স্মৃতির পাতায় রিয়াদের বুকে এক খন্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা এক যুবকের কথা।

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ জুন, ২০১৪, ০৪:৫৪:৪৫ রাত



স্মৃতির এন্টেনায় ধরা দিয়েছে এমন এক তরুণের মুখায়ব যিনি কিনা শুধু স্বপ্নই দেখেন না বরং হাজারো স্বপ্নের সফল বাস্তবায়নে আজ এক সক্ষম যুবক। যার স্বপ্নের পথ বেয়ে রিয়াদের বুকে আল নাখলা মেডিকেল সেন্টারের মত বিগ বাজেটের এক সেবামূলক প্রতিষ্ঠানের সফল অঙ্কুরদ্গম। অঙ্কুরিত আল নাখলা মেডিকেল সেন্টার অচিরেই মহিরুহে পরিণত হবে, সেই প্রত্যাশা আমাদের সকলের।

১৯৯৩ সালের কথা, সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তির্ণ হওয়ায় পা যেন আর মাটিতে পরছিলনা। মনে হচ্ছিল এমনিতেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলুল কাদের চৌধুরী আমার দাদা-নানা না হওয়ায় সে সুযগ পরাহত। যেহেতু তারা কেউই আমার দাদা-নানা নন বা তাদের শ্যালকও নন তাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা দিতেই হয়েছিল। অতি আত্ম বিশ্বাসের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে শেষপর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা মারিয়ে আজ সৌদি’আরবের রাজধানী রিয়াদে বসে বিদেশী কোম্পানীর ডেবিট ক্রেডিট নিয়ে মাথা ঘামাতে হচ্ছে।

বলছিলাম ১৯৯৩ সালের মার্চ মাসের কথা। ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম শহর থেকে সাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ের রেল ষ্টেশানে গিয়ে পৌছে রিক্সা যোগে শাহ আমানত হলের আবাসিক ছাত্র, বন্ধুবর আলাওল ভাইর কাছে যাচ্ছিলাম। স্টেশান ছেড়ে কিছুদূর এগোতেই একজন দিপ্তমান তরুণ নজরে আসল, যাকে ঘিরে আরো ৪/৫ জন তরুণ রেল স্টেশানের দিকে এগিয়ে আসছিল। সাফারী স্যুটে পরা উদ্যত মস্তক আর সিনা টান করে চলা তরুণকে কেন যেন হীর হীর লাগছিল। রিক্সাওয়ালা, দীপ্তমান তরুণদের কাছাকাছি হতেই সালাম ঠুকে দিল, যেমনটা সাধারণত খেটে খাওয়া মানুষেরা মহল্লার উঠতি বয়সের মাস্তানদের দিয়ে থাকে। আশ্চর্য হলাম তরুণদের অতিক্রম করার পরেও রিক্সা ওয়ালা তাদের গালি না দেয়ায়! এধরনের তরুণদের মুটে মজুরেরা সাধারণত সামনে থেকে সালাম দেয় মামা ডাকে আর পিছন থেকে শ্যালা বা... বলে গালি দেয়। গালির পরিবর্তে রিক্সাওয়ালার মুখে তৃপ্তির হাসি দেখে কৌতুহলী হয়ে মধ্যমণি তরুণের পরিচয় জিজ্ঞেস করলাম। জবাবে রিক্সাওয়ালা বলল ভাই ওনাকে চেনেনা এমন কেউ এই বিশ্ববিদ্যালয়ে নাই। ওনাদের কথায়ইতো বিশ্ববিদ্যালয় চলে। ওনারা দিন বললে দিন আর রাত বললে রাত। তার মানে উনি বিশ্ববিদ্যালয়ের ভিসি না কি? এত অল্প বয়স্ক একজন তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত এত বড় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি? রিক্সাওয়ালা বলল আরে ভাই না উনি হলেন এই বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী ছাত্র সংগঠনের সভাপতি।

কথায় কথায় শাহ আমানত হলের গেটে চলে আসলাম। রুম নম্বর মিলিয়ে ঠিক ঠাক মত আলাওল ভাইর রুমে চলে গেলাম। রুম খুলতে হয়নি বরং দরজা খোলাই ছিল। আর ওটাকে হল শাখার সভাপতির ছাত্রাবাসের রুম না বলে কমলাপুর রেল স্টেশানের যাত্রী ছাউনি বললে অত্যুক্তি হবেনা। আমার মত ভর্তি পরীক্ষা দিতে আসা ১৫/২০ জন ছাত্র ইতিমধ্যেই ওখানে ঠাই করে নিয়েছে। রুমের এমন বেহাল দশা দেখে ঢাকার বন্ধু টিপু ভাইর দেয়া চিরকুট আলাওল ভাইকে না দেখিয়েই চলে যেতে ইচ্ছে করছিল। কিন্তু সৌজন্যের খাতিরে সেটা করতে পারলামনা। ভেবে ছিলাম আলাওল ভাই নিজেই আমাকে বিদায় করে দিবেন কিন্তু না মুস্কি হেসে নিজের নাম আলাওল বলে হালকা শশ্রু মণ্ডিত তরুণটি আমার দিকে হাত বারিয়ে দিলেন। আমার নাম বলে চিরকুটটা তার হাতে তুলে দিতেই তৃপ্তির হাসি হেসে আমার হাত চেপে ধরে রুমের ভিতরে নিয়ে গেলেন। বললেন আপনি এখানেই থাকবেন। এরাও আপনার মত দেশের বিভিন্ন এলাকা থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছে। সন্ধ্যা নাগাদ সবাইকে হলের বিভিন্ন রুমে থাকার ব্যবস্থা করে দিব যাতে প্রস্তুতি নিতে কোন সমস্যা না হয় আর আমরা যারা আবাসিক ছাত্র তারা ভর্তি ইচ্ছুকদের সুবিধার্থে ২/১ রাত মসজিদেই কাটিয়ে দিব। তার এমন আন্তরিকতায় অবিভুত না হয়ে পারলাম না। তার পরেও আলাওল ভাইকে বললাম আমার এক ক্লাস মেটের বড় ভাই আছে যার নাম দিলদার (ছদ্ম নাম)। নাম বলতেই আলাওল ভাই তাকে চিনে ফেললেন। দিলদার ভাই তখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রটারী। আমি একরকম জোর করেই দিলদার ভাইর রুমে চলে গেলাম।

