তিন শ্রেনীর মানুষের উপর জান্নাত হারাম।
লিখেছেন লিখেছেন সান বাংলা ০৫ মার্চ, ২০১৪, ০৬:৩৬:১৬ সন্ধ্যা
তিন শ্রেনীর মানুষের উপর জান্নাত হারাম।
১। যারা নেশাদার দ্রব্য পান করে, যেমন গাঁজাখোর, মদখোর, জুয়ারিখোর, ফেন্সিডিলখোর,বিড়িখোর,হিরোইন খোর,মদখোর, আলাখোর,জর্দাখোর ইত্যাদি।
২।যারা পিতামাতার অবাদ্য তারা জান্নাতে যাবে না।
৩।দাউস, অর্থাত যে ব্যাক্তি তার পরিবারে পর্দ চালু রাখেনি।
বিষয়: বিবিধ
১৭১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাদীসের কথা একটু চাঞ্চল্যকর না হয়ে ভক্তি সহকারে লিখবেন।আপনাকে ধন্যবাদ।
আপনারাই আমাদের প্রেরনা!এক সময় সোনা ব্লগে অনেক লিখতাম,ওটা যখন বন্দ হয় তখন আসি আমাদের বর্নমালাতে ভালই চলছিল।ওটাও যখন বন্দ তখন আসি এই টুডে ব্লগে, মজা পাইনাই দেখতাম ভাল কোন ব্লগার নেই কিছু অপদার্থ আজে বাজে কথা লিখে ভালো কোন পোষ্ট নেই কেউ ভাল মন্তব্য করে না একজনের পিছনে আরেকজন কটুউক্তি ছাড়া ভাল কোন কথা নেই। তাই ফেইসবুক-টা কেই সঙ্গি করে চলতে থাকলাম কারন ওখানে মডু মামাও নেই!
আপনি বলছেন:
"বিড়ি খোর" কিতাবের কোথায় আছে??
এখন বলেন ফেন্সিডিলখোর,জর্দাখোর ইত্যাদি কিতাবের কোথায় আছে??
আসলে ভাই এইগুলো বলতে হয় মানুষকে বুজানোর জন্য হাদিসে আছে নেশাদার দ্রব্যের কথা।
মানুষকে কেন বুজানোর জন্য বলা হয়:
কিছু দিন আগে এক ব্যাক্তি উপজেলা নির্বাচনে আ.লীগ প্রার্থীকে সাতটা জাল ভোট দিয়েছে।কিন্তু সে মনে প্রানে আ.লীগকে ঘৃনা করে।কেন দিয়েছে জানেন এক,সে কিছু টাকা পেয়েছে।দুই,সে জানত যে এখান থেকে আ.লীগ ছাড়া অন্য কেউ পাস করবেনা!
তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু তাকে বুজাতে স্বক্ষম হইনি যে এখানেই আমরা বাঙ্গালী!
সংসদ নির্বাচনে এক বিএনপি সমর্থক আ.লীগকে ভোট দেয় নাই দিয়েছে স্বতন্ত্র পার্থীকে।সে কি একবারও ভেবেছে যে বিএনপিতো নির্বাচনই বয়কট করেছে ভোট আবার কিসের?সে কি জানত যে তার এই ভোটের কারনে আ.লীগের ভ্যালু ৫% এ দাড়াবে?
ইকু ভাই বলেছেন তথ্য সূত্র দিলে ভাল হত!যদি তথ্য সূত্র দিতাম তাহলে কি ওখানে বিড়ি দেখাইতে পারতাম?
ফেন্সি,আফিম,ভাম,গাঁজা,চুরুট,মদ,হিরোইন,চরস ইত্যাদি খেলে সামান্য হলেও নেশা হয়।আর আল্লাহ পাক কুরআন পাকে স্পষ্ট উল্লেখ করেছে,সকল প্রকার নেশাদ্রব্য ,ও জুয়া হারাম।
মন্তব্য করতে লগইন করুন