তুষারপাত দেখতে কতই না ভাল লাগে !!

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৬ ডিসেম্বর, ২০১৩, ১২:৩৫:১৫ রাত



গতরাতে ইরানের কাজভিনের তাপমাত্রা হঠাৎ ই মাইনাস। তাই ধারনা করলাম হয়তোবা ফজরের নামাজে উঠে চারিদিকে সাদা দেখবো। ঠিক তাই ফজরের নামাজে উঠে দেখি চারিদিক সাদা !!

বরফের উপরে ধীরে ধীরে হেটে গেলাম ওযু করতে, যেতে যেতে মনে হচ্ছিলো বোধহয় পিছলে যাব।

ওযু ও নামাজ শেষে সূর্য উদয়ের আগেই কিছু ছবি ক্যমেরাবন্দি করলাম।



সূর্য উদয়ের সাথে সাথে তুষারপাতের তীব্রতাও বৃদ্ধি পেতে থাকে। ঘড়ির কাটা যখন সকাল ১০ টা তখন প্রস্তুত হলাম ক্লাসে যাবার উদ্দেশ্যে।

বাইরের অবস্থা দেখে ভাবাই যাই আজ আর অন্যদিনের মত পোষাক পড়ে ক্লাসে যাওয়া সম্ভবপর হবেনা।

তাই সেই রকম পোষাক আর ছাতা নিয়ে বের হলাম ক্লাসের গন্তব্যে। এক পা সামনে বাড়াতেই জুতা সাদা বরফের ভেতরে অদৃশ্য হয়ে যাচ্ছিল।

যেতে যেতে তুষারপাতে চারিদিকের চিত্র এতটাই চমৎকার ছিল যে তা ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম।



ক্লাস শেষে আমার বাহরাইনের এক বন্ধু ও বাংলাদেশী উমাইর ভাইয়ের সাথে আবারো কিছু ছবি তুললাম ।





অন্যদিকে লেবানন, ফিলিস্তিন ইত্যাদি দেশের বড় ভাইয়েরা বরফ দিয়ে একে অপরকে আচ্ছাদনে ব্যস্ত।

কতই না চমৎকার !!



তুষারপাতের এই অপরূপ দৃশ্য দেখে আবারো স্মরণ করলাম মহান আল্লাহ তায়ালার চমৎকার নিপুন সৌন্দর্য্য তাকে !!

বিষয়: বিবিধ

১৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File