"দেখি না তারপর কি করে"-এখনও এধারায় চললে- বিএনপির শেষরক্ষা হবেকি?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩০:০৮ বিকাল

দেশের আজ যে ভয়াবহ অবস্থা!প্রতিদিন হত্যা-খুন-গুম এর ঘটনা ঘটেই চলেছে!গত চার বছরে সরকারের ব্যার্থতার শেষ নেই কিন্তু কোনভাবেই দেশের দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কোন যৌক্তিক ইস্যূতেই দাড়াতে পারছে না বিএনপি্।এদের অবস্থা দেখে একটি রস-গল্পের কথাই আজ মনে পড়ছে বারবারঃ--

রাতে ঘরে চোর ঢুকেছে-বউ টের পেয়ে আস্তে আস্তে স্বামীকে ডেকে বলছে-ওগো ঘরে চোর ঢুকেছে!স্বামী চোখ কচলাতে কচলাতে লেপের ভেতর থেকে মুখ বের করে চোর দরজা খুলছে দেখে স্ত্রীকে বলছে চুপ থাক- দেখি না কি করে?চোর দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে স্ত্রী আবারও বলছে-ওগো চোর দরজা খুলে ঘরে ঢুকে পড়েছে!ঘরে ঢুকে পড়েছে কি হয়েছে?দেখি না তারপর কি করে? চোর আস্তে আস্তে আলমারীর কাছে এসে পড়েছে!ওগো!চোরতো আলমারির...!তাতে কি হয়েছে?দেখি না তারপর কি করে? চোর আলমারি খুলে গহনালঙ্কার সহ মূল্যবান কাপড়-চোপর যা ছিল সব একটা বেগের ভেতর ঢুকাচ্ছে-স্ত্রীর আর তর সইছে না-ওগো-আমার গহনা-কাপড়-চোপর সব-----স্বামী আরও ভাল করে লেপটা টেনেমাথা-মুখ ঢেকে নিয়ে গোঙ্গাতে গোঙ্গাতে বলছে-আরে তাতে কি হয়েছে দেখি না তারপর কি করে?চোর আলমারি থেকে সব বেগে করে নিয়ে দৌড়---স্ত্রী বঠি নিয়ে পেছনে পেছনে ----আর কাপুরুষ-অলস-কুলাঙ্গার স্বামী বেচারা-লেপের ভেতরে থেকে প্রলাপ বকছে-দেখিনা তারপর কি করে?-

অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে,আজ প্রিয়দেশবাসীর ঘাড়ে আওয়ামীলীগের মতো বাকশালী সরকার আর বিএনপির মতো অথর্ব বিরোধীদল চেপেবসে দেশটার সর্বনাশ করে দিচ্ছে।

আজকে শেয়ারবাজার কেলেঙ্কারীতে জনগনের নাভিশ্বাস!দেশের হাজার হাজার কোটি টাকা পূজিবাজার থেকে উধাও-বিরোধীদল- দেখি না তারপর কি করে?

ডেসটিনি-হলমার্ক কেলেঙ্কারীতে লক্ষ লক্ষ-হাজার কোটি কোটি টাকা লাপাত্তা !ব্যাংকগুলো দেউলিয়া হবার উপক্রম--দেখিনা তারপর কি করে?এমনি করে পদ্মাসেতু নিয়ে বিশ্বচুরি!তবু লেপের ভেতর থেকে- দেখিনা তারপর কি করে?

হাজার হাজার অসংখ্যনেতা কর্মী গ্রেফতার-রিমান্ড-নেতাদের গুম-খুন-হত্যা করে দেশে একদলীয় বাকশাল কায়েমের সব ব্যবস্থাই পাকাপোক্ত!জনগন বাঁচাও বাঁচাও বলে ফরিয়াদ করছে!এরপরও দেখিনা তারপর কি করে?

আজকে সবশেষে- ধর্মকে আঘাত করে দেশবাসী-মুসলিম জনতার প্রাণাধিকপ্রিয় আল্লাহ-নবীর অবমাননাকারিদের পৃষ্ঠপোষকতা দিয়ে আওয়ামী বামনেতাদের শল্লায়! বঙ্গবন্ধুকে যেভাবে বাকশাল কায়েমে বাধ্য করেছিল ঠিক একইভাবে আঠারদলীয় জোটের অন্যতম শরীক জামাতকে নিষিদ্ধ করে যুদ্ধাপরাধির বিচারের নামে আজ দেশের মুসলিম জনতাকেই লাশ বানানো শুরু করেছে!

সরাসরি দেশটাকে পক্ষ-বিপক্ষ বিভাজনের মহাসংকটের দ্বারপ্রান্তে উপনীত করেছে!তখনও লেপের ভেতর মুখ লুকিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল বিএনপি এখনও বলবে? দেখিনা তারপর কি করে ?এতে করে কি আদৌ শেষ রক্ষা হবে?

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File