হায় রে বাংলাদেশ!! সত্যিই সেলুকাস! কি বিচিত্র এই দেশ!
লিখেছেন লিখেছেন নেওয়াজ ২৪ এপ্রিল, ২০১৩, ০১:৪৫:০৯ দুপুর
আমাদের নীতি নৈতিকতা কোথায় পৌছে গিয়েছে, আমাদের মানবতা বোধ কোথায় বিক্রি হয়েছে, আজ আমরা অন্ধ হয়ে গেছি। কিন্তু কেন, শুধুই কি অর্থ, বিত্তের জন্য? তবে কি আমরা নিজেদেরকে পশুর পর্যায়ে নিয়ে গেছি? সাভারে বুধবার ধসে পড়া আটতলা বিশিষ্ট ভবনটিতে আগের দিনই দেয়ালে ফাটল দেখা গিয়েছিল। মঙ্গলবারের ওই ফাটলের পর আতঙ্কে নামতে গিয়ে অনেকে আহতও হয়েছিলেন। তারপরেও কিভাবে মানুষরুপী এই সব হায়েনারা জোড়পূবর্ক শ্রমিকদেরকে আবারও সেই ভবনে পাঠালেন কাজের জন্য। হায় রে বাংলাদেশ!! সত্যিই সেলুকাস! কি বিচিত্র এই দেশ!
বিষয়: বিবিধ
১৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন