পৃথিবীতে ব্যক্তি এবং সমাজের উপর পাপের প্রতিক্রিয়া

লিখেছেন লিখেছেন আবু লাবীব ইউসুফ সরকার ২০ এপ্রিল, ২০১৪, ১০:৫৫:০১ রাত

ভূমিকাঃ শাব্দিকভাবে কোন অন্যায় বা অপরাধকে আমরা পাপ বলে বুঝি। আর ইসলামের দৃষ্টিতে পাপ হল আল্লাহ্ এবং তাঁর রাসূলের কোন বিধ-বিধানকে অমান্য করা।

মানুষ মাত্রই কোননাকোন পাপ করছে তবে কেউ কম কেউ বেশি, কিন্তু কোন সময় হয়ত কোন মানুষ এই পাপ নিয়ে চিন্তা করে এবং সতর্ক হয় আবার কেউ কেউ হয়ত কখনো তার পাপের ব্যাপারে কোন ভ্রুক্ষেপেই করে না। তবে কেউ তার পাপ নিয়ে চিন্তা করুক আর নাই করুক ব্যক্তি এবং সমাজের উপর পৃথিবীতেই পাপের একটি প্রতিক্রিয়া রয়েছে আবার অন্য দিকে রয়েছে পরকালে তার কঠিন পরিণতি।

আসুন দেখা যাক পৃথিবীতে ব্যক্তি এবং সমাজের উপর পাপ কিধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করেঃ

ক) ব্যক্তির উপর পাপের প্রতিক্রিয়াসমূহঃ

১. ইসলামী জ্ঞান থেকে বঞ্চিত হওয়া

২. হালাল রিযিক থেকে মাহরুম হওয়াঃ

৩. পাপির নিকট পৃথিবীর সমস্ত কাজকর্ম জটিল বলে মনেহয়ঃ

৪. আল্লাহ্র আনুগত্যতা থেকে বঞ্চিত হওয়াঃ

৫. পাপ যখন বৃদ্ধিপায় তখন তা পাপির অন্তরে মোহর মেরেদেয় আর তখন সে অন্যমনস্কদের অন্তর্ভুক্ত হয়ে যায়ঃ

৬. পাপের কারণে বান্দা আল্লাহ্র নিকট হেয় প্রতিপন্ন হয়ঃ

৭. পাপ জীবনকে বরকতহীন করে তোলেঃ

৮. পাপ লাঞ্ছনাকে অবধারিত করেঃ

৯. পাপ মানুষকে লজ্জাহীন করে দেয়ঃ

১০. পাপ আল্লাহ্র দেয়া নে’মতকে বিলুপ্ত করে দেয় ঃ

১১. নিরাপত্বা এবং শান্তি বিদূরিত করেঃ

পাপের সামাজিক প্রতিক্রিয়াঃ

২.পৃথিবীতে ভূমিকম্প ও ভূমি ধ্বস হওয়াঃ

২.সমুদ্রে ও স্থলে বিভিন্নরকমের বিপর্যয় সৃষ্টি হওয়াঃ

উপসংহারঃ

প্রিয় পাঠক এই হল পাপের পার্থিব প্রতিক্রিয়া, এর পর রয়েছে তার পরকালীন শাস্তি যা আরো ভয়াবহ ও বেদনাদায়ক। তাই আমাদের উচিত সর্বপ্রকার পাপ পরিহার করা এবং অতীত পাপের জন্য আল্লাহ্র নিকট তাওবা করা।

বিস্তারিত এখানে দেখুনঃhttp://salafibd.wordpress.com/2014/04/20/pap/

বিষয়: সাহিত্য

১৪১২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210930
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:২১
নাবীল লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৫
159379
আবু লাবীব ইউসুফ সরকার লিখেছেন : আপনার ভাল লাগাতে আমি উৎসাহিত,আপনাকে ধন্যবাদ
210956
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:০৯
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো নাবীল ভাই। অনেক অনেক ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
159381
আবু লাবীব ইউসুফ সরকার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৩
159383
মাটিরলাঠি লিখেছেন : আসলে টাইপিং মিসটেক, লিখতে চেয়েছিলাম লাবীব ভাই, হয়েছে ...।

লাবীব ও নাবীল ভাই দুইজনকেই ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File