রাসুল স.কে ভালোবাসি যেমন ভালোবাসা দরকার।

লিখেছেন লিখেছেন মিশু ১১ নভেম্বর, ২০১৫, ০৯:৩১:৩৫ সকাল

আসসালামু'আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

https://youtu.be/dFQQXpUfyvM

আবদুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:

“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলভাষী ছিলেন না এবং অশ্লীল কথা কষ্ট করেও বলতে পারতেন না; তিনি বলতেন: “তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যার চরিত্র ভাল।”[বুখারী, আস-সহীহ: মানকিব / ২৩, ৪ / ১৬৬]।

আর এই ধরনের মহাবীরত্ব থাকা সত্ত্বেও তিনি ছিলেন কোমল নম্র ভদ্র দয়াবান এক ব্যক্তি; আর তিনি অশ্লীলভাষী ছিলেন না এবং অশ্লীল কথা বানিয়েও বলতে পারতেন না[30]; আর তিনি ছিলেন না বাজারের মধ্যে হৈ-চৈকারী; আর তিনি মন্দের জবাব মন্দের মাধ্যমে দিতেন না, বরং তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন; আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন:

“আমি দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, আল্লাহর কসম! তিনি কখনও আমাকে ‘উহ্’ শব্দও বলেন নি এবং কখনও কোনো বিষয়ে আমাকে বলেন নি: তুমি কেন এটা করলে? কেন ওটা করলে না?”

আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সাথে কৌতুক করতেন

তাঁদের সাথে মিশতেন, আলাপ আলোচনা করতেন, তাঁদের শিশুদের সাথে খেলাধুলা ও রসিকতা করতেন এবং তাদেরকে কোলে নিতেন; আর কখনও কখনও শিশুরা তাঁর কোলের মধ্যে প্রশ্রাব করে দিত, কিন্তু তিনি তাকে তিরস্কার করতেন না।

আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন ব্যক্তি, গোলাম, ধনী ও দরিদ্র সকলের দা‘ওয়াত গ্রহণ করতেন

আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

“আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে গদীবিহীন গাধার উপর আরোহন করতে দেখেছি; দেখেছি ক্রীতদাসের আহ্বানে সাড়া দিতে; আরও দেখেছি মাটিতে ঘুমাতে, মাটির উপর বসতে এবং মাটিতে বসে খাওয়া-দাওয়া করতে; আর তিনি বলতেন: যদি আমাকে গরু-ছাগলের খুর আহারের জন্য দাওয়াত দেয়া হয়, তাহলেও আমি আসব; আর যদি (গরু-ছাগলের) একটি বাহু আমার নিকট উপহার (হাদিয়া) হিসেবে পাঠানো হয়, তাহলে আমি তা গ্রহণ করব।” - [বাগবী, শরহুস সুন্নাহ ( شرح السنة ): ফাদায়েল / নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নম্রতা (تواضعه صلى الله عليه وسلم ), হাদিস নং- ৩৬৭৪, ১৩ / ২৪২.]।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349359
১১ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৯
আবু সুফিয়ান লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা।
ধন্যবাদ, আপনার লিখাটা ভাল লাগলো।
১২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৯
290056
মিশু লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহী খাইরান।
349381
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ ।

আল্লাহ আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক ভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। শুকরিয়া।
১২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৩২
290057
মিশু লিখেছেন : জাযাকাল্লাহী খাইরান আপু তোমাকে। মহান আল্লাহ আমাদের হযরত আয়েশা রা: এর মতো বুদ্ধিমতি,প্রজ্ঞা ও তাকওয়ার অধিকারী হওয়ার তাওফিক দান করুন। বেশী বেশী দরুদ পড়ার আমন্ত্রন রইলো।
২২ নভেম্বর ২০১৫ রাত ১২:০৭
291136
সাদিয়া মুকিম লিখেছেন : আমিন।Praying
349440
১১ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ। অথচ আমরা এখন বদমেজাজ আর শিশুদের দূর দুর করাকে মনে করি তাকওয়ার লক্ষন।
১২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪২
290058
মিশু লিখেছেন : নবী (সঃ) হাসান অথবা হুসাইনকে চুমু খেয়েছেন। আল-আকরা(রা) বলেন, আমার দশটি সন্তান আছে কিন্তু আমি কখনও তাদের কাউকে চুমু খাইনি। রাসূল(সঃ) বলেন—যে লোক দয়া-অনুগ্রহ করে না সে দয়া-অনুগ্রহপ্রাপ্ত হয় না।– (বুখারী। মুসলিম তিরমিযী-১৮৬১আবওয়াবুল বিরর ওয়াস-সিলাহ
جَزَاكَ اللَّهُ خَيْراً».

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File