সকল চাপমুক্ত থেকে যেন আল্লামা সাঈদীর পক্ষে-ন্যায়ের পক্ষে রায় দিতে সাহস পায় তাই মহান আল্লাহর কাছে এইদোয়া করুনঃ
লিখেছেন লিখেছেন মুক্তমন ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৭:৪০ বিকাল
আল্লামা সাঈদীর উপর শতাব্দির শ্রেষ্ঠতম-জঘন্যতম মিথ্যাচার করা হয়েছে যা সরাসরি স্কাইপি কেলেংকারি ধরিয়ে দিয়ে বিশ্ববাসীকে আল্লাহ পাক তাঁর কুদরতেরই জানান দিয়েছেন।
আগামীকাল সেই রায় ঘোষনা করা হবে।তাই
স্কাইপি কেলেংকারি মুক্তথেকে এ ট্রাইবুনাল কোন পক্ষপাতিত্ব না করে যেন ন্যায়ের পক্ষে -একজন মজলুমের পক্ষে রায় দিতে সাহস পায় মহান মাবুদের কাছে তাই দোয়া করুনঃ
১) ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব ছাব্বিত ক্বুলুবানা আলা তোয়াতিক
হে মন পরিবর্তনকারি আল্লাহ তার মনকে ন্যায়ের দিকে ধাবিত কর-আমীন ছুম্মা আমীন।।
২) আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহীম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহীম-আয় আল্লাহ এই দুশমনদের দুশমনির মোকাবেলায় রক্ষাকারী প্রাচীরস্বরূপ তোমাকে দাঁড় করলাম এবং এই দুশমনদের সকল ক্ষতি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি-আমীন ছুম্মা আমীন।।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন