সাকিবের বউয়ের রাজকন্যা প্রসব !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ নভেম্বর, ২০১৫, ০৮:০৩:৩৫ সকাল
এতদিন বাংলা সাহিত্য, সিনেমা, নাটক, গান ইত্যাদিতে সদ্য যৌবনপ্রাপ্ত কিশোর-কিশোরী বা তরুন-তরুনীদের স্বপ্নে দেখা রাজকন্যা বা রাজপুত্র মানে তাদের কাল্পনিক ভবিষ্যত জীবন সংগীর কথাই জানতাম । নচেৎ সরাসরি রাজা-বাদশাহদের কন্যাদেরকেই রাজকন্যা বা শাহজাদী বলেই জানতাম ।
কিন্তু আমার জানায় যে বড়সড় ঘাটতি ছিল, তা গত দু'দিনে ঠাহরে উঠলাম । কারন কোন ভাষাবিদ কোন কিছু সংশোধন করেননি !!
তার একটির লিংক নীচে দিলাম -
http://www.bdfirst.net/newsdetail/detail/39/167948
মানে জগৎসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বউ সরাসরি রাজকন্যা প্রসব করেছেন ।তা সাকিব আল হাসানসহ মিডিয়ায় আমাদের জানান দিয়েছে! সামজিক মিডিয়ায় তার ছবি ছড়িয়ে পড়েছে ।
চিন্তামগ্ন হলাম এইভেবে, তাহলে কি সাকিব নিজেকে ক্রিকেটের রাজা ভাবা শুরু করে দিয়েছেন । হয়তবা আনন্দের আতিশয্যে সব বাবাদের কাছেই নিজের মেয়েকে রাজকন্যার মত লাগে !!!
দোয়া থাকল নবজাতক ও পরিবারের জন্য ।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সকল কন্যাসন্তানই তার পিতার কাছে রাজকন্যা"
এজন্যই কোন ভাষাবিদ ঐ বাক্যটির ব্যাপারে আপত্তি করেননি!!
"A DAUGHTER MAY NOT BE A QUEEN, BUT SHE IS ALWAYS A PRINCESS TO HER FATHER"
দোয়া করি যেন আপনার সে সৌভাগ্য হয়!
মন্তব্য করতে লগইন করুন