দিলাদার ভাই আমার ক্লাস মেট এবং ঘনিষ্ঠ বন্ধুর বড় ভাই। আমেকে দেখে তিনিতো অভাক। জাতীয় বাবার আদর্শ জলাঞ্জলি দিয়ে তিনি ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী অবশ্য এখন আবার জাতীয় বাবার দলেই ফিরে গেছেন, লোকে বলে ১২ লাখ টাকার বিনিময়ে নাকি ২০০৮ এর নির্বাচনের সময়ে পদ্মা খেক আবুল হোসেনের হাত ধরে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। দিলদার ভাইও অবশ্য আমাকে তার ছোট ভাইর বন্ধু হিসেবে অনেক খাতির করেছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবরটা যথা সময় না দেয়ায় আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি। সে জানত আমি নামায পড়ি তাই সোজা নামায পড়ে রুমে চলে আসতে বললেন। জোহরের নামাযের আযান হলে ভাবলাম একটু পরেই যাই কিন্তু কি যেন কি ভেবে আজান শেষ হতে না হতেই মসজিদের দিকে রওয়ানা দিলাম। মসজিদে পৌছুতে না পৌছুতেই একামত শুরু হয়ে গেল। মসজিদে প্রবেশ করে দেখি তিল ধারণের আর ঠাই নাই। কোন ইমাম বা মুয়াজ্জিন নজরে এলনা। প্যান্ট শার্ট পরা এক তরুণ একামত দিতেই পিছন থেকে একই টাইপের আরেক তরুণ ইমামের জায়গায় দারিয়ে ইমামতি শুরু করে দিলেন। বিষয়টা আমার কাছে খটকা লাগলেও নামায শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম মসজিদে যারা নামায পড়েছে বাহিরে বরং তাদের চেয়েও বেশী সঙ্খক তরুণ নামাযের অপেক্ষায় দারিয়ে আছে। এমন দৃশ্য দেখে আবেগে আপ্লুত না হয়ে পারলাম না। উল্ট দিকে দিলদার ভাইর রুমে গিয়ে দেখলাম ভিন্ন দৃশ্য। তাদের রুমে তারা দুজন থাকতেন, উভয়েই বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা। তারা উদার মানুষিকতার, এমনই উদার যে তাদের কেবিনেট খুলে নিজের শার্ট রাখতে গিয়ে স্বচ্ছ বসনা এক তরুণীর ছবি দেখে কয়েকবার আস্তাগফিরুল্লাহ না পড়ে পারিনি।

যেসকল তরুণদের অক্লান্ত পরিশ্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুমিন তরুণদের পাদাচরনায় মুখরিত তাদের মধ্যকার একজন অন্যতম তরুণ আজ আমাদের মাঝে। স্বপ্ন দ্রষ্টা সেই তরুণ আজ সক্ষম পুরুষ, তার স্বপ্নের সফল বাস্তবায়নে যদি সবাই এগিয়ে আসি তাহলে সৌদিআরবে আমরা বাংলাদেশীরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি সেটা অচিরেই দূর হয়ে যাবে ইনশা’আল্লাহ। বাংলাদেশে যেমন দলমত নির্বিশেষে সবাই ইবনেসিনা হাসপাতালের সেবা নেয় তেমনি সৌদি’আরবে জাতিধর্ম ভেদে সবাই আল নাখলা মেডিকেল সেন্টারের সেবা নিয়ে নিজেদের ধন্য মনে করবে। আমাদের সেবা দেখে তারা অবিভুত হবে। বাংলাদেশ আর বাংলাদেশীরা তাদের হারানো গৌরব ফিরে পাবে। আল নাখলা হাসপাতালকে আমরা সৌদি’আরবের বুকে এক টুকরা বাংলাদেশ ভেবে গৌরবান্বিত হব ইনশা’আল্লাহ।

বিষয়: বিবিধ

২০৯৮ বার পঠিত, ৯৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231619
০৭ জুন ২০১৪ সকাল ০৫:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : পরিচয়বিহীন লেখাটা পড়ে বেশ ভালো লাগলো। সফল হোক উদ্যোগ সে দোয়া থাকলো।
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
178570
আবু জারীর লিখেছেন : সৌদি'আরবের রাজধানী রিয়াদ বাংলাদেশীদের জন্য দ্বিতীয় ঢাকা কিন্তু নিজেদের পরিচয় দেয়ার মত কিছুই নেই। আল নাখলা হাসপাতাল সে দাবী পূরণের প্রথম পদক্ষেপ।
ধন্যবাদ।
231626
০৭ জুন ২০১৪ সকাল ০৬:২৫
শেখের পোলা লিখেছেন : এমন যুবকদের সংখ্যা যত বেশী হয় ততই ভাল৷ ধন্যবাদ৷
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
178571
আবু জারীর লিখেছেন : আমাদের সকলকেই সাহসী সৎ ও যোগ্য হতে হবে।
ধন্যবাদ।
231642
০৭ জুন ২০১৪ সকাল ০৮:৪৯
চোরাবালি লিখেছেন : অনেক ভাল লাগল
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪৪
178574
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
231647
০৭ জুন ২০১৪ সকাল ০৯:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল নাখলা মেডিকেল সেন্টারের সফলতা কামনা করছি।
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪৫
178577
আবু জারীর লিখেছেন : আল্লাহ আপনার দুয়া কবুল করুন।
ধন্যবাদ বদ্দা।
231648
০৭ জুন ২০১৪ সকাল ০৯:১২
হতভাগা লিখেছেন : চমতকার লাগলো ।

''বাংলাদেশে যেমন দলমত নির্বিশেষে সবাই ইবনেসিনা হাসপাতালের সেবা নেয় তেমনি সৌদি’আরবে জাতিধর্ম ভেদে সবাই আল নাখলা মেডিকেল সেন্টারের সেবা নিয়ে নিজেদের ধন্য মনে করবে। আমাদের সেবা দেখে তারা অবিভুত হবে।''

০ শুধু ইবনে সিনা না , ইসলামী ব্যাংক হাসপাতালের সেবাও নেয় যার শাখা ঢাকা শহর সহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে ছড়িয়ে আছে । যেমনটি একেবারেই নেই বড় বড় বেসরকারী হাসপতালগুলোর । খুব হাই ফাই না হলেও এরাই মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের আশার স্থল ।

তাই ইমরানদের শত আহবান সত্ত্বেও মানুষ এদেরকে বর্জন করে নি ।
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
178582
আবু জারীর লিখেছেন : লেখার সময় বিষয়টা আমার মাথায়ও এসেছিল। সংযোজন করার জন্য ধান্যবাদ। মধ্যবিত্তরাই মূলত মধ্যপ্রাচ্যে প্রবাসী তাই তাদের জন্য ইবনে সিনা আর ইসলামী ব্যাংক হাসপাতালের মত কম খরচের হাসপাতালই চাই।

সেবার ক্ষেত্রে আল নাখলা যদি আপসহীন হতে পারে তাহলে তাদের সফলতা নিশ্চিত ইনশা'আল্লাহ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
231652
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
178583
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
231661
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৪৫
আহমদ মুসা লিখেছেন : ছবি দেখে অনেক দিনের পুরাতন সেই নম্বই দশকের শুরুর দিকের চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অতি চেনা চেহারাটি টিকই চিনতে পারছে কেউ কেউ। যেহেতু আপনি নামটি বলছেন না, সেহেতু তার নাম উল্লেখ করাটাও অভদ্রতামি হয়ে যাওয়ার আশংকা হয়তো কেউ প্রকাশ করা থেকে বিরত থাকছেন।
যা'হোক আমার নিকট আত্মীয় সৌদিয়া প্রবাসী বাংলাদেশীদের মুখে শুনেছি সৌদিয়াতে নাকি বাংলাদেশীদের সিকিৎসা ব্যায় অত্যন্ত ব্যায় বহুল আয়ের সাথে সংগতি রেখে প্রয়োজনীয় সিকিৎসা করতে গেলে বিরাট আর্থিক সাপোর্টের প্রয়োজন হয় যা সেখানে কর্মরত অল্প আয়ের বাংলাদেশীদের নাগালের বাইরে। অনেকে জটিল রুগের চিকিৎসা করার জন্য দেশে ছুটিতে চলে আসেন। এধরনের একটি জনকল্যানকর উদ্যেগ সত্যিই প্রবাসীদের চাহিদা ও প্রয়োজনীয়তা মিটাতে সহকায়ক হবে।
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
178586
আবু জারীর লিখেছেন : এখানে খরচের চেয়েও বড় সমস্যা হল ভাষা এবং উপযুক্ত চিকিৎসকের। আশা করি সে দাবীও পূরণ হবে আর অনর্থক খরচতো হ্রাস পাবেই ইনশা'আল্লাহ।
ধন্যবাদ।
231664
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৪৯
egypt12 লিখেছেন : সুন্দর সেই বিশ্ববিদ্যালয়ে এখন খুনি তৈরি হচ্ছে :(

এই দায় কার?

