ঘৃনা বিধ্বংসী ডিনামাইট পেতাম!

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২০ জুন, ২০১৪, ০৭:২৫:৪২ সকাল

কষ্ট মানুষকে পরিনত করে বিখ্যাত করে তবুও কারো বিশ্বাস যেন ধর্ষিত না হয়।

দালালী করতে পারিনা। কখনোই পারিনি। এই যোগ্যতা অর্জন করা আমার জন্যে কঠিন। শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে এতটুকু আসা। কখনোই অন্যায়কে মেনে নিই নাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, দল, সমাজ সবখানে।

অত্যাচারী শাসকের সাথে একটি সুতো।প্রান দিয়ে দেয়া। প্রান নেয়া ছাড়া আর কিই করতে পারবে শাসক?

একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ চাকরী নট করতে পারে এই একটিই সুতোতো!!!!!! ....

আর কোন ব্যক্তির সাথে থাকে আনুগত্য আর ভালবাসার সুতো।

তিনটি সুতোকেই একজন বিপ্লবীকে কেটে দেয়ার হিম্মত রাখতে হয়।

ঘৃনা এক কঠিন বিষয়। একমতের মানুষের সাথে আরেক মতের মানুষের মধ্যে ঘৃনার দেয়াল। এক ইসলামী দল আরেক ইসলামী দলকে পছন্দ করছেনা ভিন্নমতের কারনে। আবার অনেক ইসলামী দলের ভিতরেও ভিন্নমতের চর্চা নেই। ডানমনা দলগুলো বামদের ঘৃনা করে বামরা ডানকে। এক ধর্ম আরেক ধর্মের মানুষকে ঘৃনা করছে। এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে। এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে ঘৃনা করছে। এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষকে ঘৃনা করছে।

আমার কাছে যদি ঘৃনা বিধ্বংসী কোন ডিনামাইট থাকত!!!

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236722
২০ জুন ২০১৪ সকাল ১০:৩৭
কাজি সাকিব লিখেছেন : ইদানীং আবার এক ব্লগার আরেক ব্লগারকে ঘৃণা করে!
এভাবে এক অপরকে ঘৃণার মাধ্যমে আমরা শুধু জাহান্নামই খরিদ করছি!আল্লাহ আমাদেরকে ঘৃণামুক্ত জীবণ যাপনের তৌফিক দিক!
236816
২০ জুন ২০১৪ দুপুর ০৩:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘৃনা একটি মানবিয় আবেগ এর বহিপ্রকাশ। একে ধ্বংস করা যায়না। আর ঘৃনাহিন জিবন মানুষের মানুষত্ব নষ্ট করে দিতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File