তালেবানের প্রতিনিধি যখন জামায়াত ইসলাম !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০০:১০ সকাল
পাকিস্তান সরকারকারের সাথে সে দেশের তালিবানদের (তেহরিক- ই - তালিবান) বৈঠক শুরু হয়েছে, যেখানে তাদের প্রতিনিধিত্ব করার জন্য পাকিস্তান জামায়াতের একজন নেতাও মনোনিত হয়েছেন ।
শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় যে কেউ মধ্যস্হতা করতে পারে । বিভিন্ন দেশ বা জাতি-গোষ্টির সংঘাতে অন্য আরেকটি দেশকে মধ্যস্হতা করতে আমরা প্রায়শই দেখি । যেমনটি - আফগান তালিবানদের সাথে মার্কিন-আফগান সরকার-তালিবানদের কাতারে সমঝোতা বৈঠক হবার কথা রয়েছে ।
কিন্তু জামায়াত ইসলাম বলে কথা ! তারা শান্তির জন্য হোক বা যুদ্ধ থামানোর জন্য হোক - তাদের প্রতিনিধিত্ব মানে অনেকেই অন্য কিছু খোজাখুজি শুরু করবে । টকশো গুলুতে বুদ্ধিজীবিরা আবিষ্কার করবেন, ' জামায়াতের তালিবান প্রীতি বা সংশ্লিস্টতা'। শুরু হয়ে যাবে জংগী কানেকশন নয়, সরাসরি জংগী বলা ।
আামার চিন্তা অন্যখানে । আলোচনা ফলপ্রসু হলে ভবিষ্যত পাকিস্তানের চেহারা কি হবে ?
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন