কাজভিনে (ইরান) তুষারপাত শুরু হলো আজ

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ০৬ ডিসেম্বর, ২০১৩, ১২:০১:৩৯ রাত

গতকাল আসরের পর তাপমাত্রা নেমে গেল ০ ডিগ্রীতে। বুঝলাম তুষার ভাই আসছেন মহা সমারোহে। ফজরে উঠে দেখি সাদা তুলা উড়ে বেড়াচ্ছে চারিদিকে। আস্তে আস্তে তার পরিমান বাড়তে থাকল। দুপুর ১২ টা পর্যন্ত টানা চলল। এরই মধ্যে সব সাদা স্তরে ঢেঁকে গেছে। আবার শুরু হলো যোহরের পরই। চলল টানা মাগরিব পর্যন্ত। বিকেলে ডরমেটরীর পোলাপান দলে দলে ভাগ হয়ে বরফ যুদ্ধে মেতে উঠল। সে কি মজা, বিশেষ করে যারা আগে কখনও এ জিনিশ দেখেনি। আমার এবার দ্বিতীয় বছরের অভিজ্ঞতা। এলাকার পিচ্চিরা বরফ দিয়ে মানুষ বানাতে আর বরফে গড়াগড়ি করে একে অপরকে বরফ মারতে ব্যস্ত।

সবাইকে বরফীয় শুভেচ্ছা।





বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File