বিএনপি মাঠে নেমেছে!!সরকার নতুন করে হরতাল ডাকার সুযোগ দিতে চায় না? তাহলে কি চান?
লিখেছেন লিখেছেন মুক্তমন ১৮ মার্চ, ২০১৩, ০৯:১০:২৯ রাত
বিএনপি মাঠে নেমেছে!!সরকার নতুন করে হরতাল ডাকার সুযোগ দিতে চায় না?
নতুন বার্তাডট কমএর নিউজটিতে নতুন ঘ্রাণ পাওয়া যাচ্ছেঃ
হরতালে এবার ভিন্ন চিত্র। পুলিশ নির্লিপ্ত। কোথাও পুলিশের গুলির খবর পাওয়া যায়নি। বিএনপি মাঠে নেমেছে।আগের হরতালগুলোতে বিএনপি কর্মীদের এমনভাবে মাঠে নামতে দেখা যায়নি। বিশেষ করে জেলা শহরগুলোতে পিকেটার হিসেবে বিএনপি কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার কঠোর অবস্থান দলের কর্মীদের কাছে চূড়ান্ত নির্দেশনা পৌঁছে গেছে। অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয়তার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, সরকার এই মুহূর্তে বিরোধী দলকে নতুন করে হরতাল ডাকার সুযোগ দিতে চায় না।
তাহলে কি চান?যাই চান- কেউ যেন আর ধ্বংসাত্মক পথে না চলেন! সেই শুভবুদ্ধির উদয় হোক।দেশ ও জাতির সুরক্ষা হোক-এটাই কামনা।
তাহলেতো ভালই হয় তবে....
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন