আসুন জেনে নিই গর্ব করার মত এক ইতিহাস

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ০৭ জুন, ২০১৪, ০৫:২৫:৫৯ সকাল



ওসমানীয় খেলাফত চলছে তখন, ১৮৪৫ সাল। খলিফা আব্দুল মাজিদ ইস্তাম্বুলের মসনদে।

এসময়ে এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধার ছিলনা, বিভিন্ন আর্থিক-সামাজিক সমস্যা বিপর্যস্ত ছিল অনেক ইউরোপীয় দেশ। আয়ারল্যান্ডে এসময় দেখা দেয় এক ভয়াবহ দূর্ভিক্ষ। মহামারী টাইপের রোগও ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের প্রতিবেশী রাজ্যে, মারা যেতে থাকে হাজার হাজার আদম সন্তান। এই দূর্ভিক্ষে প্রায় ১০ লাখ লোক মারা যায়। আয়ারল্যান্ডের এই দূর্দশা দেখে এগিয়ে আসেন খলিফা আব্দুল মাজিদ।

তিনি জরুরীভাবে ১০ হাজার স্টারলিং (যার বর্তমান মূল্য প্রায় ১৭ লাখ মার্কিন ডলার) সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডবাসীর জন্য।

কিন্তু বাধ সাথে ইউরোপের মোড়ল ইংল্যান্ড। গোটা দুনিয়ায় লুণ্ঠন করে বেড়ানো ইংল্যান্ড নিজেদের অধিনস্ত রাজ্যকে এই দূর্যোগেও মাত্র ২০০০ স্টারলিং এর বেশী সাহায্য দেয়নি সেখানে কেন মুসলিম খলিফা তার ৫ গুণ টাকা দিবে ! এ তো ইংল্যান্ডের মান-ইজ্জতের ব্যাপার । রানী ভিক্টোরিয়া ইস্তাম্বুলকে এই বলে সাবধান করে দেন যে ইংল্যান্ডকে ডিংগিয়ে আয়ারল্যান্ডকে সাহায্য দিতে যাওয়াটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিপদজনক হতে পারে।

বাধ্য হয়ে খলিফা সাহায্যের পরিমাণ ১ হাজার স্টারলিং এ নামিয়ে আনেন। এর পরেও এই অর্থের মূল্য ছিল বর্তমান বাজার দরে প্রায় ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

খলিফা আব্দুল মজিদ এতে সন্তুষ্ট হতে পারলেননা, বারবার মনে হচ্ছিল তার যে এ অর্থে মৃত্যুর কূপে পড়ে যাওয়া মানুষগুলোর কিছুই হবেনা হয়ত। তিনি গোপনে ৩ টি জাহাজ ভর্তি করে খাবার এবং ত্রাণ পাঠালেন আয়ারল্যান্ডের দিকে। গোপেন বহু মাধ্যমে পাঠালেন নগদ অর্থ। মুসলিম ত্রানবহরকে বৃটিশ সৈন্যরা আটকে দিল ডাবলিন এবং বেলফাস্টের ঢোকার পথে। ওসমানীয় সৈন্যরা দমে না গিয়ে ফেরার পথে ডাবলিনের উত্তরে গোপনে ড্রগেডা নামের এক ছোট্ট শহরের পাশে নোংগর করে গোপেন ত্রান সামগ্রী সেই শহরের মেয়রের মাধ্যমে আয়ারল্যান্ডবাসীর কাছে পৌছে দেয়।

ইউরোপের বাঘা বাঘা লুটেরা দেশ থাকতে মুসলিম এক শাসকের এই ভালবাসা আর সাহায্য অভিভূত করে আয়ারল্যান্ডের মানুষকে।

১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে ড্রগেডা শহরের মেয়র গডফ্রে খলিফা আব্দুল মজিদের এই সাহায্য এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তৎকালীন মুসলিম খেলাফতের সম্মানে একটি স্মৃতিফলক উদ্ধোধন করেন।

এখনো যদি সেই ড্রগেডা শহরে যান তো দেখবেন সেখানকার বিখ্যাত ফুটবল ক্লাব 'ড্রগেডা ফুটবল ক্লাব' এর লোগোতে ওসমানীয় খেলাফতের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে মুসলমানদের প্রতীক অর্ধচন্দ্র বা হেলাল-সেতারা অংকিত আছে। এছাড়া ড্রগেডা কোর্ট অফ আর্মসের লোগোতেও অংকিত আছে মুসলিম খেলাফতের গৌরবান্বিত ইতিহাস।

