নিজের ভাই-বাপ-চাচাদের বুকে গুলি করতে পুলিশ ভাইদের বুকটা কি একটুও কাঁপছে না? এ গণ- হত্যা কেন?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১১:৩৭ রাত

প্রতিবাদি নিরস্ত্র নিরীহ সাঈদীভক্তদের নির্বিচারে গুলি করে হত্যা!এ যে নৃশংস গণহত্যা!!

সেদিন মুসুল্লিদের উপর গুলি চালালো!আজ সারাদেশে এভাবে জনতার উপর গুলিবর্ষন!এদের উপর কি সেই রক্ষীবাহিনীর প্রেতাত্মা এসে ভর করলো?বিবেকবান পুলিশ ভাইদের এই কি জনগনের নিরাপত্তা বিধানে শপথ পালনের নমুনা?

এরাতো কেউ পাকিস্তানি হানাদার বা তাদের সহযোগি রাজাকার

না।এরাতো আপনারই দেশের ভাই-কেউ আবার আপনারই বাপ-চাচারই মতো এদেশেরই জনগন।এদের জানমালের

নিরাপত্তার জন্যেইতো আপনাকে ট্রেনিং দিয়ে বেতন দিয়ে

হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে।আর সে অস্ত্র দিয়ে আজ পাখির মতো গুলি করে আপনার সেই ভাই-বাপ-চাচাকেই লাশ বানাচ্ছেন?

নিজের বিবেকেকে একটু জিজ্ঞেস করুন-এ সাঈদীভক্ত ছেলে-তরুন-যুবকেরা কেউ চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ খুন করে না!ওরা মেধাবী ভদ্র নামাজি।ওরা আজ সন্ত্রাসের শিকার!আপনারা বাধা না দিলে ওদের হাত থেকে রজনীগন্ধাই পাবেন ।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File