এমন ঘর যা কখনো নষ্ট হবে না এবং তার মালিক মৃত্যুবরণ করবে না!
লিখেছেন লিখেছেন আবু লাবীব ইউসুফ সরকার ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০৮:০৫ দুপুর
আউন বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেনঃ অতীতের কোন এক বাদশাহ একটি অত্যাধুনিক শহর নির্মান করল, অতঃপর খাবার-দাবারের আয়োজন করে মানুষকে দাওয়াত দিল, আহার শেষে শহরের প্রবেশদ্বারে কিছু লোক বসিয়ে রাখল, তারা ভিতর থেকে যারা বের হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে লাগল যে এই শহরের মধ্যে কোন ত্র“টি তোমাদের দৃষ্টি গোচর হল কি?
উত্তরে লোকেরা বলতে লাগল না।
সবশেষে কিছু লোক আসল দ্বার রক্ষকরা তাদেরকে জিজ্ঞেস করল এই শহরের কোন ত্র“টি তোমাদের দৃষ্টি গোচর হল কি?
তারা বললঃ হা দু’টি ত্র“টি আমরা লক্ষ্য করেছি, তখন দ্বার রক্ষকরা তাদেরকে বাদশার নিকট নিয়ে গেল, বাদশা তাদেরকে জিজ্ঞেস করল ত্র“টিগুলো কি কি?
তারা বললঃ এই শহর নষ্ট হয়ে যাবে এবং তার মালিক মৃত্যুবরণ করবে।
বাদশা বললঃ এমন কোন ঘর আছে কি যা কখনো নষ্ট হবে না এবং তার মালিক মারা যাবে না?
তারা বললঃ হা, পর কালের ঘর।
তাদের কথা শুনে বাদশা তার বাদশাহী ত্যাগ করে তাদের সাথী হয়ে আল্লাহ্র ইবাদত করতে লাগল।
ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ)বলেনঃ
মৃত্যুর পর বসবাস করার মত মানুষের কোন ঘর নেই
তবে সেই ঘর ব্যতীত যা সে মৃত্যুর পূর্বে (পরকালের জন্য) নির্মান করেছে
যদি তা ভাল ভাবে নির্মান করে থাকে তাহলে সেখানে সে আরামদায়ক ভাবে বসবাস করেব
আর যদি তা ভাল ভাবে নির্মান না করে থাকে তাহলে নির্মানাকারী সেখানে ক্ষতিগ্রস্ত হবে।
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন