শিয়া সুন্নী বা অন্যান্য যারা আছেন......

লিখেছেন লিখেছেন সান বাংলা ২৫ জুন, ২০১৪, ০৬:১১:০৭ সন্ধ্যা

আস্ সালামু আলাইকুম।

আমি খুবই নগন্য একজন মানুষ।আমি ফেইসবুক/ব্লগে আসি আপনাদের থেকে কিছু জানতে,আপনাদের ভুল ধরা বা সমালোচনা করার যোগ্যতা আমার নেই।

শিয়া সুন্নী বা অন্যান্য যারা আছেন সবাই নিজেকে মুসলিম দাবি করে কিন্তু দেখবেন তাদের সবারই ধর্মীয় রিতি-নীতি আলাদা যে কারনে এক পক্ষ আরেক পক্ষকে মুসলিম হিসেবে মেনে নিতে পাড়ে না।

তবে আমি মনে করি আপনি যদি মনে করেন আপনার ধর্মগ্রন্থ আল কোরআন আর হযরত মুহাম্মদ (সাঃ) আপনার নেতা তাহলেকোরআন খুলে ভাল করে জেনে ও বুঝে নিন আপনার জন্য কি কি করণীয় আর কি বর্জনীয় ।আর যে আদর্শ হযরত মোহাম্মদ (সাঃ) রেখে গেছেন সেই আদর্শ অনুসরণ করুন।

আর যারা কুরআন ও হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত মোহাম্মদ(সাঃ) এর আদর্শ মানে না তাদেরকে বুজিয়ে শুনিয়ে কুরআন ও হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত মোহাম্মদ(সাঃ) এর আদর্শের প্রতি দাওয়াত করা উচিৎ বলে মনে করি।

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238819
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
চিরবিদ্রোহী লিখেছেন : একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা সম্পন্ন ব্যক্তিরাই মুসলমান। শিআ, রাফেজি, আহমাদিয়া, কাদিয়ানিদের মুসলমান বলা বাঞ্চনিয়।
শিআদের সম্পর্কে জানতে কষ্ট করে নিচের পোস্টটি পড়ুন।
শী’আরা কি আসলে মুসলমান? একটি পর্যালোচনা
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
185273
সান বাংলা লিখেছেন : আপনার মত এত বিস্তারিত না,সংক্ষিপ্ত ভাবে বলতে গিয়ে অনেক বার আক্রমনের স্বীকার হয়েছি।
শিয়াদেরকে মুসলমান মনে করে আপন ভাবাটা আমাদের একধরনের বোকামি।
বিস্তারিত আলোচনার জন্য আবারও ধন্যবাদ আপনাকে!Good Luck
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
185284
চিরবিদ্রোহী লিখেছেন : Happy Happy Happy জাযাকাল্লাহ খইর।
238822
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার আহবান যুক্তি সঙ্গত এবং মুসলিম হিসেবে আমিও অবশ্যই তা চাইব এমন কি ব্লগের সকল মুসলমানও তাই চাইবে। তবে সে জন্য এই কাজে অগ্রজ ভূমিকা রাখতে হবে শিয়াদের। একটু ইতিহাস জানলে ব্যাপার টা পরিষ্কার হবে।

শিয়াদের জন্ম হয়েছে রাসুল (সাঃ) এর ইন্তিকালের ২০ থেকে ২৫ বছরের মধ্যে। হযরত আলী (রাঃ) এদের মাধ্যমে উৎপীড়িত হয়েছেন।

ইমাম আবু হানিফাকে সর্ব প্রথম ও সর্বশ্রেষ্ট ইমাম বলা হয়। তাঁর জন্ম হয়েছে রাসুলের (সাঃ) ইন্তেকালের প্রায় ৮০ বছর পরে (এই মুহুর্তে সঠিক সাল মনে নাই)। ইমাম আবু হানিফার পরে জগৎ বিখ্যাত প্রচুর ফেকাহের ইমামের জন্ম হয়েছে, যেমন, ইমাম শাফেয়ী, ইমাম মালেক, ইমাম আহমেদ ইবনে হাম্বল (রহঃ)। তাদের মৃত্যুর প্রায় শত বছর পরে জন্ম হয়েছে ইমাম বোখারীর। তার পরে নাসায়ী, ইবনে মাজা, আবু দাউদের মত প্রসিদ্ধ হাদিস রচয়িতা ইমাম গন।

এর পরেও ইমাম গাজ্জালী, ইমাম ইবনে তাইমিয়্যা, আবদুল কাদের জিলানী (রহঃ) সহ প্রচুর ইসলামী মহান ব্যক্তিদের নাম বলা যায়, যাদের অবদান ও স্বীকৃতি বিশ্বব্যাপী সমাদৃত।

উপরের এসব ইমামদের কোন ইমামের চিন্তা চেতনার সাথে শিয়ারা ঐকমত্য হতে পারে নাই। অথচ সু্ন্নীরা উপরের সকল ব্যক্তিকেই চোখ বন্ধ করে মেনে নিয়েছে। আপনাকে বুঝাতে চাচ্ছি উপরের এসব ব্যক্তিদের মত ধী শক্তি সম্পন্ন ব্যক্তি এখন দুনিয়াতে জন্মে না। তারাও এই কাজে ব্যর্থ হয়েছে। শিয়াদের প্রচুর চিন্তাধারা মৌলিক ভাবেই ইসলামের মুল ভিত্তির সাথে সাংঘার্ষিক! হয় তাদের কে এসব চিন্তা পরিহার করতে হবে, যা তারা করেনা অথবা সুন্নীদের তাদের নিজের চিন্তাধারা বাদ দিয়ে ইতিহাসে অগ্রহনযোগ্য শর্তকে মেনে নিয়ে তাদের মাঝে বিলীন হতে হবে। সেটাও সম্ভব নয়। আপনার আন্তরিক অনেক ধন্যবাদ
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১০
185276
সান বাংলা লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
238827
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
ছিঁচকে চোর লিখেছেন : মুসলমানদের ঘরের ভিত্রেই শত্রু বাইরের শত্রুর দরকার কি।
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
185277
সান বাংলা লিখেছেন : ওরাইতো মুসলমানদের ক্ষতিটা খুব বেশি করছে....
238833
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো বলেছেন ভাইয়া ,,ধন্যবাদ
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১২
185278
সান বাংলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck
238857
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আশরাফ লিখেছেন : আহবান ভালো বাট অসম্ভ্যব। তবু ধন্যবাদ পজিটিভ ভাবনার জন্য।
২৬ জুন ২০১৪ সকাল ১১:০৪
185510
সান বাংলা লিখেছেন : জ্বি নজরুল ইসলাম টিপু ভাইও তাই লিখেছেন তবে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে শিয়া সুন্নীহ্-র পার্থক্যটা জানতে এবং জানাতে হবে।
আপনাকেও অনেক ধন্যবাদGood Luck
238859
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
ভিশু লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম!
খুব সুন্দর আহবান!
Happy Good Luck Praying Rose
২৬ জুন ২০১৪ সকাল ১১:০০
185508
সান বাংলা লিখেছেন : ধন্যবাদGood Luck Good Luck
238907
২৫ জুন ২০১৪ রাত ০৯:১৩
সজল আহমেদ লিখেছেন : মাননীয় ব্লগার 'সান বাংলা'আপনি বলেছেন,শিয়া সুন্নীহ্ একে অপরকে মুসলমান ভাবেনা।
আপনি ঠিকই বলেছেন।আমি একজন সুন্নীহ্ মুসলমান হিসেবে চ্যালেঞ্ছ করতে পারি শিয়ারা কোন মুসলমানের মধ্যেই পরেনা।
আপনি বলেছেন সকলে যদি কুরআন,সুন্নাহ্ অনুযায়ী চলে তাহলেই সব এক হবে।আসলে শিয়ারা কুরআন,সুন্নাহ্ ই মানেনা।
এই ফেসবুক নোটটিতে এর বহু প্রমাণ লিপিবদ্ধ আছে আপনি এটা পড়ে দেখতে পারেনঃ-
https://m.facebook.com/notes/সজল-আহমেদ/শিয়া-shia/578791458904173/?_e_pi_=7,PAGE_ID10,3642444872
২৬ জুন ২০১৪ সকাল ১১:০৬
185511
সান বাংলা লিখেছেন : শিয়ারা যে কোন মুসলমানের মধ্যেই পরেনা অন্তত্য এই ব্যাপারটা সুন্নীহ্ মুসলমানদের জানতে হবে।আপনাকে অনেক ধন্যবাদGood Luck
239019
২৬ জুন ২০১৪ সকাল ০৯:০৫
আল সাঈদ লিখেছেন : সহমত
২৬ জুন ২০১৪ সকাল ১১:০০
185507
সান বাংলা লিখেছেন : ধন্যবাদGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File