আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে-সংসদে ম.খা.সাহেবঃ সারাদেশে লাশের মিছিল! বারান্দায় দাড়ানো শিশুটি থেকেওআত্মরক্ষার্থে?
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৫ মার্চ, ২০১৩, ০৭:২৮:২৩ সন্ধ্যা
পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে?রিক্সার টায়ার বাস্ট হলে আত্মরক্ষার্থে পুলিশের ফাঁকা গুলি আর তাতে আহত বাসার বারান্দায় দাড়ানো শিশু তন্ময়।গতকাল সংবাদটি সবার মনে দাগ কেটেছে।অথচ আজকে সংসদেপুলিশ-বিজিবি আত্মরক্ষার্থে গুলি করেছে দাবী করে মখা সাহেব সারাদেশে গণহত্যার সব দায় এড়িয়ে জামাতশিবির আর বিএনপির ঘাড়ে চাপালেন।
যখন আমাদের পুলিশ ভাইদের আত্মরক্ষার্থে গুলিবর্ষনের নমুনা এইরকম---
নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে ৮ম শ্রেণীর ছাত্র জোনায়েদুল হক তন্ময় দেখছিল হরতালের
দৃশ্য। পুলিশ ও পিকেটারদের সংঘর্ষ। হঠাৎ গুলির শব্দ। থমকে যায় তন্ময়। কিছু বুঝে ওঠার আগেই পুলিশের ছোড়া ছররা গুলি এসে লাগে তার মুখ, গলা ও হাতে। চিৎকার দিয়েই সংজ্ঞা হারিয়ে ফেলে তন্ময়। রুমে বসে তন্ময়ের মা নূরজাহান বেগম পত্রিকা পড়ছিলেন। পুত্রের চিৎকার শোনে দৌড়ে এসে দেখেন তন্ময়ের মুখ, গলা ও হাত দিয়ে রক্ত ঝরছে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মতিঝিল ব্যাংক কলোনির ১২৪ নম্বর বাসার ৫ম তলায় থাকেন তন্ময়ের পরিবার। ওই বাসার বারান্দায় দাঁড়িয়েই তন্ময় দেখছিল হরতালের দৃশ্য। তন্ময় বাংলাদেশ ব্যাংক কলোনি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। তন্ময়ের মা নূরজাহান বলেন, বেলা ১১টার দিকে আমি ঘরে বসে পত্রিকা পড়ছিলাম। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে হরতাল পরিস্থিতি দেখছিল। হঠাৎ রাস্তা থেকে পুলিশ ফাঁকা গুলি ছুড়তে থাকে। তন্ময়ের পিতা শাহিনুল হক বলেন, তন্ময়ের শরীর থেকে ১০-১২টি শটগানের ছররা গুলি বের করা হয়েছে। আরও কয়েকটি গুলি রয়ে গেছে। ডাক্তাররা বলেছেন, এ মুহূর্তে সব গুলি বের করা সম্ভব নয়। সে সুস্থ হয়ে উঠলে বাকি গুলিগুলো শরীর থেকে বের করা হবে। মতিঝিল খানার ওসি হায়াতুজ্জামান বলেন, আমরা গোপনে জেনেছিলাম- দক্ষিণ কমলাপুরে নাশকতার উদ্দেশে জামায়াত-শিবিরের কর্মীরা জড়ো হচ্ছে। তাই ওই এলাকায় অভিযানে যাই। শিবিরের কর্মীরা ওই এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। শিবির এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই এলাকা থেকে শিবিরের ৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছুড়ে। দুর্ভাগ্যবশত গুলিতে তন্ময় আহত হয়। তবে তন্ময় এখন আশঙ্কামুক্ত।
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন