হিজাব পরায় শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৯:৩৬ সকাল



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগে হিজাব পরায় কয়েকজন ছাত্রীকে গালমন্দ করে ক্লাস থেকে বের করে দিয়েছেন অধ্যাপক খুরশিদা বেগম। এদিকে এ ঘটনায় তোলপাড় হলে উল্টো ছাত্রীদেরকেই ক্ষমা চাইতে হয়েছে ওই অধ্যাপকের কাছে। সোমবার ক্লাস প্রেজেন্টেশন (উপস্থাপনা) করতে গেলে হিজাব পরা ছাত্রীদের নিয়ে তিনি কটূক্তি করেন এবং তাদেরকে ক্লাসরুম থেকে বের করে দেন। এরপর গতকাল আবার শিক্ষার্থীদেরকে তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। নিজের দোষ ঢাকতে ওই অধ্যাপিকা ফোনে হত্যার হুমকির নাটক সাজিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, অধ্যাপিকা খুরশিদা বেগমের ক্লাসে ছাত্রীরা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখলেও তাদের নিয়ে কটূক্তি করেন তিনি। তাদের তিনি মৌলবাদী, জামায়াত, জঙ্গি, কোটরের মুরগি, অসামাজিক ইত্যাদি বলে গালাগালি করতে থাকেন। সোমবার মাস্টার্সের (৩৮তম ব্যাচ) ৫০৫ নং কোর্স ‘রেস অ্যান্ড এথনিক পলিটিক্স’-এর ক্লাস নেয়ার সময় তিনি আবারও হিজাব পরা ছাত্রীদের নিয়ে কটূক্তি করেন। এর আগেও তিনি বিভিন্ন ব্যাচের বোরকা পরা ছাত্রী নিয়ে অশালীন মন্তব্য করেছেন বলে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন। তবে সোমবার ওই শিক্ষিকা হিজাব সংক্রান্ত কটূক্তির পর ছাত্রছাত্রীদের রোষানলের মুখে পড়েন। এরপর তিনি ভিআইওপি কলের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। তিনি অভিযোগ করেন মোবাইলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। হিজাব নিয়েও কথা বলতে নাকি নিষেধ করা হয়েছে। তবে খুরশিদা বেগমের এই অভিযোগকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন একাধিক শিক্ষার্থী।

এদিকে অধ্যাপিকা খুরশিদার মোবাইল এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জমা আছে বলে জানা গেছে। লাঞ্ছিত ছাত্রীদের সূত্রে জানা যায়, সোমবার হিজাব পরা ছাত্রীদের উদ্দেশ্যে খুরশিদা বলেন, যারা হিজাব পরে তাদের মস্তিষ্ক অবরুদ্ধ, তারা অন্তঃসারশূন্য। যারা ক্লাসে হিজাব পরে আসবে তাদের প্রেজেন্টেশন (উপস্থাপনা) আমি নেবো না। যাদেরকে আমার ভাল লাগে না তাদেরকে আমি ক্লাসে কথাও বলতে দেবো না। এমনকি তাদেরকে শ্রেণীকক্ষের অন্য শিক্ষার্থীদের থেকে দূরত্ব বজায় রাখতে বলেন তিনি। ওই ছাত্রীদেরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যে মেয়েরা হিজাব পরে তারা ক্ষেত, প্যাকেটের মতো মোড়ানো, তাদের মধ্যে কোন আধুনিকতা নেই। এসব মেয়েদের ক্লাস নেবে তেঁতুল হুজুররা। আমি যাদের পড়াবো তাদেরকে সালোয়ার কামিজ অথবা শাড়ি পরে আসতে হবে। এটা আমার ক্লাস, এখানে শুধুই আমার কর্তৃত্ব। ওই শিক্ষক এ ধরনের মন্তব্য করলে হিজাব পরা ছাত্রীরা প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের পর্দা করার স্বাধীনতা আছে। তাই বলে আপনি আমাদেরকে অন্য পোশাক পরে আসতে বাধ্য করতে পারেন না। তাদের এই কথায় অধ্যাপক খুরশিদা বেগম আরও রাগান্বিত হয়ে সন্ধ্যায় ওই ছাত্রীদের রুমে ডেকে নিয়ে আবারও হিজাবের সমালোচনা করেন। তিনি এসব ছাত্রীকে সালোয়ার কামিজ অথবা শাড়ি পরার জন্য পরামর্শ দেন। এ নিয়ে তোলপাড় হলে গতকাল বুধবার তিনি ওই শিক্ষার্থীদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেন বলে সূত্র জানায়। অধ্যাপক খুরশিদার এমন আচরণের বিষয়ে এক ছাত্রী বলেন, আমরা ধর্ম পালন না করলেও তার যেমন কিছু করার নেই তেমনি আমরা ধর্ম পালন করলেও তার কিছুই করার কথা নয়। কারণ ধর্ম যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। এ বিষয়ে অধ্যাপক খুরশিদা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে কথা বলবো। ঘটনার বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি বশির আহমেদ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অধ্যাপিকা খুরশিদার যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা শিক্ষার্থীরা মিটিয়ে নিয়েছে। এরপর তৃতীয় ব্যক্তি ম্যাডামের ফোনে বিভিন্ন স্থান থেকে ফোন করে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং হত্যার হুমকি দিয়ে ক্ষুদে বার্তাও পাঠিয়েছে। অধ্যাপিকা খুরশিদাকে হত্যার হুমকির বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন ব্যবস্থা নিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে বিভাগের সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সাধারণ ডায়েরি করেছে এবং তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও তার হত্যার হুমকির নিন্দা জানিয়েছে বলে জানান তিনি।

বিষয়: বিবিধ

১৬৯৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174156
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
শিশির ভেজা ভোর লিখেছেন : দুঃখজনক ঘটনা।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
127614
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবাই প্রতিবাদ করা উচিত
174166
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
হতভাগা লিখেছেন : ''জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগে হিজাব পরায় কয়েকজন ছাত্রীকে গালমন্দ করে ক্লাস থেকে বের করে দিয়েছেন অধ্যাপক খুরশিদা বেগম। ''

০ এখন কি কোন ইসলামী নারী সংগঠন এর বিরুদ্ধে নামবে যেভাবে পরিমলের বিপক্ষে নেমেছিল নারীবাদীরা ?

মাস কয়েক আগেও তো উদয়ন স্কুলে এরকম কাহিনী করেছিল আরেক নারী শিক্ষিকা , ফুল স্লিভের হাতা কেটে দিয়েছিল ।

রাজউকের প্রধান হিজাব পড়ে আসতে মানা করাতে কত কাহিনী !

ছেলেরা হিজাব পড়া নিয়ে কটুক্তি করলে খুবসে প্রতিবাদ আসে , উত্যক্ত করলে তো কথাই নেই ।

আর যখন নিজেরই স্বজাতি একই কাজ করে তখন '' কবি নিরব হয়ে যায় ''





পাড়ার রোমিও চুমু খেলে বিশাল হাউ কাউ বাঁধিয়ে ফেলে । আর শাহরুখরা চুমু খেলে জীবন সার্থক হয়ে যায় !

যতদিন এ ডাবল স্ট্যান্ডার্ড নীতি থেকে মেয়েরা বের হয়ে আসতে পারবে না , ততদিন তাদের অবস্থারও পরিবর্তন হবে না ।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
127613
বাংলার দামাল সন্তান লিখেছেন : আজ কোথায় যেন আমাদের ছুছিলরা হারিয়ে গেছে।
174174
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৩
গৃহস্থের কইন্যা লিখেছেন : লাথ্থিমেরে বেড় করে দেয়া উচিত ছিল.......।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
127611
বাংলার দামাল সন্তান লিখেছেন : কেন ওরা আপনার কি ক্ষতি করছে, নারী স্বাধীনতা বলতে কি কিছুই নাই।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪২
127709
গৃহস্থের কইন্যা লিখেছেন : মেয়েরা কি ক্ষতি করেছে যে সৌদি আরবে মেয়েদের প্যান্ট-সার্ট পরে চলাফেরা করতে পারে না! নারী স্বাধীনতা বলতে কি কিছুই নাই??
174176
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আলোচনায় দেখতে পাচ্ছি :
শিক্ষিকা বলেছেন : " এসব মেয়েদের ক্লাস নেবে তেঁতুল হুজুররা। আমি যাদের পড়াবো তাদেরকে সালোয়ার কামিজ অথবা শাড়ি পরে আসতে হবে।"

এই ক্ষেত্রে আমার অভিমত :
১. তেতুল হুজুরী পতিষ্ঠানে মেয়েরা পড়তে যায়নি । সুতরাং তেতুল হুজুরের কাছে পড়ার প্রশ্নই আসে না ।

তবে তেতুল হুজুরী পোষাকও এযুগে গ্রহণযোগ্য নয় । নিকাব, কালো বোরকা ( আবয়ায়া ও জিলবাব )এবং হাত মোজা - পা মোজা তেতুল হুজুরী পোষাক । শিক্ষিতা ও রুচিমীল মেয়েদের উচিত এমন পোষাক বর্জন করা ।


সালোয়ার কামিজ অথবা শাড়ি পড়ে ইসলামের নীতিমালা মেনে পর্দা করা যায় । আমি এই দুই লেখায় কীভাবে সালোয়ার কামিজ অথবা শাড়ি পড়ে ইসলামের নীতিমালা মেনে পর্দা করা যায় তা তুল ধরেছি :
১.স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালযের মেয়েদের হিজাবী হওয়ার সহজ কৌশল http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/1864/fakhrul/37577

২. বিয়ের কনের শাড়ি পড়ার ধরণ কেমন হওয়া উচিত এবং কনের করণীয় দিকগুলো
http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/1864/fakhrul/35888

আরো জানার জন্য এই পেজগুলো দেখুন :

1.https://www.facebook.com/SareeHijab

2.http://www.facebook.com/SalwarKameezHijab

3.http://www.facebook.com/SelfdefenseTechniquesForFemales

4. http://bangladeshi-orna.blogspot.com/


আমাদের মনে রাখতে হবে ,ইসলাম কোন নির্দিষ্ট পোষাককে বাধ্যতামূলক করে দেয়নি । কিছু সংগঠণ ও তেতুল হুজুরীরা মেয়েদের বোরকা ও নিকাব ফরজ বা ওয়াজিব মনে করে থাকে । আমাদের উচিত এই বদ্ধমূল ধারনা পরিবর্তন করা ।

আলোচনায় দেখতে পেলাম :
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, অধ্যাপিকা খুরশিদা বেগমের ক্লাসে ছাত্রীরা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখলেও তাদের নিয়ে কটূক্তি করেন তিনি।

তার উত্তরে বলছি : এই কথা বা ওড়না সঠিক পড়ায় বাধা দেওয়া চরম ইসলামবিরোধী কাজ । ইসলামের আইন অনুযায়ী । এই কাজের শাস্তি মৃত্যুদন্ড । যেহেতু বাংলাদেশে ইসলামী আইন চালু নেই । সেজন্য আমি এই শিক্ষিকার প্রচলিত আইনে শাস্তি দাবি-সহ বিশ্ববিদ্যালয় হতে বহিস্কারই নয়, সারা বাংলাদেশের কোথাও যেন এই মহিলা পড়াতে না পারেন সেজন্য কার্যকর ব্যবস্হা গ্রহণ করার দাবি জানাচ্ছি । আর এব্যাপারে আমাদের সোচ্চার প্রতিবাদী হতে হবে । উপরন্তু সারা বাংলাদেশে আওয়ামী শাসন আমলে এধরনের পাচশতাধিক ঘটনা ঘটেছে । এসব ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার কার্যক্রম চালু করার জন্য সবাইকে সচেতন ও প্রতিবাদী হওয়ার আহবান জানাচ্ছি ।
174282
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ গুরুত্বপুর্ণ মন্তব্য প্রকাশ করার জন্য।
174327
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩১
127695
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
174347
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
বুড়া মিয়া লিখেছেন : ২/৪ টা ইউনিভার্সিটি খুলে ফেলা উচিৎ যেখানে প্রি-কন্ডিশন থাকবে হিযাব, এবং শিক্ষার মানও হতে হবে সেরকম। এটা করলে দেখবেন সবাই প্রতিযোগীতায় নেমে গেছে ...

দেখেন না ইসলামী ব্যাংকিং এর অ্যাড এখন পাশ্চাত্যের ব্যাংকগুলাও অহরহ দিয়ে থাকে?

মানে ঠিকমতো নামলে দেখবেন – পুরাই ঢুইকা গেছে।

খালি হাউ-কাউ করলে হবে না – এভাবে ধুম-ধাম দিয়াও বসতে হবে।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩২
127696
বাংলার দামাল সন্তান লিখেছেন : মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ
175345
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০১
আইমান হামিদ লিখেছেন : আরেক কল্পনা কাঁচির আগমন!!!
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
128636
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
178220
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৯
অজানা পথিক লিখেছেন : এমন বহু ঘটনার আমি স্বাক্ষী
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
132515
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১০
180961
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
মুমতাহিনা তাজরি লিখেছেন : অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১২
133874
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File