বয়কট করুন।
লিখেছেন লিখেছেন সান বাংলা ১৭ মে, ২০১৪, ০৮:১১:০৩ রাত
মোশারফ করিমকে আমি একজন উচ্চ মানের (অভিনেতা)নাট্যশিল্পি-ই মনে করতাম।
শুধু মাইক নাটক না ইদানিং তার সবগুলো নাটকের কমন ডায়লগ-ই হচ্ছে ফকিন্নি-ছকিন্নি ক্যারে-ম্যারে ইত্যাদি।
যা নাকি যাত্রা পালার নিন্ম মানের লোকেরাও এমন ভাষা ব্যাবহার করে না!
পরিচালক নাটক বা ছবি হিট করার জন্য কত ভাল খারাপ চরিত্র-ই এড্ করতে পাড়ে তাই বলে অভিনেতা বা অভিনেত্রীকে কি নিজের ক্যারিয়ারের কথা ভুলে গেলে হবে?
এখন এই মোশারফ করিমের নাটক দেখলে আমার মনে প্রশ্ন জাগে সে কত অভদ্র এবং কতটুকু নিন্ম ফ্যামিলীর ছেলে!
আজ অনেকেই সম্প্রতি মাইক নাটকে সৌদী প্রবাসীদের সর্ম্পকে যে অশালীণ কুরচিপূর্ণ ডায়লগ দেওয়া হয়েছে তা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ করছেন।
হুম আমিও একমত আপনাদের সাথে, কিন্তু ওরা কি শুধু এই মাইক নাটকে প্রবাসীদের সর্ম্পকে অশালীণ কুরচিপূর্ণ ডায়লগ দিয়েই ক্ষান্ত?
না ওরা স্বাধারন নাটকেও এরকম অশালীণ কুরচিপূর্ণ ডায়লগ দেয়।ভাল করে খেয়াল করলে দেখবেন যার কারনে আজ বাংলাদেশের নাট্য সংস্কৃতি হুমকির মুখে।
এই মোশারফ করিমের মত বেয়াদব অসভ্য অশালীণ নিন্মমানের কুরচি-সম্পুর্ন মানের কিছু লোকের কারনে আমাদের ঐতিহ্যবাহি শালীন সংস্কৃতি আজ ধ্বংশের পথে।
আমি তাদের এই অর্থ উপার্জনের পন্থাকে শুধু তীব্র নিন্দা আর ঘৃনাই করিনা আমি তাদেরকে বয়কট করার আহ্বান জানাই সকল স্বাধারন মানুষকে।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাক ভাই মারা-মারির দরকার নাই ওদেরকে ভয়কট করুন।
ধন্যবাদ।
প্রবাস জীবন এমনিতেই কহ্স্তের তারওপর কেউ যদি বলে ফকিরনি পোলা মন চায় ,,,,,,,না থাক।
মন্তব্য করতে লগইন করুন