্যু ছাড়া কোন স্বাধীন দেশে এমন গ্রুপ তৈরীর নজির নেই । বন্ধু রাষ্ট্র গুলো বাংলাদেশের মাথা ব্যাথা নিয়ে পেরেশানিতে আছে । মাথা আমাদের কিন্তু ব্যাথা তাদের । দিল্লী - ওয়াশিংটনের ঘুম নেই । ২ কুটনৈতিক খুব বেশী তৎপর । দিল্লী চাচ্ছে বাংলাদেশকে ভারতের রাস্তা আর নদীপথ বানাতে । ওয়াশিংটন চাচ্ছে বে অব বেঙ্গলের কতৃত্ব । আওয়ামী লীগ চায় স্থায়ী রাজত্ব । বিএনপি চায় বংগভবন - গণভবনের নেতৃত্ব । আমলারা চায় সচিবালয়ের প্রভুত্ব । পুলিশ চায় রাস্তা-ঘাটের ভোগ স্বত্ব । র্যাব চায় ক্রোস ফায়ারের অবাধ স্বীকৃতি । বিজিবির আছে সীমান্ত কর্মে বিরুক্তি । জামায়াত চায় নেতাদের মুক্তি । বামরা চায় মস্কো ছাতার চুক্তি । সুচীল গুলো মরা গোশতে তৃপ্ত । এমন আজগুবি দেশে '' লর্ড ক্লাইভদের '' আগমন কে ঠেকায় ?
লাজ লজ্জা আত্মসম্মানবোধ বলতে কিছু নেই । ক্ষমতার মোহে আমরা পাগল হয়ে গেছি । অনৈতিক প্লাবনে তলিয়ে হাবু ডুবু খাচ্ছি । বিদেশীদের সাথে বসতে -উঠতে -তাদের কথা শুনতে খুব মজা পাই । দেশী জ্ঞানী গুনি পন্ডিত অভিজ্ঞ ব্যক্তিবর্গ সব '' গাই '' ! তাদের ফর্মুলায় ফর্মালিনের গন্ধ পাই ! সবই ভুল আমি শুধু ঠিক ! সংলাপের কফিন জুরাইন গোরস্তানে দাফান করা হয়েছে । তারপরও সংলাপ -সংলাপ নাটক চলেছে ।
আসলে শিয়াল কুত্তার চেচামেচী-কুটচালে বনের বাঘ-সিংহ দুর্বল হয়ে পরেছে । বাঘ- সিংহের থাবা থেকে বাচতে শিয়াল পন্ডিত তাদের অনেকে সাইজ করেছে । তারা ঘুমিয়ে আছে । কিন্তু কান খাড়া ।বনের নিরীহ প্রাণীর করুন আর্তনাদ তারা শুন্তে পাচ্ছে । তাদের বিবেক নাড়া দিচ্ছে । শিয়াল -শকুন তাদের অস্তিত্ব হুমকীর সম্মুখীন করেছে । বন , বনের নিরীহ প্রানী এবং তাদের অস্তিত্ব রক্ষায় তারা এক সময় ঝাপিয়ে পড়বে ।
বনের হিংস্র প্রাণীর চেয়েও আমরা হিংস্র হয়ে গেছি । গোটা দেশ ভয়ংকর আতঙ্কগ্রস্ত । মামলা , হামলা , রিমাণ্ড নির্যাতন , গুম , খুন , গ্রেপ্তার আতঙ্ক । ১নেতার বিরুদ্ধে ১১০ মামলা । ১ মামলায় ২১ হাজার আসামী ।শিবিরের কেন্দ্রীয় সভাপতি রিমান্ড নির্যাতনে দাড়াতে পারে না , তিনজনে কোলে-কাধে তাকে এজলাসে উঠিয়ে পুনরায় রিমান্ড চায় । বিচারক হতবম্ভ । স্বজন -হিতাকাংখীদের চোখে পানি । দেশের প্রখ্যাত আলেম -ওস্তাদ হেফাজত মহাসচিব জুনাইদ বাবুনগরীকে তিনটি মামলায় টানা ৩১ দিন রিমান্ডের নামে চরম নির্যাতন চালিয়ে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়া হয়েছে । কি তার অপরাধ ? নাস্তিকের শাস্তি চাওয়া তার অন্যায় ? এই ইসলামী নেতাদের হত্যা করার উদ্দেশ্যে নির্যাতন চালানো হয়েছে । এমন ফ্যাসিবাদী একদলীয় সরকারই মির্জাফর তৈরী করে । আর সে মির্জাফরদের হাত ধরেই '' লর্ড ক্লাইভরা '' আসেন । কে ঠেকাবে তাদের আগমন ?
হা । সাহস নিয়ে গ্রাম-গঞ্জ হতেই প্রচন্ড প্রতিরোধ গড়তে হবে । রাজনীতির ধরন পালটে দিতে হবে । শহরের সুবিধাবাদী লোকগুলো হেফাজতের কঠিন মুহুর্তে পাশে দাড়ায়নি । তারা লাঠি-গুলি তন্ত্রকে ভয় পায় । তারা নিজদের আত্মরক্ষায় নিমগ্ন । ভোট চাই । ক্ষমতা চাই । সুবিধাবাদ জিন্দাবাদ । বেদেশী গোলামী দীর্ঘজীবি হোক । এই তাদের চরিত্র । সুপারী গাছের চলা দিয়ে তাদের একটা ধাবরানি দিন । গ্রাম থেকে পোড়া মাটির ঢিল মারুন । ধুলা বালির পুটলি বানিয়ে তাদের নাকে মুখে নিক্ষেপ করুন । চারদেয়ালের ভিতরে বসে তারা গরীব মারার ষড়যন্ত্র করে । জনগন ক্ষমতার মালিক বলে তারা জনতার চোখে ধুলা মারে । এবার তাদের ধুলা-মরিচের গুড়া ফেরত দেয়ার সময় হয়েছে । এবার হিসাবের পালা । কড়া গন্ডায় হিসাব বুঝে নিতে হবে । এবার ভিলেজ পলিটিক্স বুঝিয়ে দিন ।
মজলুম জনতার পাশে গ্রামের চাষা ভুষা মানুষকে দাড়াতে হবে । অত্যাচারীকে রুখতে হবে । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে । মির্জাফরদের চিহ্নত করতে হবে । লর্ড ক্লাইভদের আগমন ঠেকাতে হবে । দেশের সংকট দেশের মানুষকে সমাধান করতে হবে ।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন