আওয়ামী লীগের কাছে বি এন পি যেন এক দুগ্ধ পোষ্য শিশু
লিখেছেন লিখেছেন নেওয়াজ ১৪ মে, ২০১৩, ১০:২৯:০২ সকাল
রাজনীতির খেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বি এন পি যেন এক দুগ্ধ পোষ্য শিশু। আওয়ামী লীগ সরকারের মেয়াদ আছে আর মাত্র সাত মাস, ঠিক এই মূহুর্তে বিরুধী দল যখন সরকার পতনের আন্দোলনে রাজনৈতিক ময়দান উত্তাল রাখার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশী হামলার ভয়ে মাঠেই নামার সাহস পাচ্ছে না বি এন পির কেন্দ্র্রীয় ও তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা। শুধূ কি তাই ঢাকাসহ পাচটি সিটি কর্পোরেশনের নির্বাচনের ঘোষনা দিয়ে রাজনীতির মাঠে নতুন করে খেলা দেখালো আওয়ামী লীগ। এখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের ব্যস্ত রাখা হবে নির্বাচনের মাঠে। তাহলে কোথায় যাবে প্র্রধান বিরোধী দলের আন্দোলন?
বিষয়: রাজনীতি
১৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন