"লোক দেখানো যাকাত"

লিখেছেন লিখেছেন সান বাংলা ১৬ জুলাই, ২০১৪, ০২:২৬:৪৮ দুপুর

আমি এক প্রভাবশালী ধনী লোক দেখলাম যার নাকি কোটি কোটি টাকা।

উনি নিজের আত্মীয় স্বজনদের মাঝে মধ্যে কিছু টাকা দেন যারা সচ্চল তাদেরকে।

রমজানে আবশ্য গরিব মানুষকে যাকাত দেন।

ওনার নিজের এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা খুবই গরিব,আসহায় যাকাত নিয়ে চলে।অনককে হয়ত ইনি চেনেন-ই না বা কারা গরিব সেটা হয়ত জানেনও না তাদেরকে যাকাতের সময় হলে কিছু যাকাত দিয়ে বিদায় করেন।আর সারা বছর কোন খোজ খবর নেন না।

ওনার ঐ গরিব আত্মীয় স্বজন যারা তারাও এতেই সন্তুষ্ট।

অথচ উনি ইচ্ছা করলেই পাড়েন বছরের অন্যান্য সময় তাদের খোজ খবর নিতে কিছু সাহয্য সহযোগিতা করতে।

কিন্তু সেটা করেন না কারন বড়লোক মানুষ বড়লোকদের সাথে চলা-ফেরা তাছাড়া গরিবের খোজ খবর নেয়া প্রেসটিজের ব্যাপার।

আচ্ছা যারা সচ্চল আত্মীয় স্বজন তাদেরকে টাকা না দিলে কি হবে?

লোক দেখানোর জন্য যাকাত না দিলে কি হবে?

সমাজে ওনার প্রেসটিজ নষ্ট হয়ে যাবে!!!

বাদ দেন সারা বছর কোন খোজ খবর নেয়ার কথা,১০০০০০০০টাকার যাকাত আসে ২৫০০০০টাকা ।

উনি যদি এক কোটি টাকার যাকাতও প্রতি বছর দুইজন আত্মীয় স্বজন বা কোন গরিবকে দেন এবং টাকাটা কিভাবে কাজে লাগানো যায় একটা পরামর্শ দেন তাহলে আমি মনে করি পরের বছর আর এই দুজনকে যাকাত দিতে হবেনা।

এটা তিনি করবেন না কারন তাহলে সমাজের সর্বস্তরের মানুষ উনাকে বাহ্ বাহ্ দিবেন না।

তাই লোক দেখানো যাকাত প্রতিবছরই দিয়ে যান।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245185
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৩
হতভাগা লিখেছেন : লোক দেখানো কোন কিছুই ভাল না । সূরা মা'উন থেকে আমরা জানতে পারি ।

এখন যদি এমন হয় যে , ১,০০,০০০০০ কোটি টাকার ২,৫০,০০০ টাকা আপনি এমন কাউকে দিয়ে দিলেন যিনি আসলেই গরীব এবং টাকাটা পেলে তার একটা গতি হবার সম্ভাবনা থাকে ।

পরে জানা গেল যে টাকাটা সে উড়িয়ে ফেলেছে । এরপরেও কি সে যাকাত পাবার যোগ্য থাকবে ?

যাকাত দেবার লিমিট শুরু হয় ৭.৫ তোলা পরিমান স্বর্ণ থাকলে বা সে পরিমান অর্থ থাকলে ।

যাকাত পাবার কি যোগ্যতা লাগে ? নাকি ৭.৫ তোলা স্বর্ণের টাকা থাকলে সে আর যাকাত পাবার যোগ্য থাকে না বরং তার উপর যাকাত ফরজ হয়ে যায় ?
245212
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
পুস্পিতা লিখেছেন : সবচেয়ে ভাল হয় যদি ভ্যাট, কর ইত্যাদি আদায়ের জন্য যেমন আলাদা ডিপার্টমেন্ট আছে তেমন সরকারের একটি যাকাত মন্ত্রণালয় থাকা। সেখান থেকে সরকারী ভাবে সিদ্ধান্ত নেয়া যায় কোন বছর, কিভাবে, কোন খাতে যাকাত ব্যয় করা হবে।
245217
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাকাত সম্পর্কে ভুল ধারনাই এর কারন। অনেকেই মনে করেন যাকাত এক ধরনের দয়া। কিন্তু যাকাত প্রকৃতপক্ষে গ্রহনকারির অধিকার। ঠিকমত যাকাত না দিলে জিনি যাকাত দেয়ার যোগ্য তিনিই বরঞ্চ অপরাধি হবেন।
245894
১৯ জুলাই ২০১৪ রাত ০১:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : লোক দেখানো জাকাতের কোন মূল্য নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File