সময় থাকতে মা-বাবাকে সেবা করুন!
লিখেছেন লিখেছেন সান বাংলা ০৬ মার্চ, ২০১৪, ০৫:২২:৫২ বিকাল
এক বৃদ্ধ মা তার ছেলে ,ছেলের বউ ও ছয় বছরের এক নাতীর সাথে বাস করতো । বৃদ্ধ মা খুব দুর্বল ছিল। সে ঠিকভাবে হাটতে পারতো না ,চোখে কম দেখতো ,বৃদ্ধ হওয়ার কারনে তার হাত কাঁপতো ,কিছু ধরতে পারতো না । যখন বৃদ্ধ মা ,ছেলে ও ছেলের বউয়ের সাথে রাতে একসাথে খেতে বসতো তখন প্রায় প্রতিদিন ই কোন না কোন ঘটনা ঘটাতো ।কোনদিন হয়তো হাত কাপার ফলে দুধের গ্লাস ফেলে দিয়ে টেবিল নষ্ট করতো ,আবার কোনদিন ফ্লোরে তরকারী ফেলে দিত ।
প্রতিদিন খাওয়ার সময় এরকম ঝামেলা হওয়ায় ছেলে তার মায়ের জন্য আলাদা একটি টেবিল বানিয়ে দিল। টেবিলটি ঘরের কোনায় সেট করে দিল । বৃদ্ধ মা সেখানে একা বসে খেত আর একা একা চোখের পানি ফেলতো ।
ছোট্ট নীতিটি এসব নিরবে দেখছিল । একদিন বৃদ্ধ মা কাঁচের প্লেট ভেঙে ফেললো ।বৃদ্ধের ছেলেটি এজন্য তাকে কাঠের প্লেট কিনে দিল ।
একদিন সন্ধ্যায় বৃদ্ধের ছেলেটি দেখলো তার শিশু বাচ্চা কাঠের টুকরা দিয়ে কি যেন বানাতে চাচ্ছে । বাবা তার ছেলের কাছে গিয়ে বললো ,বাবা তুমি কি করছো? তখন শিশুটি বললো ,আমি টেবিল ও একটি কাঠের প্লেট বানাচ্ছি ।যখন আম্মু বুড়ো হবে তখন কিসে খাবে ! তাই আগে থেকে বানিয়ে রাখছি ছেলের এরকম কথায় বাবা তার ভূল বুঝতে পারলো
সেদিন থেকে তার স্ত্রীকে বললো ,প্রতিদিন আমরা দুজন মাকে খাইয়ে তারপর আমরা খাব ।
কিন্তু হায় ,যখন সন্ধ্যার পর তারা দুজন মাকে খাওয়ানোর জন্য গেল তখন দেখলো ,তার মা দুনিয়াতে আর নেই।
গর্ভেধারিনী মা মারা গেছে ।
(সময় থাকতে মা-বাবাকে সেবা করুন।)
(সংগ্রহ)
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন