কয়েকজন অভিযুক্ত ব্লগার আইনের আওতায়,সরকারকে অসংখ্য ধন্যবাদ!এখন লং-মার্চএ সহযোগিতা করে......
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৩ এপ্রিল, ২০১৩, ০৯:৪১:১৮ রাত
দেরীতে হলেও সরকার কয়েকজন অভিযুক্ত ব্লগারকে আইনের আওতায় এনেছেন।তাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং এর প্রতিদান অবশ্যই নিয়তঅনুযায়ী সরকার পাবেনই।
মহান আল্লাহ ও তাঁর রসুল সাঃএর অবমাননা!ইসলাম এর অবমাননা!সরাসরি ঈমানের উপর আঘাত!এতে যারা গড়িমসি-টালবাহানা করবে-সে সরকারী বা বিরোধী যে দলেরই হোক সামিউম-বাছির-সর্বশ্রোতা-সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান, আহকামুল হাকিমীন-আল্লাহ জাল্লাহ শানহু সবই দেখছেন,সবই শুনছেন!আর কিরামান-কাতিবিন সকল কিছুই রেকর্ড করছেন।তাই সাময়িক ক্ষমতা-দুনিয়াবী আইনের মারপ্যাঁচে ছলচাতুরী করে,ষড়যন্ত্র করে দুনিয়ার আদালতে রেহাই মিললেও মুসলমান দাবিদার আমরা কেউই আদালতে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো না।
তাই হেফাজতে ইসলামের এ লংমার্চ যেন সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের উর্ধ্বে উঠে প্রকৃত অর্থেই ইসলাম-ঈমান-এ দেশ নির্বিশেষে সকল ধর্মএর মানুষ এর হেফাজত যেন নিশ্চিত করতে পারে,সকল অনিশ্চয়তা থেকে দেশকে দেশবাসীকে আলেম-উলামা-মাশায়েখগণ যেন তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হেফাজত করতে পারেন সে সাফল্য আল্লাহ মঞ্জুর করুন আমীন।অবশ্যই দোয়া এবং দাওয়া দুটোই লাগবে।সবাই বেশী বেশী দোয়া করুন এবং সরকারী-বিরোধীদল,আলেম উলামা নির্বিশেষে সকল মুসলিম জনতা এক কাতারে শামীল হোন। নাস্তিক-মুরতাদদের ইসলামবিরোধী জঘন্যতম কর্মকান্ডের প্রতিবাদের এ আয়োজন-৯০ভাগ মুসলমানের দেশে অত্যন্ত সুশৃংখল এবং শান্তির্পূণ হতেই হবে।
সমগ্র মুসলিমবিশ্ব আজ তাকিয়ে আছেন আর দেখছেন যে,আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ধন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত প্রাণপ্রিয়আমাদের এ বাংলাদেশ ইসলামবিদ্বেষীদের,নাস্তিক-মুরতাদদের নিয়মতান্ত্রিকভাবে,আদল ও ইনসাফের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিতে পারছে কি পারছে না?দেশের সকল মুসলমানের জন্যেই আজ এ এক ঈমানী পরীক্ষা!এ পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে।সবাইকে সব মুমীনকে আজ ঐক্যবদ্ধ হতেই হবে।মহান আল্লাহরও ঘোষনা তাইঃ-তোমরা আল্লাহর রজ্জুকে(আল-কোরআনকে) শক্তভাবে সবে আকড়ে ধরো-পরষ্পর বিচ্ছিন্ন হয়ো না।দলাদলিতে লিপ্ত হয়ো না।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন