মানুষ আর শয়তানের বড় পার্থক্য হচ্ছেঃমানুষ তার ভুল বুঝে অনুতপ্ত হয়,শয়তান তার ভুল বুঝে বিদ্রোহী হয়!!!

লিখেছেন লিখেছেন মুক্তমন ১৪ মার্চ, ২০১৩, ০১:১৪:২৯ রাত



প্রথম মানুষ প্রথম নবী হজরত আদম আঃ এবং মা হাওয়া আঃ

যখন শয়তানের প্ররোচনায় পরে মহান আল্লাহপাকের একটি নিষেধ অমান্য করে গন্ধব খেয়ে ভুল করে ফেললো!পরে ভুল বুঝে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে মহান মাবুদের কাছে তওবা করলো।কিন্তু ইবলিস? মহান স্রষ্টা আল্লাহপাক যখন হজরত আদম আঃ কে সিজদা করার আদেশ করলেন!কিন্তু ইবলিস এ আদেশ অমান্য করলো!ইবলিস আগুনের তৈরী বলে মাটির আদমকে কোন যুক্তিতে সিজদা করবে? তাই অহংকারে মহান মালিকের একটি আদেশ অমান্য করে সংশোধনতো দুরের কথা অহংকারে বিদ্রোহী হলো।আর তাই মানুষ এবং শয়তানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে এই যে, মানুষ তার ভুল বুঝে অনুতপ্ত হয়,সংশোধিত হয়,শয়তান তার ভুল বুঝে সংশোধন দুরে থাক বিদ্রোহী হয়।বিষয়টি আমাদের সবাইকেই খেয়াল রাখা জরুরী।

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File