আজ ঈমানের কঠিন পরীক্ষায় আল্লাহ সাঈদী সাহেবকে সাবরে জামীল মঞ্জুর করুন---আমীন
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৬ মার্চ, ২০১৩, ০৯:৪৬:৩৪ রাত
ইসলামের দুশমনরা যুগে যুগে নবী-রসুল-সাহাবীগণকে,পীর মাশায়েখগণকে নানাভাবে কষ্টদিয়ে শেষে হত্যা পর্যন্ত করেছে।
ইমাম বোখারি রাহঃকারাগারে শাহাদাত বরণ করেছিলেন!
স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাঃকে পর্যন্ত জঘন্যভাবে কত দুঃখ-কষ্ট,অত্যাচার সইতে হয়েছে!নবীজিকেও হত্যা করার জন্য পুরষ্কার ঘোষনা করেছিল তখনকার শাসকগোষ্ঠী।কত অপপ্রচারই না চালিয়েছিল মক্কার অধিপতিরা! তাঁর জীবদ্দশায়ই স্বয়ং নবীজিকে ভন্ড কাজ্জাবরা ভন্ডনবী বলেছে, আর ভন্ড কাজ্জাবরা নিজেদেরকে আসল নবী বলে দাবী করেছে!কল্পনা করা যায়?
ইসলাম প্রতিষ্ঠায় এসকল পরীক্ষা আসবেই আর স্বয়ং নবী-রসুলগণ এ পরীক্ষা দিয়ে দিয়ে তাঁদের উম্মতদের জন্য অনুসরণীয় উদাহরণ রেখে গেছেন।
আজ আল্লামা সাঈদী সাহেবের উপর যে অপবাদ-যা কিনা শতাব্দির শ্রেষ্ট মিথ্যাচার!আর এ মিথ্যে অপবাদ নিয়ে এমজলুম আজ ফাঁসীর সেলে? কঠিন ঈমানী পরীক্ষা!এ পরীক্ষায় মাবুদ আল্লাহ তারঁ ওলীকে অবশ্যই পাশ করাবেন।
সত্য-সমাগত-আর মিথ্যা বিতাড়িত!সত্যের বিজয় অবশ্যম্ভাবী।
মহান আল্লাহ মজলুমের সাথেই আছেন।
অবশ্যই আল্লাহ তাঁর প্রিয় বান্দাহ আল্লামা সাঈদীকে সর্বোত্তম প্রতিদান দেবেন-মহাসম্মানিত এবং পুরষ্কৃত করবেনই করবেন।বর্তমান কঠিন পরীক্ষায় আল্লাহ সাঈদী সাহেবকে সাবরে জামীল মঞ্জুর করুন।---আমীন
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন