মানুষ হতে হলে মানবতাবোধ থাকতে হয় !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২০ জুন, ২০১৪, ০৫:৫৭:৪২ সকাল

গতবছরের শেষের দিকে আফ্রিকার কয়েকটি দেশের ৪-৫'শ মানুষ লিবিয়া থেকে ট্রলারে করে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গেলে ইতালির উপকুলে ডুবে গিয়ে প্রায় সাড়ে তিনশ মানুষ প্রান হারায় ।

এ দূঃখজনক ঘটনায় ইটালির প্রধানমন্ত্রী দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছিলেন । ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসও খ্রীষ্টিয় ধর্মীয় রীতিতে প্রার্থনা করেছিলেন ।

অবৈধভাবে ইতালিতে ঢুকতে যাওয়া মানুষগুলোর করুন পরিনতিতে দেশের প্রধানমন্ত্রীর শোকাহত হয়ে সমবেদনা জানানো কোন লোক দেখানো বিষয় ছিলনা । আমাদের দেশ থেকেও নিয়মিত অবৈধ পথে বহু লোক এসব দেশে পাড়ি জমিয়ে থাকে ।

বার্মিজ গেরুয়ারা যখন মানবতার শ্লোগান তুলে মুসলমানদের জীবন্ত পুড়িয়ে কাবাব বানাচ্ছিল, তখন জীবন বাচাতে বাংলাদেশের উপকুলে আশ্রয় নেয়া লোকগুলোকে আমরা ঠাই না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম ।উল্টো তাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছিলাম যে, তারা বার্মাতে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ।

মিরপুরে গিন্জিতে বাসকরা মানবেতর জীবন-যাপনকারী কতগুলো মানুষকে তার দুগ্ধপোষ্যের মত সোনার ছেলেরা জীবন্ত পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলল । ঐ এলাকা পরিদর্শন দূরে থাক, একটি দূঃখ প্রকাশের সংবাদ কোন পত্রিকায় দেখেছি বলে মনে পড়েনা । বরং ইলিয়াস মোল্লা নামক একজন চেতনার সংসদ সদস্য সেখানে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র আবিষ্কার করলেন। হোকনা তাদের পরিচয় স্ট্যার্ন্ডেড পাকিস্তানি । ইতালির উপকুলে ডুবে যাওয়া মানুষগুলোর মত ওরা অবৈধ অনুপ্রবেশকারীও নয় ! সর্বোপরি মানুষতো ওরা ! অনুভূতিতো ওদের মানুষের মতই !

বিখ্যাত বা মহৎ মানুষের উত্তরসূরি হলেই মহৎ হওয়া যায়না । নিজের বিবেক, কর্ম ও মানবতাবোধ দিয়েই মহৎ মানুষ হতে হয়। নচেৎ যুগের পর যুগ ইতিহাসের পাতায় অমানুষ ও জালিম হিসেবেই তারা পরিচিত হতে থাকবে ।

বিষয়: বিবিধ

৮৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File