বাঙালী হারামী,পাকিস্তানী খারবান।

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ০১ এপ্রিল, ২০১৬, ০৯:১৫:২৩ রাত

জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম । মসজিদের অদূরে এক আরাবীয়ান লোক গানের সুরে কি যেন বলছেন । তার চার পাশে ফিলিপাইন,ভিয়েতনাম,পাকিস্তানী,ইন্ডিয়ান ও কিছু বাংলাদেশী দাড়িয়ে আছেন ।

কি হচ্ছে জানার জন্য আমি সামনে এগুলাম । কাছে গিয়ে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলামনা আমি । কথাটি শুনলে আপনারও গা শিউরে উঠবে যেমনটা হয়েছিল আমার । আরাবীয়ান লোকটি গানের সুরে সুরে বলছে বাঙালী হারামী পাকিস্তানী খারবান । বাঙালী হারামী পাকিস্তানী খারাপ ।

বার বার উচ্চারন করছেন আর হাতের আঙুল নাচাচ্ছেন । মনে হচ্ছে মিউজিকের তালে তালে বলতে পারলে আরো মজা পেতেন গায়ক ।

অথচ যে লোকটি গাচ্ছেন সে লোকটি সামান্য পুর্বে একজন বাংলাদেশী ইমামের পিছনে জোহরের নামাজ আদায় করেছেন ।

আর এখন সুরে সুরে গাইছেন বাঙালী হারামী ।ইতোমধ্যে আরো কিছু লোক জড়ো হলেন । তার গানের কলিগুলো শুনে খুব কষ্ট পেলাম ।

প্রচন্ড রাগও উঠলো তবে রাগ দেখানোর সুযোগ নেই । প্রথম কারন হল ঐসময় বেশ কিছু বড় বড় অপরাধে জড়িয়ে পড়েছিলেন কিছু বিপথগামী বাংলাদেশী । দ্বিতীয় কারন হল এই দেশ তাদের । তৃতীয় কারন হল আমি মসজিদের ইমাম ।

নিজেকে সংযত রেখেই ঐ আরাবীয়ান লোকটিকে হাসিমুখে সালাম দিলাম । তিনিও সালামের জবাব দিয়ে পাশে বসার সুযোগ দিলেন । আন্তরিকতার সাথে তাকে বললাম বন্ধু বাঙালী যদি হারামী হয় একটু পূর্বেইতো বাঙালী ইমামের পিছনে নামাজ আদায় করলেন । একজন হারামীর ইমামতিতে নামাজ পড়া কি ঠিক হলো আপনার ? একটু ভাবনায় পড়ে গেলেন আরাবীয়ান লোকটি , ঠোটের কোনায় একটু হাসি এনে প্রতি উত্তরে বললেন বর্তমানে বাংলাদেশীরা অনেক অপকর্মে জাড়িত পাকিস্তানীরাও পিছিয়ে নেই ।

বাঙালী ইমাম ভাল মানুষ তাই তার পিছনে নামাজ পড়ি ।

বিনয়ের সাথে তাকে বললাম দেখুন অনেক সৌদী মালিক আছেন লেবার দিয়ে কাজ করিয়ে বেতন দেননা তাই বলে কি আমি সকল সৌদীয়ানকে খারাপ বলবো ?

উপস্থিত সবাই আমার কথায় সহমত পোষন করলেন ।

প্রিয় প্রবাসী অনেক সৌদীয়ান আমাদেরকে হারামী বলে এগুলো আমাদের অপকর্মের ফল । আমাদের মনে রাখতে প্রতিটা প্রবাসী বাংলাদেশীর গায়ে আমাদের জাতীয় পতাকা লাগানো আছে । এখানে কোন অপরাধে জড়িয়ে পড়া মানে পুরো বাংলাদেশ অপরাধী হওয়া ।

আসুন যে যেদেশে আছি সে দেশের আইন মেনে চলি ।

বাংলাদেশের মর্যাদাকে বৃদ্ধি করি । আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি । এই কথা শুধু মুখে নয় কাজেও প্রমান করি ।

কষ্ট করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ।

শাহাদাত হুসাইন ।

রিয়াদ সৌদী আরব ।

জুলাই ২০০৮ ইংরেজী

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364359
০১ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সারা দুনিয়া আমাদের এখন তাই মনে করে!!
০১ এপ্রিল ২০১৬ রাত ১১:২১
302206
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কষ্ট লাগে ভাই গুটিকয়েক মানুষের অপকর্মের জন্য আমাদের কথা শোনতে হয়।
364367
০১ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৪
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০২ এপ্রিল ২০১৬ রাত ০১:০৯
302208
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সময় নিয়ে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
364373
০২ এপ্রিল ২০১৬ রাত ০৪:৪৯
শেখের পোলা লিখেছেন : দু একজনের অপরাধে পুরো দেশই অপরাধী হয়ে যায়৷ আসুন এ দোষ এড়িয়ে চলি৷ ধনবাদ৷
০২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:১৭
302220
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আসুন নিজেরা সচেতন হই অন্যদের সচেতন করি।
364385
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১২
আবু জান্নাত লিখেছেন : সারা বিশ্বেই বাঙ্গালীর এ দশা। জানি না কি পাপ বাঙ্গালীরা করে যাচ্ছে..........
০৩ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৭
302344
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিও এইসব করেন নাকি? বাংগালীইতো!
০৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৫
302357
আবু জান্নাত লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৫
302790
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : হিদায়াতের দোয়া ছাড়া আর কিছুই করার নেই।
364421
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৬
302791
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ্।
364494
০৩ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমাদের সোনা ভালো করে পোড়ানো হয়ন, ভেজাল রয়ে গেছে। তাই এমন হয়।
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৮
302792
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভেজাল সোনা যতই পোড়ানো হোক মাগার খাটি হবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File