উদ্যোগক্তা হওয়া ছেলের হাতে মোয়া পাওয়ার মত না। যে একটা কিছু শুরু করে দিলাম আর হয়ে গেল।
লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৩:২৩ রাত
উদ্যোগক্তা হওয়া ছেলের হাতে মোয়া পাওয়ার মত না। যে একটা কিছু শুরু করে দিলাম আর হয়ে গেল।
কতটুকু রিস্ক নিয়েছেন?
কত বার ব্যার্থ হয়েছেন?
কয়টা রাত জেগে কাটিয়েছেন?
চিন্তা করতে করতে বিছানা থেকে কি লাফিয়ে উঠেছেন?
কাজের জন্য কি মা, প্রেমিকা, বন্ধুদের অগ্রাজ্য করছেন?
কতটুকু ছোট হতে পেরেছেন?
বন্ধুদের কতটুকু অবজ্ঞা পেয়েছেন?
নিজের প্রতি কি বিশ্বাস আছে?
কি এমন করেছেন যে নিজেকে যোগ্য ভাবছেন?
ব্যবসায়ে যাকে বিশ্বাস করেছেন, তার দ্বারা প্রতারিত হয়েছেন?
কত বার অন্যদের কাছ থেকে পাগল ছাগল উপাধিতে ভূষিত হয়েছেন কিন্তু গায়ে মাখেননি?
কতবার সারা পৃথিবী আপনার বিপক্ষে ছিলো কিন্তু তারপরও আপনি আপনার মতোই থেকে গেছেন একটুও সাহস না হারিয়ে?
কতবার মনে হয়েছে এটাই বাধার শেষ দেয়াল, কিন্তু কোনমতে দেয়াল টপকে পার হওয়ার পর দেখলেন সামনে আরো উঁচু উছু বাধার দেয়াল দাঁড়িয়ে গেছে কোন কারন/যুক্তি ছাড়াই। কিন্তু তারপরও দমে যাননি, এগিয়ে গেছেন।
কতবার মুখ থুবড়ে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন কিন্তু কেউ সহানুভূতি দেখায়নি, শেষে নিজেই নিজেকে সুস্থ করে আবার পথ চলা শুরু করেছেন?
হ্যা এর সবকিছুর উত্তর বলে দিবে আপনি আসলে কি?
আর কোন কিছু শুরু করতে হয় শুরু করে দেবার জন্য। মনে আছে প্রেমিকাকে প্রেম নিবেদন করার জন্য কত কি করেছেন? এক বার দেখার জন্য কত অপেক্ষা করতে হয়েছে?
অনেকটা মান্না দের গানের মত "ক ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে?"
কি এমন করেছেন যে উদ্যোগক্তা হবেন?
সব থেকে চরম সত্য হচ্ছে উদ্যোগক্তা হতে পারে শতকরা ৫ ভাগেরও কম।
"""""""""""""""""তবুও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে"""""""""""""""
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছা রইলো।
এখনকার উদ্যোক্তাদের ৯৯% জন্মসূত্রে উদ্যোক্তা ...
মন্তব্য করতে লগইন করুন