এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি..... (কয়েক হাজার পর্বের ৩য় পর্ব)

লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ১৮ জুন, ২০১৪, ০৯:২৪:১৯ সকাল

যখন প্রবাসে ছিলাম তখন দেশটাকে isometric view থেকে দেখেছি। চেষ্ঠা করেছি সকল ধরনের চরিত্রের সাথে মিশতে। অনেকের উত্থান পতন দেখেছি। অনেক কাহিনি জমা হয়ে আছে আমার ব্রেনে। যা লিখতে গেলে হয়তবা কয়েক লাখ পর্ব লাগবে। তবে কারনে অকারনে কিছু উদাহরন চলে আসবে।

আমি মনে প্রানে বিশ্বাস করি কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটা হতে পারে সম্পদ,চরিত্র,বিশ্বাস,যৌবন,নীতি সহ অনেক কিছু।
যেকোন উপায়ে সম্পদশালী হয়ে দানবীর হতে দেখেছি অনেক। অনেকে এত সম্পদ বানিয়েছে যে রাতে ঘুম হয়না। তখন একমুটো শান্তির আশায় দানবীর সেজেছে এরকম অনেককে দেখেছি। প্রবাসে যারা জীবন যাপন করেন তাদের দ্বারা তাদের পরিবারটি একটু স্বচ্চলতার মধ্যে থাকে কিন্তু যে থাকে তাকে হারাতে হয় তার জীবন যৌবন। আর যে যৌবন কে উপভোগ করতে চায় তার হারাতে হয় চরিত্র। আর যে চরিত্রের হেফাজত করতে চাইবে সে সম্পদ অর্জন করতে পারবে না। আর যে সম্পদশালী হতে চায় এর বিনিময়ে তাকে হারাতে হয় সবকিছূ। এটাই দেখেছি ,ব্যতিক্রমও আছে। তবে এমন কিছু আছে যেখানে হারাবার কোন ভয় নাই। কেউ কি একটু ভেবে দেখেছেন......

আমার ভাবনাটা এখানেই থেমে গেছে এখান থেকে আমি এখনো বের হতে পারিনাই। আমি আমার পরিচিত সার্কেলে দেখেছি যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। ভালো রেজাল্ট থাকার পরেও একটা চাকুরির জন্য হন্য হয়ে ঘুরতেছে। আমি এবং আমার টিম রাতের আরাম হারাম করে এই ঘুনে ধরা সমাজ কে পাল্টানোর জন্য অবিরাম চেষ্ঠা করে যাচ্ছি। যাতে কিছু না হারিয়ে জীবন কে উপভোগ করতে পারে। আলহামদুলিল্লাহ আমার যে ভাবে মানুষের কাছে সাড়া পেয়েছি তা এক কথায় অকল্পনীয়। আমাদের সাথে দিনকে দিন জড়িয়ে পড়ছে অসংখ্য মানুষ। এখন আমাদের চিন্তা সাথে অনেকে জড়িত হয়েছেন। অনেক গুলো মাথা যখন একটা থিম নিয়ে কাজ করে সেখানে সফলতা আসবেই। বাংলাদেশ হলো সম্ভবনাময় একটি দেশ এখানের মানুষরা অনেক অাবেগ প্রবন এবং ঘুরে দাড়ানো জাতি।
আমি বিশ্বাস করি সত্য ও সঠিকের মধ্যে দিয়ে যদি ইচ্ছা শক্তির প্রকাশ ঘটানো যায় সফলতা আসবেই। বড় কিছু করার জন্য অর্থ নয় প্রয়োজন একজন যোগ্য প্রিন্সিপাল।


আমরা আমদের ভাবনা গুলো কে সারা দেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি আজ দেশের সব স্থান থেকে আমার কাছে ফোন করে আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করছে অনেকে। আমি আশা করি আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে ১ জন করে হলেও আমার এবং আমার টিমের সাথে থাকবে। আর আমার টিম এই একজন কেই খুজছে........ সেটা হতে পারেন আপনিও..................

আমরা বাংলাদেশের মানুষকে এক সুতায় গাতঁতে একটি পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী সফল হবো। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা...............

বিস্তারিত শীগ্রই জানতে পারবেন...................

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236095
১৮ জুন ২০১৪ সকাল ১১:১২
আব্দুল গাফফার লিখেছেন : এগিয়ে চলুন শুভকামনা রইলো।লাইক Good Luck Rose Rose
১৮ জুন ২০১৪ সকাল ১১:১৫
182647
শরীফ মিরাজ লিখেছেন : ধন্যবাদ
236103
১৮ জুন ২০১৪ সকাল ১১:৩৪
ইয়াফি লিখেছেন : এখনো বুঝতে পারলাম না। অথচ এরইমধ্যে দেশময় ছড়িয়ে দিলেন..অকল্পনীয় সাড়া পাচ্ছেন..
১৮ জুন ২০১৪ দুপুর ০১:২৮
182703
শরীফ মিরাজ লিখেছেন : আমি এবং আমার টিম ইতি মধ্যে রংপুর বাদে সব গুলো বিভাগীয় শহর ও জেলা শহর গুরেছি। তাদের সাথে মত বিনিময় করেছি। তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। যারা আমার সাথে কাজ করতে আগ্রহী তারাও আমার মতো কাজ করা শুরু করে দিয়েছে। খূব শীগ্রই এর প্রতিফলন দেখতে পারবেন। আর এটা নিঢে আমি গত ৫ বছর কাজ করছি। আমার টিম বিভিন্ন দেশে ঘুরেছে এটা বাস্তবায়ন করার জন্য। এখন আমরা দেশে আসলাম। সংঙ্গে থাকেন জানতে পারবেন.....।
236117
১৮ জুন ২০১৪ দুপুর ১২:৩১
আহ জীবন লিখেছেন : বোধ হয় আপনি বিদেশ যাওয়ার বিপক্ষে। দেশ কে কোন ভাবে সমৃদ্ধ সালি করতে চান। দেশে থেকে, দেশের জনশক্তি কাজে লাগিয়ে। যদি ধারনা ঠিক হয় তবে ভাল উদ্দেগ।
১৮ জুন ২০১৪ দুপুর ০১:৩১
182704
শরীফ মিরাজ লিখেছেন : ভাই বিদিশে আমরা যে পরিশ্রম করি তার ১০ ভাগ যদি নিজে র দেশে বসে করি। তাহলে বিদেশীরা আমাদের দেশে কাজ করতে আসবে। দরকার আমাদের দৃষ্টিভংঙ্গির পরিবর্তন করা। আমি বিশ্বাস করি যদি কেহ পরিবর্তনের হাওয়া বহাতে পারে তাহলে সেদিন আর বেশী দুরে নয়। আমরা বিশ্বের মধ্যে অন্যতম একটা জাতি হবো। আমদের দরকার একজন মাহাথীর মোহাম্মদ.......।
১৮ জুন ২০১৪ দুপুর ০২:০০
182711
আহ জীবন লিখেছেন : তাহলে সঠিক অনুমান করেছি। খুবই ভাল উদ্দেগ। যদিও আপনার কর্ম পন্থা সম্পরকে জানিনা। তবে আমার পক্ষ থেকে সবাইকে এটুকুই বলবেন "আন্তরিকতার সাথে সবাই সবার নিজের বেক্তি স্বার্থ ত্যাগ করে অপরের স্বার্থে কাজ করে যেতে।" আল্লাহ সহায় হউন।
১৮ জুন ২০১৪ দুপুর ০২:২২
182717
শরীফ মিরাজ লিখেছেন : একদম সঠিক কথাটা বলেছেন।আমার টিমে যারা আছে তারা সবাই নিজ স্বার্থের কাছ থেকে ছুটি নিয়েছি। একটাই ব্রত এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি..... আমরা টিতে একজন আছে নতুন বিয়ে করেছে। কিন্তু সে তার পরিবার থেকে ছুটি নিয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ প্রবাশের শ্রম দেশে দিয়ে দেশটাকে সুন্দর ভাবে সাজবো। আমাদের মিশন একটা এগিয়ে যেতে হবে..... আমাদের কর্ম পদ্ধতি পরবর্তী পোস্ট গুলোতে জানতে পারবেন। যদি সাথে থাকেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File