আওয়ামীলীগের চৌকশ দূরদর্শী বর্ষীয়ান নেতারাও কি বামদের সর্বনাশা লীলাখেলা একটুও বুঝতে পারছেন না?

লিখেছেন লিখেছেন মুক্তমন ০১ এপ্রিল, ২০১৩, ১১:১৪:৫৭ রাত

আজকের নন্দিত আলেমে দ্বীন আল্লামা আহমদ শফীর নেতৃত্বে

কতিপয় নাস্তিক-মুরতাদ ব্লগারদের ইসলাম বিদ্বেষী,ঈমান বিধ্বংসী জঘন্য কু-কর্মের প্রতিবাদে দেশে অরাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে।এ প্লাটফর্মের নাম হচ্ছেঃহেফাজতে ইসলাম বাংলাদেশ।

দেশব্যাপী বিক্ষোভ-প্রতিবাদ-নফলরোজা-দোয়া কর্মসূচীর পর সরকারকে আল্টিমেটাম দিয়ে ৬এপ্রিল লংমার্চএর বৃহত্তর কর্মসূচী দেয়া হয়।সে মোতাবেক আজ ৫০লক্ষ ধর্মপ্রাণ-মুসলমানএর শান্তিপূর্ণ লংমার্চের কথা বার বার বলা হচ্ছে।ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মতামতও এসেছে বাধা না দেবার।কিন্তু সবচে দুঃখজনক কিছু আলেম নামধারীরা বামদের সাথে কন্ঠমিলিয়ে কোরাস গেয়ে ভয়ংকর উস্কানী দিয়ে যাচ্ছে যে,হেফাজতে ইসলাম নাকি ইসলামের হেফাজত নহে জামাত-শিবিরের হেফাজতে লংমার্চ করছে এবং এতে আরও লাশ পড়বে,নাশকতা হবে?

দেশে নাস্তিক ব্লগারদের মাধ্যমে বিশ্বমুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে,মুসুল্লীদের প্রতিবাদে তাদেরকে গুলি করে লাশ বানিয়ে আজকে এ ভয়াবহ অবস্থার অবতারনার পরও কি মতলববাজ বামরা ক্ষান্ত হবে না?

আর আওয়ামীলীগের চৌকশ দূরদর্শী বর্ষীয়ান নেতারাও কি বামদের সর্বনাশা লীলাখেলা একটুও বুঝতে পারছেন না?

ওরা যেভাবে বঙ্গবন্ধুকে বাকশাল করিয়ে গণবিচ্ছিন্ন করেছিল আজও বঙ্গবন্ধু কন্যাকে জনবিচ্ছিন্ন করে দিচ্ছে?কেননা

দেশ-ধর্ম-কর্ম সবদিকে একটা তালগোল পাকিয়ে কেবল দেশকে জাতিকে সংকটাপন্ন করাই যে, ওদের কাজ।

কারণ, বামরা প্রগতিশীল সেজে কৌশলে পরজীবি হয়ে বেচে থাকে ।গণভিত্তি জীবনেও তৈরী করতে পারে না

অথচ ৪২ বছর স্বাধীন বাংলাদেশে যারা ন্যায়-নিষ্ঠওনিয়মতান্ত্রিকভাবে দেশ ও জাতির সুরক্ষায়,সকল গণতান্ত্রিক আন্দোলনে এমনকি দেশের কেয়ারটেকার সরকারের ফর্মূলা উপহার দিয়ে সকলদিক দিয়ে দেশগড়ায় নিবেদিত সেই জামাতশিবিরকে নির্মূলের টার্গেট দিয়ে,৪বছর সকল রাজনৈতিক অধিকার হরণ করিয়ে আজ রাষ্ট্রের আইনশৃংখলা বাহিনীর মুখোমুখি করে সন্ত্রাসী বানাতে চাইছেএবং কেয়ারটেকার ফর্মূলা বাতিল করিয়ে ভয়ংকর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে সরকারকে উত্তরোত্তর ফ্যাসিস্ট হতে উস্কানী দিয়ে আজ দেশে সংঘাত-সংঘর্ষ অনিবার্য করে তুলেছে!

তাই আর নহে--

সংশ্লিষ্টরা এসব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে নিজে বাচুন,দয়া করে সবাইকে বাঁচান।।

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File