গত ৫-৬ বছরে এখানে মারা গেছে ৭-৮ জন মেধাবী তরুন :(
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
178588
আবু জারীর লিখেছেন : সে দায় বাকশালের প্রেতাত্মা জাতীয় বাবার। কারণ তার ঔরষেই জন্ম নিয়েছে বাজিকর হাইজাকার ধর্ষক খুনিদের।
231683
০৭ জুন ২০১৪ সকাল ১০:২২
আমি মুসাফির লিখেছেন : আমি জানি নাখলা মেডিকেল হতে চলেছে রিয়াদের বুকে এটা অত্যন্ত গর্বের কথা কারণ এখানে ভারতীয়দের পরিচালিত অনেকগুলো হাসাপাতাল থাকলেও বাংলাদেশের কোন হাসপাতাল নেই। আর যে ধরনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার কথা তারা বলেছে তা বাস্তবায়িত হলে অাসলেই আমরা আমাদের সেই হারানো আইডেন্টটিটি ফিরে পাবো যা লেখক উল্লেখ করেছেন। এখানে আমার খুব ঘণিষ্ট এক জন আছেন মার্কেটিং ম্যানেজার।
আমি এই নাখলা মেডিকেলের সফলতা কামনা করি।
আর বিষয়টা ব্লগে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
178594
আবু জারীর লিখেছেন : আল্লাহ আমাদের সকলের আশা পূরণ করুন। আপনার পরিচিত মার্কেটিং ডাইরেক্টর ভাইকে ব্লগের সংবাদটা দিলে হয়ত তিনিও ব্লগার হবেন। বিষেশ করে তারা চাইলে টুডে ব্লগের মাধ্যমে আল নাখলা হাসপাতালের পরিচিতি সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। যাতে তাদের পরিচিতিও বারবে আর টুডে ব্লগেরও কিছুটা সাপোর্ট হবে। আমরা যদি টুডে ব্লগের পাশে না দাড়াই তাহলে একদিন এটা হারিয়ে যাবে যা আমরা কেউ কামনা করিনা।
ধন্যবাদ।
১০
231691
০৭ জুন ২০১৪ সকাল ১০:৩৩
আব্দুল গাফফার লিখেছেন : শুভকামনা রইলো Good Luck
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৫
178597
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
তবে আপনি চাইলে বাশের থেকে নামিয়ে আপনার সুন্নতে খাতনার দায়িত্বটা আল নাখলা নিতে পারে। অবশ্যই ফ্রী অব কষ্ট। Crying
ধন্যবাদ।
১১
231694
০৭ জুন ২০১৪ সকাল ১০:৪২
বাংলার দামাল সন্তান লিখেছেন : ছবিতে যাকে বক্ততা দিতে দেখলাম তিনি আমাদের কুমিল্লাহর রেজাউল ভাই মনে হয়, ধন্যবাদ, ভাইয়া, দ্বীনি সংগঠন এমনই হয়।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
178601
আবু জারীর লিখেছেন : আপনার ধারণ সঠিক। আল নাখলা হাসপাতাল সফল হলে সৌদি প্রবাসী বাংলাদেশীদের আইডেন্টিটি ক্রাইসিস দূর হবে ইনশা'আল্লাহ।
ধন্যবাদ।
১২
231697
০৭ জুন ২০১৪ সকাল ১০:৪৮
লোকমান লিখেছেন : আল নাখলাহ সৌদি আরবে বাংলাদেশীদের অহংকার।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
178602
আবু জারীর লিখেছেন : আল্লাহ কবুল করুন।
ধন্যবাদ।
১৩
231754
০৭ জুন ২০১৪ দুপুর ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর উদ্যোগটির সফলতা কামনা করছি।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
178603
আবু জারীর লিখেছেন : আমীন।
ধন্যবাদ।
১৪
231776
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৪৮
প্রবাসী আশরাফ লিখেছেন : সৌদি আরবের প্রায় সব শ্রমিকের চিকিৎসাই ইন্সুরেন্স কার্ড নির্ভর। ইন্সুরেন্স কার্ড ভিত্তিক যে হাসপাতালগুলো আছে সেখানে বাংলাদেশী ডাক্তারের সংখ্যা নেহায়াত কম। বাংলাদেশী ভাইয়েরা ভিন্নভাষী ডাক্তারের কাছে রোগের বর্ননা ভালভাবে বলতে পারেনা।

সেক্ষেত্রে বাংলাদেশী ডাক্তার দ্বারা পরিচালিত হলে এই নাখলা মেডিকেল হয়ে উঠতে পারে বাংলাদেশী শ্রমিকদের সেবাস্থল।

শুভকামনা ও দোয়া রইলো...
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:১২
178606
আবু জারীর লিখেছেন : সেই দৃষ্টিকোন সামনে রেখেই পরিকল্পনা নেয়া হয়েছে বলে উদ্যক্তারা জানিয়েছেন। অনেক গুলো ইন্সুরেন্স কোম্পানীর সাথে কথাও হয়েছে। সৌদি'আরবের প্রত্যেকটি শহরে আল নাখলার ব্রাঞ্চ হবে বলেও তারা জানিয়েছেন।
আল্লাহ তাদের এই নেক আশা পূরণ করুন।
ধন্যবাদ।
১৫
231788
০৭ জুন ২০১৪ দুপুর ০২:২৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : উল্টো দিকে দিলদার ভাইর রুমে গিয়ে দেখলাম ভিন্ন দৃশ্য। তাদের রুমে তারা দুজন থাকতেন, উভয়েই বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা। তারা উদার মানুষিকতার, এমনই উদার যে তাদের কেবিনেট খুলে নিজের শার্ট রাখতে গিয়ে স্বচ্ছ বসনা এক তরুণীর ছবি দেখে কয়েকবার আস্তাগফিরুল্লাহ না পড়ে পারিনি।

উপরের কোটেশনটি আপনার লিখা থেকে, সর্বদা দেখেছি দলীয় দিলদারেরা এমনই হয়।

যাক, সুন্দর ও গুরুত্বপূর্ণ লিখা। আমাদের উচিত এভাবে উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। এ ধরনের কর্মমুখী নাগরিক আরো বহু পরিমানে হওয়া উচিত।

সর্বোপরি বহুদিন পরে আপনার একটি ষ্টিকি পোষ্ট দেখে আনন্দ লাগছে! আপনি ভাল থাকুন এবং বেশী বেশী লিখতে থাকুন। মডারেটরদের ধন্যবাদ।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
178610
আবু জারীর লিখেছেন : লিখতে তো মন চায় কিন্তু সময়ের হাওয়া সম্পূর্ণ বিপরীত দিকে প্রবাহীত হচ্ছে তাই লিখতে পারছিনা এমনকি পড়াও হচ্ছেনা বললেই চলে।
ধন্যবাদ টিপু ভাই। আপনার দাড়ি ওয়ালা প্রপিকটা কিন্তু বেশ চমৎকার হয়েছে।
১৬
231805
০৭ জুন ২০১৪ দুপুর ০৩:২৬
নিউজ ওয়াচ লিখেছেন : সর্বোপরি বহুদিন পরে আপনার একটি ষ্টিকি পোষ্ট দেখে আনন্দ লাগছে! আপনি ভাল থাকুন এবং বেশী বেশী লিখতে থাকুন। মডারেটরদের ধন্যবাদ।
রিপোর্ট করুন
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
178612
আবু জারীর লিখেছেন : আমার লেখা কখনোই মান সম্মত হয়না তার পরেও মুখ রক্ষার খাতিরে বন্ধুরা পড়ে। মডারেটর ভাইদের বদান্যতার জন্য শুভেচ্ছা জানাই।
ধন্যবাদ ভাই।
১৭
231821
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো জরির ভাই। ভাবি ভালো? Yawn Yawn Don't Tell Anyone Don't Tell Anyone Love Struck Love Struck
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
178618
আবু জারীর লিখেছেন : আমার কোন লেখা এই প্রথম আপনার ভালো লেগেছে দেখে নিজের কাছে খারাপ লাগছে।

বুঝতে পারছি লেখাটা ভালো হয়নি। ভালো হলে অবশ্যই সমালোচনা করতেন।

এ,কে ফজলুল হক বলে ছিলেন, 'বাবুরা যদি আমার সমালোচনা করে তাহলে বুঝতে হবে আমি আমার লোকদের ক্ষতি করছি আর তারা যদি আমার সমালোচনা করে তাহলে বুঝতে হবে আমি সঠিক পথে আছি। তাই আপনার ভালো লাগা আমাকে সন্দেহে ফেলে দিয়েছে। পাছে আবার ভাবির কথা জিজ্ঞে করেছেন যার কারণে রীতিমত সন্দেহ হচ্ছে। Tongue

বেচারী বাচ্চাদের নিয়ে দৌড়ের উপরে আছে, আগে জানলে নাকি ঢাকায় এসে বাচ্চাদের ভালো স্কুলে ভর্তিই করতনা।

আমি মজায় আছি আর সে একাকি বাচ্চাদের ঠ্যালা সাম্লাচ্ছে।

ধন্যবাদ।
১৮
231823
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
মু নূরনবী লিখেছেন : অনেক বেশী দোয়া রইলো...

অনেকদিন পর আপনার লেখা দেখলাম।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩০
178620
আবু জারীর লিখেছেন : আপনার জন্যও দুয়া রইল। আল্লাহ আপনাকে নেক সাথী দান করুন।
ধন্যবাদ।
১৯
231832
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:১২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার সাবলীল সুন্দর ও গুরুত্বপূর্ণ লেখাটি স্টিকি দেখে বেশ ভাল লাগছে। বিদেশের মাটিতে দেশের কোনো ভাল কীর্তি দেখলে গৌরববোধ হয়।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩১
178622
আবু জারীর লিখেছেন : বীষেশ করি সৌদি'আরবে আমাদের এমন একটা পদক্ষেপ খুবই জরুরী ছিল।
ধন্যবাদ ভাই।
২০
231841
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
মোবারক লিখেছেন : ভালো লাগলো
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪১
178631
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
২১
231845
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
গেরিলা লিখেছেন : ্জীবন ঘনিষ্ট লেখা। আরো চাই।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪২
178632
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ আপু।
চেষ্টা করব।
ভালো থাকুন।
২২
231854
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪২
প্রবাসী মজুমদার লিখেছেন : অন্কুরিত বীজের ফসল ঘরে তুলে দেখিয়ে দেয়ার এ স্বপ্ন যুবকের স্মৃতিকথা তুলে ধরার জন্য ধন্যবাদ। উৎসাহিত হলাম।
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
178638
আবু জারীর লিখেছেন : লজিং মাস্টার আর ছাত্রীর প্রেম কাহিনীর গল্পের পাশাপাশি এমন যুবকদের স্মৃতি গুলোকে গল্পে গল্পে জাতি আপনার কলম থেকে আশা করে।
ধন্যবাদ মুহতারাম।
২৩
231874
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : এই শিবিরের ছেলেরাই দেশে রক্ষার পাশাপাশি..বিশ্ব জয় করবে...............
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
178653
আবু জারীর লিখেছেন : ইনশা'আললাহ
ধন্যবাদ।
২৪
231884
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০২
এনামুল হক মানিক লিখেছেন : সফলতা কামনা করি ।
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
178654
আবু জারীর লিখেছেন : আল্লহা কবুল করুন।
ধন্যবাদ।
২৫
231885
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
ভিশু লিখেছেন : হসপিটালটি কি এখন পুরোপুরি অপারেশনাল? কি অবস্থা এখন? আরেকটি পোস্ট দিলে খুব ভালো লাগতো আরো! সুন্দর অনুভূতি, উদ্যোগ ও বাস্তবায়নগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাদের! Praying Happy Good Luck
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
178655
আবু জারীর লিখেছেন : প্রিপারেশনাল।
লিখব ইনশা'আল্লাহ।

আপনি, পুষ্পিতা আর টুম্পাদের মত স্পেশালিষ্টরা যাতে ওমরাহ্‌ পালন সহ প্রবাসে দেশী রোগীদের সাময়িক সময়ের জন্য হলেও সেবা দিতে পারে কর্তৃ পক্ষের কাছে সেই আবেদন জানাব। স্থায়ী সময় দিতে পারলেতো কোন কথাই নাই।
ধন্যবাদ ডাক্তার মহাশয়।
২৬
231887
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সৌদিয়াতে বাংলাদেশীদের সিকিৎসা ব্যায় অত্যন্ত ব্যায় বহুল আয়ের সাথে সংগতি রেখে প্রয়োজনীয় সিকিৎসা করতে গেলে বিরাট আর্থিক সাপোর্টের প্রয়োজন হয় যা সেখানে কর্মরত অল্প আয়ের বাংলাদেশীদের নাগালের বাইরে। অনেকে জটিল রুগের চিকিৎসা করার জন্য দেশে ছুটিতে চলে আসেন। এধরনের একটি জনকল্যানকর উদ্যেগ সত্যিই প্রবাসীদের চাহিদা ও প্রয়োজনীয়তা মিটাতে সহকায়ক হবে। মহান আল্লাহ এই মহতী কাজের উদ্যোগকে প্রসারিত করে দিন এবং যারা এর সহযোগীতায় আছে তাদেরকেও উত্তম প্রতিদান দিন। আমিন।
০৮ জুন ২০১৪ রাত ১২:১৭
178846
আবু জারীর লিখেছেন : ব্যয়ের পাশাপাশি ভাষাগত সমস্যার জন্য অনেক সময় সঠিক রোগ নির্নয় করা সম্ভব হয়না বলে অর্থ খরচের পরেও রোগ থেকে অনেকেই মুক্তি পায়না। আশা করি সেরকম সমস্যারও সমাধান হবে ইনশা'আল্লাহ।
২৭
231889
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব সুন্দর উদ্যোগ Thumbs Up Thumbs Up আল-নাখলা মেডিকেল সেন্টারের সফলতা কামনা করছি Praying সংশ্লিষ্ঠ সবার জন্য দোয়া করছি। Praying Praying বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য Rose Rose Good Luck Good Luck Rose Rose Good Luck যাজাকাল্লাহু খাইর।

স্টিকি পোস্টের অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় জিনিস (হাতুড়ি) দিয়ে Time Out Time Out Time Out Time Out Time Out

ভাইয়া রাগ করছেন? হাতুড়ির জন্য Day Dreaming
০৮ জুন ২০১৪ রাত ১২:১৯
178847
আবু জারীর লিখেছেন : আপনার নেক দুয়া আল্লাহ কবুল করুন। নারে ভাই রাগ করব কেন। হাতুড়ির সাথে কাস্তে যোগ করেননি সেটাইত বরং সৌভাগ্যের।
ধন্যবাদ।
২৮
231908
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : লোকমান লিখেছেন : আল নাখলাহ সৌদি আরবে বাংলাদেশীদের অহংকার।
আমি আন্তরিকভাবে এর সাথে জড়িত সকলকে দোয়া করছি এবং এর সফলতা কামনা করছি । আল্লাহযেন আপনাদেরকে কামিয়াব করেন । আপনাকেও আন্তরিক ধন্যবাদ । Good Luck
০৮ জুন ২০১৪ রাত ১২:২০
178848
আবু জারীর লিখেছেন : লোকমান ভাই সত্যই বলেছেন। আল নাখলা হাসপাতাল ইনশা'আল্লাহ সৌদি'আরবের বুকে বাংলাদেশের একটা বড় মিনার হবে ইনশা'আল্লাহ।
২৯
231914
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগল।
০৮ জুন ২০১৪ রাত ১২:২০
178849
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ তরিকুল হাসান ভাই।
৩০
231915
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সৌদি'আরবের রাজধানী রিয়াদে সফলতার একটা নাম হোক আল নাখলা হাসপাতাল
০৮ জুন ২০১৪ রাত ১২:২১
178850
আবু জারীর লিখেছেন : আল্লাহ কবুল করুন। আমিন।
ধন্যবাদ।
৩১
231926
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
শিশির ভেজা ভোর লিখেছেন : আজকাল রাজাকারদের মুখেই দেশ গড়ার কথা বেশী শোনা যায়। যারা দেশই চাইলো না তাদের আবার দেশ গড়া। এদের খালি হাতুড়ি পেটা করা দরকার। Time Out Time Out Time Out
০৮ জুন ২০১৪ রাত ১২:২৪
178851
আবু জারীর লিখেছেন : স্বধীন্তা অর্যনের চেয়ে রক্ষা করা কঠিন। তারা ৭১রে স্বাধীনতা রক্ষার নিমিত্তেই বিচলিত ছিল।

অর্যিত স্বাধীনতা রক্ষা এবং দেশ গড়ার জন্য তারা বদ্ধপরিকর। স্বাধীনতা রক্ষা আর দেশ গড়ার সংগ্রামে আপনাকে সাদর আমন্ত্রণ।
ধান্যবাদ।
৩২
231927
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
আহমেদ আরিফ লিখেছেন : জারীর ভাই আমাকে ফেসবুকে একটা ম্যাসেজ দিয়েন তো। এই ব্যাপারে আপনার সাথে একটু কথা আছে https://www.facebook.com/ahmedarif2011
০৮ জুন ২০১৪ রাত ১২:২৫
178852
আবু জারীর লিখেছেন : ইনশা'আল্লাহ।
ধন্যবাদ।
০৮ জুন ২০১৪ দুপুর ১২:৫৫
178960
ভিশন২০২১ লিখেছেন : ???
৩৩
231931
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
জেদ্দাবাসী লিখেছেন : আন্তরিকভাবে সকলকে দোয়া করছি এবং এর সফলতা কামনা করছি । আল্লাহযেন আপনাদেরকে কামিয়াব করেন ।
যাজাকাল্লাহ খায়ের
০৮ জুন ২০১৪ রাত ১২:২৫
178853
আবু জারীর লিখেছেন : আমিন।
শুকরান কাছিরান।
৩৪
231956
০৭ জুন ২০১৪ রাত ০৮:২২
পুস্পিতা লিখেছেন : দারুণ উদ্যোগ। শুভকামনা করছি।
০৮ জুন ২০১৪ রাত ১২:২৮
178854
আবু জারীর লিখেছেন : আপনার মত বিশেষজ্ঞদের মাঝে মধ্যে ওমরাহ্‌ প্যাকেজ সহ ভিজিট করাবেন বলে কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি। সেরকম সুযোগ হলে আল্লাহ চাহেনতো সৌদি'আরবে আপনার সাথে স্বক্ষাত হলেও হতে পারে।
ধন্যবাদ।
৩৫
231965
০৭ জুন ২০১৪ রাত ০৮:২৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভাগ্যবান পরিচালকদের মধ্যে কবির ভাই নামক এক ভদ্রলোকও রয়েছেন, জানানো হলে আরো খুশী হতাম।
০৮ জুন ২০১৪ রাত ১২:৩১
178855
আবু জারীর লিখেছেন : ঐ নামের একজন ডাইরেক্টর আছেন বলে জেনেছি তবে তার সাথে আবু জারীরের ব্যাক্তি সত্বার কোন সম্পর্ক নাই।
আবু জারীর স্বেচ্ছা সেবী থাকতেই বেশি পছন্দ করে। তাছারা সে কাজের কাজী নয় বরং অকাজের ঢেকি।
ধন্যবাদ বদ্দা
৩৬
232115
০৭ জুন ২০১৪ রাত ১১:৩৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল নাখলা হাসপাতালকে আমরা সৌদি’আরবের বুকে এক টুকরা বাংলাদেশ ভেবে গৌরবান্বিত হব ইনশা’আল্লাহ। এই সুন্দর স্বপ্নটিকে আল্লাহ সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাক।
০৮ জুন ২০১৪ রাত ১২:৩২
178856
আবু জারীর লিখেছেন : আমিন। আল্লাহ আপনাদের সকলের নেক দুয়া কবুল করুন।
ধন্যবাদ।
৩৭
232136
০৮ জুন ২০১৪ রাত ০১:২৪
ওসমান গণি মৃধা লিখেছেন : অনেক দিন পর ব্লগে ঢুকে ভালো একটা লেখা পড়লাম,সাথে সাথে আমাদের এলাকার রেজাউল ভাইকে দেখেও ভালো লাগলো। শুভ কামনা রইলো ।।
০৮ জুন ২০১৪ রাত ০৪:১২
178879
আবু জারীর লিখেছেন : নিয়িত ব্লগারদের অনেকেই এখন অনিয়মিত। আপনাকে দেখে ভালো লাগছে। আপনার জন্যও শুভ কামনা রইল। ধান্যবাদ।
৩৮
232140
০৮ জুন ২০১৪ রাত ০২:৩১
বাকপ্রবাস লিখেছেন : স্বপ্নটা সত্যি হোক, প্রবাসে হয়ে উঠুক একটা সুন্দর বাংলাদেশ
০৮ জুন ২০১৪ রাত ০৪:১৩
178880
আবু জারীর লিখেছেন : আল্লাহ আপনার দুয়া কবুল করুন।
ধন্যবাদ।
৩৯
232141
০৮ জুন ২০১৪ রাত ০২:৩৩
দিগন্তে হাওয়া লিখেছেন : তারা উদার মানুষিকতার, এমনই উদার যে তাদের কেবিনেট খুলে নিজের শার্ট রাখতে গিয়ে স্বচ্ছ বসনা এক তরুণীর ছবি দেখে কয়েকবার আস্তাগফিরুল্লাহ না পড়ে পারিনি। Happy Happy বাস্তবতা।
আল্লাহ আপনাদের উদ্যোগকে কবুল করুন, আমিন.
০৮ জুন ২০১৪ রাত ০৪:১৫
178881
আবু জারীর লিখেছেন : বাস্তব এই অবস্থাটা পরিবর্তন করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
ধন্যবাদ।
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৭
179021
দিগন্তে হাওয়া লিখেছেন : ইনশাআল্লাহ, একদিন আমাদের দাড়াই তা পরিবর্তন হবে।
৪০
232156
০৮ জুন ২০১৪ সকাল ০৭:০৭
দ্য স্লেভ লিখেছেন : আপনাদের মহৎ উদ্যোগের জন্যে জাজাকাল্লাহ খায়রান ! আল্লাহ আপনাদের তাওফিক দান করুন !
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:১৫
179067
আবু জারীর লিখেছেন : আমিন।
ধন্যবাদ।
৪১
232191
০৮ জুন ২০১৪ সকাল ১০:০৭
আবু আশফাক লিখেছেন : আল নাখলা মেডিকেল সেন্টার হয়ে উঠুক বাংলাদেশীদের ইমেজ ফিরে পাওয়ার সেন্টার- এই কামনায়..........
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
179068
আবু জারীর লিখেছেন : আল্লাহ কবুল করুন।
আমিন।
ধন্যবাদ।
৪২
232204
০৮ জুন ২০১৪ সকাল ১১:১১
ছিঁচকে চোর লিখেছেন : এসব লোক দেখানো ন্যাকামি জাতি সহ্য করবে না। Shame On You Shame On You
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
179074
আবু জারীর লিখেছেন : লোক দেখানো নয় বরং লোক দেখার জন্য।
৪৩
232252
০৮ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
ভিশন২০২১ লিখেছেন : পড়ে ভালো লেগেছে ভাইজান, দাওয়াত পেয়েছি আগেই...
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
179075
আবু জারীর লিখেছেন : সম্পৃক্ত হয়েছেন নাকি?
ধন্যবাদ।
৪৪
232346
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : আল নাখলাহ মেডিকেল সেন্টারকে আল্লাহ কবুল করুন। আমরা এর সাফল্য কামনা করছি। এই হাসপাতাল প্রতিষ্ঠা করতে যদি বাংলাদেশের প্রকৌশলীদের কোন প্রকার সাহায্য দরকার হয় তো আমরা সেই সাপোর্ট দিতে এক পায়ে খাড়া।
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
179081
আবু জারীর লিখেছেন : ইতিমধ্যেই একদল প্রকৌশলী কাজ করছে। আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ।
৪৫
232350
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:২৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
বাংলাদেশে যেমন দলমত নির্বিশেষে সবাই ইবনেসিনা হাসপাতালের সেবা নেয় তেমনি সৌদি’আরবে জাতিধর্ম ভেদে সবাই আল নাখলা মেডিকেল সেন্টারের সেবা নিয়ে নিজেদের ধন্য মনে করবে। আমাদের সেবা দেখে তারা অবিভুত হবে। বাংলাদেশ আর বাংলাদেশীরা তাদের হারানো গৌরব ফিরে পাবে। আল নাখলা হাসপাতালকে আমরা সৌদি’আরবের বুকে এক টুকরা বাংলাদেশ ভেবে গৌরবান্বিত হব ইনশা’আল্লাহ।
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:১২
179066
আবু জারীর লিখেছেন : ইনশা'আল্লাহ।
আল্লাহ আমাদের মুখ উজ্জল করুন। আমীন।
৪৬
232403
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:৫৮
ইবনে আহমাদ লিখেছেন : দোয়া করি মন থেকে আল্লাহ যেন আপনার প্রত্যাশা পূরণ করেন।
০৮ জুন ২০১৪ রাত ১০:৫৯
179241
আবু জারীর লিখেছেন : আল্লাহ আমাদের সকলের নেক মকসুদ পুরা করুন।
ধন্যবাদ।
৪৭
232418
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
সাদাচোখে লিখেছেন : আপনার উদ্যোগ স্বার্থক হবে, ইনশাল্লাহ্‌। ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৮ জুন ২০১৪ রাত ১১:০০
179244
আবু জারীর লিখেছেন : আমার না আল নাখলা মেডিকেল কর্তৃ পক্ষের।
ধন্যবাদ।
৪৮
232521
০৮ জুন ২০১৪ রাত ০৮:৪১
আবু তাহের মিয়াজী লিখেছেন : deshe bideshe allah bangladeshider muk uzzol korun... Ameeen...
Dada hujurke anek anek donybad.. Sunddor lekati upohar deyar jony..
০৮ জুন ২০১৪ রাত ১১:০২
179247
আবু জারীর লিখেছেন : আমীন।
আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File