এই আয়ারল্যান্ডেও কতিপয় উগ্র খৃষ্টান মুসলমানদের বিরুদ্ধে কূৎসা রটায়, মৌলবাদী-ধর্মান্ধ এসব আখ্যা দিয়ে ইসলাম এবং মুসলমানদের প্রিয় নবীকে গালিগালাজ করে।

তারা গালি দেবার আগে যদি মৌলবাদীদের এসব ইতিহাসগুলো পড়ে দেখত !

আফসোস ! আমরাই বা কতটুকু জানি নিজেদের ইতিহাস !



ফুটবল ক্লাবের লোগো (Drogheda United F.C.)



Drogheda's coat of arms এর লোগো

বিষয়: বিবিধ

৩১২৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231653
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩০
178749
উমাইর চৌধুরী লিখেছেন : আপনাকে ধন্যবাদ Happy
231658
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৪১
নিউজ ওয়াচ লিখেছেন : ওনেক কিছু জানলাম। ধন্যবাদ ভালো লাগলো
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩০
178748
উমাইর চৌধুরী লিখেছেন : জানাতে পেরেও ভালো লাগলো Happy ধন্যবাদ আপনাকেও
231669
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
egypt12 লিখেছেন : ওদের কি দোষ আমরাই জানিনা আমাদের ইতিহাস :(
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩০
178750
উমাইর চৌধুরী লিখেছেন : সেটাই, জানতে হবে এবং জানাতে হবে Happy
231687
০৭ জুন ২০১৪ সকাল ১০:২৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাল লাগার মত লেখা ধন্যবাদ।
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩১
178752
উমাইর চৌধুরী লিখেছেন : ভাল লাগলো জেনে আমারও ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে পড়ার এবং মন্তব্য করার জন্য Happy
231710
০৭ জুন ২০১৪ সকাল ১১:০৩
দ্য স্লেভ লিখেছেন : সত্যিই আভিভূত হলাম। আমাদেরকে আমাদের ইতিহাস থেকে ধুরে রেখে আউল ফাউল কাহিনী শিক্ষা দেওয়া হচ্ছে যাতে জাতি হিসেবে হিনমন্যতা লালন করি
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩১
178754
উমাইর চৌধুরী লিখেছেন : আমাদের সোনালী ইতিহাসগুলোকে বালুচাপা দয়ে রাখা হয়েছে, উদ্ধার করতে হবে আমাদেরকেই এবং জানতে হবে জানাতে হবে। ধন্যবাদ Happy
231751
০৭ জুন ২০১৪ দুপুর ১২:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই এ্কটি ভুলে যাওয়া গেীরবের অধ্যায় কে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই ধরনের অনেক ঘটনা পাওয়া যায় মুসলিমদের উদারাতা ও মানবতার। কিন্তু আমাদেরকে তা থেকে অজ্ঞাত রাখা হয় আর কিছু মিথ্যাকে উপস্থাপন করা হয়।
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩২
178755
উমাইর চৌধুরী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য Happy
231765
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৫৩
আহমদ মুসা লিখেছেন : প্রকৃত মুসলিম শাসকের চরিত্র এমনই হওয়া উচিত।
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩২
178756
উমাইর চৌধুরী লিখেছেন : হুম ঠিক। ধন্যবাদ মন্তব্যের জন্য Happy
231768
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
হককথা লিখেছেন : ধন্যবাদ। বেশি বেশি করে লিখুন। আল্লাহ পাক আপনার কলমে বরকত ঢেলে দিন।
০৭ জুন ২০১৪ রাত ০৯:৩৩
178757
উমাইর চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, জ্বি ইনশাআল্লাহ। জাঝাকুমুল্লাহখাইরান Happy
232138
০৮ জুন ২০১৪ রাত ০১:৪৪
আনিস১৩ লিখেছেন : Inspiring post brother.
Thanks for sharing.
০৮ জুন ২০১৪ সকাল ১১:১০
178922
উমাইর চৌধুরী লিখেছেন : Happy আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File