নির্বাচন দেশে , ঘুম হারাম প্রবাসে।
লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ২১ এপ্রিল, ২০১৬, ০১:২৫:১৭ রাত
সারা দেশে আগামী ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফা ইউনিয়নের নির্বাচন। নাওয়া-খাওয়া,ঘুম-বিশ্রাম ছেড়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দুয়ারে। দিচ্ছেন নানা রকম মন ভুলানো উন্নয়নের প্রতিশ্রুতি।হাসিমুখে করমর্দন করছে ভোটারদের সাথে। এই ক্ষেত্রে পিছিয়ে নেই বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরাও নিজেরা ভোট দিতে না পারলেও চিন্তার শেষ নেই প্রবাসীদের। কিভাবে পছন্দের প্রার্থীকে জয়ী করানো যায় সেই ছক আকছেন প্রবাসে বসে। ডিউটি শেষে যখন বিশ্রাম করার কথা তখন ব্যাস্ত সময় পার করছেন মোবাইল ফোন নিয়ে। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে মোবাইল ফোনে ভোট প্রার্থনা। বুজানো হচ্ছে পছন্দের প্রার্থী জয়ী হলে কি কি সুবিধা। ভোট পেলে কাউকে দেওয়া হচ্ছে আ-জীবন এক সাথে থাকার প্রতিশ্রুতি। আপনজনকে বলা হচ্ছে হাল ছেড়োনা, দু-হাতে টাকা ছড়াও । প্রয়োজনে বিদেশ এক বছর বেশী থাকবো।
নির্বাচনে মেম্বার প্রার্থীদের অনেক আত্মীয়স্বজন দিন শেষে আক্ষেপও করছেন । একজন ওয়ার্ড মেম্বার নির্বাচনে ১০/১৫ লক্ষ টাকা খরচ করার ইচ্ছা প্রকাশ করায় এর হিসেব মেলাতে তারা হিমসিম খাচ্ছেন।
দেশের ইউনিয়ন নির্বাচন নিয়ে বেশ ক-জন প্রবাসীদের সাথে কথা হয় নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা?
এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখা,রাস্তাঘাট,ব্রিজ-কালভার্ট সার্বিক উন্নয়নে যিনি ভুমিকা রাখতে সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ এমন প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে প্রবাসীদের পছন্দ
সম্প্রতি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রবাসীরা উদ্বিগ্ন। প্রবাসীদের প্রত্যাশা কোন পেশী শক্তির বলে নয় অবাধ সুষ্ঠও শান্তিপুর্ন নির্বাচনে জনগণই তাদের অবিভাবক বেছে নিবে।
প্রথমবারের মত দলীয় প্রতিকে নির্বাচন হলেও প্রবাসীরা মনে করেন শিক্ষা,সততা,যোগ্যতা দেখেই তারা প্রার্থী পছন্দ করবেন। নির্বাচনী ফলাফল যাই হোক নির্বাচন পরবর্তী সময়ে প্রতিহিংসার বলী যেন কেউ না হয় সে দিকে আইন শৃংখলা বাহিনী কঠোর নজর দিবেন বলে প্রবাসীদের প্রত্যাশা।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিরপুরের পরে সাভার ,সাভার এর পর নবীনগর মানে যেখানে স্মৃতিসৌধ । এটা কি সেই নবিনগর ?
মন্তব্য করতে লগইন করুন