জেনারেল জে এফ আর জ্যাকব কি লিখেছেন, তার মুক্তিযুদ্ধের ব্যক্তিগত অভিজ্ঞতা সংক্রান্ত বইতে ?
লিখেছেন লিখেছেন নেওয়াজ ২৫ মার্চ, ২০১৩, ০১:০৩:৪৬ দুপুর
আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তা না হলে সংবাদপত্রের এবং প্রচারমাধ্যমের ওপর জারি করা হবে নিষেধাজ্ঞা। কিন্তু কোনো প্রকৃত গণতন্ত্রে এটা আদৌ করা চলে না। হাসানুল হক ইনু মুক্তিযুদ্ধের জয়গান করছেন। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত কি কোনো বস্তুনিষ্ঠ ইতিহাস বাংলাদেশে রচিত হতে পেরেছে? ভারতের লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব একটি বই লিখেছেন (২০০১) Surrender at Dacca, Birth of a Nation নামে। জ্যাকব ১৯৭১ সালে পূর্ব রণাঙ্গনের লড়াইয়ে ভারতের সৈন্য পরিচালনা করেছিলেন। তিনি তার এই বইয়ে বলেছেন, ১৯৭১-এর যুদ্ধের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। এই বইয়ে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বলেছেন যে, তারা ১৯৭১-এর যুদ্ধে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। কারণ, মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সামরিক প্রশিক্ষণ দেয়া হয়নি। বিরাট মুক্তিবাহিনী গড়ে তোলা হয়েছিল খুবই সামান্য প্রশিক্ষণ দিয়ে। এত সামান্য প্রশিক্ষণ দিয়ে অত বিরাট একটা মুক্তিবাহিনী গড়ে তোলা হয়েছিল একটা বড় রকমেরই ভুল। এ হলো মুক্তিযোদ্ধাদের সম্পর্কে একজন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেলের বক্তব্য। কিন্তু এ কথা এখন বললে অনেকেই অখুশি হতে পারেন। বস্তুনিষ্ঠভাবে সব কথা বলার মতো পরিবেশ আমাদের দেশে এখনো সৃষ্টি হতে পারেনি। জ্যাকব বলেছেন, সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সাফল্য ছিল খুবই কম। কিন্তু এখন আমাদের বলতে হচ্ছে, ১৯৭১-এর যুদ্ধে তারাই যেন ছিল যুদ্ধ জয়ের মূলে। সাস্থী ব্রত একজন ভারতীয় সাংবাদিক। কিন্তু নাগরিকত্বে ছিলেন ব্রিটিশ। তিনি ব্রিটেনের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হিসেবে আগরতলায় আসেন মুক্তিবাহিনী সংক্রান্ত খবর সংগ্রহ করতে। তিনি মুসলমান কৃষকের মতো সাজগোজ করে আগরতলা থেকে এসে ঢোকেন বাংলাদেশে। সংগ্রহ করেন মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে অনেক তথ্য। তিনি তার প্রবন্ধে লিখেছেন, ভারতীয় কমান্ড বাহিনী ব্রিজ উড়িয়েছে, ট্রেন লাইনচ্যুত করেছে। তাদের সাথে থেকেছে মাত্র সামান্য কিছু মুক্তিযোদ্ধা। এসব মুক্তিযোদ্ধার কাজ হচ্ছে ভারতীয় কমান্ড বাহিনীকে পথ দেখানো (বিগ ব্রাদার গোজ টু ওয়ার, দ্য গার্ডিয়ান, ১৮ সেপ্টেম্বর ১৯৭১)।
বিষয়: বিবিধ
১৪৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন