কোরআনের পাখি ক্বারী ওবাইদুল্লাহ্ (হাফিজাল্লাহু) অসুস্থ্য কে রাখে তার খবর ?

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ২৮ মে, ২০১৫, ১০:৪৬:৫৭ রাত



বেশ কিছুদিন যাবত ফেইসবুকে বিশ্ববরেন্য ক্বারী এদেশের হাজার হাজার ক্বারীদের উস্তাদ আমরা যাকে কোরআনের পাখি হিসেবে চিনি ,যার আযানের রেকর্ড স্বরধ্বনি বাংলাদেশ বেতারে উচ্ছারিত হয় , নিরহংকারী ,সাদা মনের মানুষ ক্বারী ওবাইদুল্লাহ্ অসুস্থ্য নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ , এজাতীয় খবর দেখে মনটা ভীষন খারাপ লাগলো ।

গতকালও একটি পত্রিকার খবরের লিংক দেখে তাতে ক্লিক করি এবং পুরো নিউজটি পড়ে ব্যাথিত মনে আমিও তার জন্য সাহায্য চেয়ে একটি পোষ্ট করি বেশ কিছু লাইক-কমেন্টস পড়ে তাতে ।

অনেকই জানতে চেয়েছেন তার বর্তমান অবস্থানও তার পরিবারের সাথে যোগাযোগের কোন নাম্বার ।

যা আমারও জানা ছিলনা , গতকাল রাতে ইসলামী লেখক ফোরামের সভাপতি মুহতারাম ভাই মুফতী এনায়েতুল্লাহ্ সাহেব ইনবক্সে আমাকে জানালেন যে ক্বারী সাহেব হুজুরের ছেলেও তার পরিবার সাহায্য নয় দেশবাসীর দোয়া চেয়েছেন ।

সম্ভব হলে যেন তার ছেলের সাথে কথা বলি । গতকাল রাত অনেক হয়ে যাওয়ায় আর ফোন করা হয়নী । আজ সকালে ক্বারী সাহেব হুজুরের ছেলে মাওলানা ক্বারী ওয়ালি উল্লাহ সাহেবে সাথে ফোনে কথা হয় আমার ।

তিনি আমাকে জানালেন হুজুরকে ইুন্ডিয়া নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য , তিনি বেশ কবার ব্রেইনষ্ট্রোক করেন , এখনো তার বেঁচে থাকাটাই নাকি এক বিস্ময়কর , সুবহান আল্লাহ্ ।

ইন্ডিয়ার ডাক্তার পরামার্শ্ব দিয়েছেন আমেরিকায় নিয়ে অপারেশনের জন্য কিন্তু তা ব্যায়বহুলও অনেক রিস্ক ।

অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা তা নয় , তার চিকিৎসা চলছে এবং চিকিৎসার খরচ তার পরিবারও আত্বীয় স্বজনই চালিয়ে নিতে পারবেন ইনশা আল্লাহ্ ।

তারপরও লন্ডনে অবস্থারত হুজুরের কিছু ছাত্রও ভক্ত নাকি উদ্যোগ নিচ্ছেন আমেরিকায় নিয়ে চিকিৎসা করার জন্য , দোয়া করি তা দ্রুত বাস্তবায়ন হোক ।

কোরআনের এই শিল্পীর জন্য দেশবাসীর আর্থিক সহযোগীতা নয় দোয়া চেয়েছেন তার ছেলে ক্বারী মাওলানা ওয়ালি উল্লাহ্ ।

আমার কথা :

কোরআনের শিল্পী অসংখ্য মানুষ গড়ার কারিগর এদেশের হাজারো আলেম ক্বারীর উস্তাদ আলহাজ্ব মাওলানা ক্বারী ওবাইদুল্লাহ্ সাহেব সাধারন কোন মানুষ নন ।

তার যাদুকরি কন্ঠে কোরআনের তেলাওয়াত করে দেশও জাতির জন্য বয়ে এনেছেন বিরল সম্মানও মর্যাদা ।

ক্বারী ওবাইদুল্লাহ্ শুধু একটি নাম নয় তিনি এই দেশের সম্পদ । রাষ্ট্র তাকে নিয়ে গর্ব করে বলতে পেরেছে যে আমার একজন ক্বারি ওবাইদুল্লাহ্ আছে ।

সারা বিশ্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশের নামকে তিনি উজ্জল করেছেন ।

সুতরাং এমন মহান মানুষের দায়িত্ব নেওয়াটা রাষ্ট্রের কর্তব্য , তার উন্নত সু-চিকিৎসা রাষ্টকেই দায়িত্ব নিয়ে করতে হবে ।

আসুন সম্মিলিতভাবে সরকারের কাছে দাবী জানাই অতি দ্রুত ক্বারী ওবাইদুল্লাহ সাহেবের সু-চিকিৎসার ব্যবস্থা করা হোক ।

বেশ কিছুদিন যাবত ফেইসবুকে বিশ্ববরেন্য ক্বারী এদেশের হাজার হাজার ক্বারীদের উস্তাদ আমরা যাকে কোরআনের পাখি হিসেবে চিনি ,যার আযানের রেকর্ড স্বরধ্বনি বাংলাদেশ বেতারে উচ্ছারিত হয় , নিরহংকারী ,সাদা মনের মানুষ ক্বারী ওবাইদুল্লাহ্ অসুস্থ্য নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ , এজাতীয় খবর দেখে মনটা ভীষন খারাপ লাগলো ।

গতকালও একটি পত্রিকার খবরের লিংক দেখে তাতে ক্লিক করি এবং পুরো নিউজটি পড়ে ব্যাথিত মনে আমিও তার জন্য সাহায্য চেয়ে একটি পোষ্ট করি বেশ কিছু লাইক-কমেন্টস পড়ে তাতে ।

অনেকই জানতে চেয়েছেন তার বর্তমান অবস্থানও তার পরিবারের সাথে যোগাযোগের কোন নাম্বার ।

যা আমারও জানা ছিলনা , গতকাল রাতে ইসলামী লেখক ফোরামের সভাপতি মুহতারাম ভাই মুফতী এনায়েতুল্লাহ্ সাহেব ইনবক্সে আমাকে জানালেন যে ক্বারী সাহেব হুজুরের ছেলেও তার পরিবার সাহায্য নয় দেশবাসীর দোয়া চেয়েছেন ।

সম্ভব হলে যেন তার ছেলের সাথে কথা বলি । গতকাল রাত অনেক হয়ে যাওয়ায় আর ফোন করা হয়নী । আজ সকালে ক্বারী সাহেব হুজুরের ছেলে মাওলানা ক্বারী ওয়ালি উল্লাহ সাহেবে সাথে ফোনে কথা হয় আমার ।

তিনি আমাকে জানালেন হুজুরকে ইুন্ডিয়া নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য , তিনি বেশ কবার ব্রেইনষ্ট্রোক করেন , এখনো তার বেঁচে থাকাটাই নাকি এক বিস্ময়কর , সুবহান আল্লাহ্ ।

ইন্ডিয়ার ডাক্তার পরামার্শ্ব দিয়েছেন আমেরিকায় নিয়ে অপারেশনের জন্য কিন্তু তা ব্যায়বহুলও অনেক রিস্ক ।

অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা তা নয় , তার চিকিৎসা চলছে এবং চিকিৎসার খরচ তার পরিবারও আত্বীয় স্বজনই চালিয়ে নিতে পারবেন ইনশা আল্লাহ্ ।

তারপরও লন্ডনে অবস্থারত হুজুরের কিছু ছাত্রও ভক্ত নাকি উদ্যোগ নিচ্ছেন আমেরিকায় নিয়ে চিকিৎসা করার জন্য , দোয়া করি তা দ্রুত বাস্তবায়ন হোক ।

কোরআনের এই শিল্পীর জন্য দেশবাসীর আর্থিক সহযোগীতা নয় দোয়া চেয়েছেন তার ছেলে ক্বারী মাওলানা ওয়ালি উল্লাহ্ ।

আমার কথা :

কোরআনের শিল্পী অসংখ্য মানুষ গড়ার কারিগর এদেশের হাজারো আলেম ক্বারীর উস্তাদ আলহাজ্ব মাওলানা ক্বারী ওবাইদুল্লাহ্ সাহেব সাধারন কোন মানুষ নন ।

তার যাদুকরি কন্ঠে কোরআনের তেলাওয়াত করে দেশও জাতির জন্য বয়ে এনেছেন বিরল সম্মানও মর্যাদা ।

ক্বারী ওবাইদুল্লাহ্ শুধু একটি নাম নয় তিনি এই দেশের সম্পদ । রাষ্ট্র তাকে নিয়ে গর্ব করে বলতে পেরেছে যে আমার একজন ক্বারি ওবাইদুল্লাহ্ আছে ।

সারা বিশ্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশের নামকে তিনি উজ্জল করেছেন ।

সুতরাং এমন মহান মানুষের দায়িত্ব নেওয়াটা রাষ্ট্রের কর্তব্য , তার উন্নত সু-চিকিৎসা রাষ্টকেই দায়িত্ব নিয়ে করতে হবে ।

আসুন সম্মিলিতভাবে সরকারের কাছে দাবী জানাই অতি দ্রুত ক্বারী ওবাইদুল্লাহ সাহেবের সু-চিকিৎসার ব্যবস্থা করা হোক ।

বিষয়: বিবিধ

২০২৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323147
২৮ মে ২০১৫ রাত ১১:৪২
তবুওআশাবা্দী লিখেছেন : আমি এখনো রোজায় মাগরিবের নামাজে মসজিদে না যেতে পারলে বাসায় ইউটিউবএ তাঁর আজান শুনে ইফতার করি|দুয়াকরি আল্লাহ তাঁকে সুস্থ্য করে দিন|
২৮ মে ২০১৫ রাত ১১:৫০
264435
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আল্লাহ্ কবুল করো , আমীন ।
২৯ মে ২০১৫ রাত ১২:২৬
264442
নীলাঞ্জনা লিখেছেন : এতবড় কোরাণের পাখি ইহুদী-নাসারা-পৌত্তলিকের দুয়ারে ধর্ণা দিবে ক্যান? আল্লার একটা ইজ্জত আছে না?
আল্লা নাকি এতগুলো ব্রেন ষ্ট্রোক আল্লা থামিয়ে দিয়েছেন, তো বাকিটা পারেন্না কেন??
323153
২৯ মে ২০১৫ রাত ১২:০০
নীলাঞ্জনা লিখেছেন : ইন্ডিয়ার ডাক্তার পরামার্শ্ব দিয়েছেন আমেরিকায় নিয়ে অপারেশনের জন্য কিন্তু তা ব্যায়বহুলও অনেক রিস্ক।

এত বড় আল্লাওলার জন্য ইহুদী-নাসারা-পৌত্তলিক'দের দুয়ারে ঘুড়ঘুড় করে কি হবে? আপনাদের আল্লা কোথায়? উনি 'হও' বল্লেই তো কাম সারা। নাকি আল্লা দিয়ে কাম হয় না??
323155
২৯ মে ২০১৫ রাত ১২:১৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : এইটাইতো আল্লাহর ইচ্চা , চিকিৎসা করানো সুন্নত , তাই চিকিৎসা করবো ।
আল্লাহ্ আছেন বলেইতো এতবার ব্রেইনষ্ট্রোক করেও ওনি বেঁচে আছেন ।
এইটা আমার মহান রব্বের বিশেষ করুনা ।
আমার রব্ব যদি সুস্থ্য না করেন বিশ্বের নামকরা ডাক্তারেও কিছু করতে পারবেনা ।

আমার রব্বের যদি ইশারা থাকে তাহলেই ডাক্তারের ওষুধে কাজ হবে ।
ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই কারো রোগ সেরে দেওয়ার ।

নীলান্জনা কাউকে খোচা না দিলে কি তোমার ভাল লাগেনা ?
323160
২৯ মে ২০১৫ রাত ১২:২৫
নীলাঞ্জনা লিখেছেন : এতবড় কোরাণের পাখি ইহুদী-নাসারা-পৌত্তলিকের দুয়ারে ধর্ণা দিবে ক্যান? আল্লার একটা ইজ্জত আছে না?
আল্লা নাকি এতগুলো ব্রেন ষ্ট্রোক আল্লা থামিয়ে দিয়েছেন, তো বাকিটা পারেন্না কেন??
২৯ মে ২০১৫ রাত ১২:৫৭
264452
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আল্লাহ সবই পারেন ।
যেমন তোমাকে সুস্থ্য রেখেছেন ।
২৯ মে ২০১৫ রাত ০১:৩৬
264454
নীলাঞ্জনা লিখেছেন : কিন্তু অসুস্থ্য হয়ে গেলে আর সুস্থ্য করতে পারেন্না।

নাকি আপনার আল্লা অন্যের রাঁধা ভাত খেতে পারেন শুধু?????
২৯ মে ২০১৫ রাত ০২:০৯
264460
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সুস্থ্য এবং অসুস্থ্য অবস্থায় আমার আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন ।
কিন্তু তোমাদের গর্দভেরা বুজতে পারোনা ।
২৯ মে ২০১৫ রাত ০৩:৫৭
264470
সাদাচোখে লিখেছেন : @ নীলাঞ্জনাঃ ব্রিলিয়ান্ট যুক্তিতো!

ট্রু ইহুদী-নাসারা-পৌত্তলিকদের কিংবা তাদের গুরুর গুরুদের কেউ কখনো বলেছে নাকি যে - তারা স্ট্রোক থামিয়ে দিয়েছেন কিংবা দেন? নাকি তারাও আপনার ভাষায় 'আল্লাহর ইজ্জত' রক্ষায় রত?

আল্লাহর সন্মান ক্ষুন্ন করতে ফেরাউন চেয়েছিল, নমরূদ চেয়েছিল - আপনি তাদের রেজাল্ট দেখুন - নাবালকের ন্যায় পানিতে ডুবে মরতে হয়েছিল, মাছির ভনভনানিতে মরতে হয়েছিল। এটা ক্লিয়ার যে তারা তাদের সমস্যার সমাধানে সামান্য সাপোর্ট ও পায়নি আল্লাহর। কারি সাহেব মাশাআল্লাহ সাহায্য পাচ্ছেন, পরিবার পরিজনের, শুভাকাংখীর এবং আপনার ও। এ্যাটলিস্ট আপনি ওনাকে নিয়ে ভাবছেন।

আপনি যে আর্গুমেন্ট প্লেস করছেন - তা বড় বেশী বাচ্চাবাচ্চা লাগছে। অবিশ্বাসীদের আর্গুমেন্ট আরো পরিপক্কতার দাবী রাখে।

আপনি বরং আপনার অমরত্ব ঘোষনা করুন,আল্লাহকে চ্যালেন্জ করুন এই বলে যে - পারলে আল্লাহ আপনার মৃত্যু ঘটাক।

তাহলে আমরা আপনার আন্ডারস্ট্যান্ডিং ও ক্যাপাসিটির ও মানুষিক সুস্থতার একটা চিত্র পাবো।
২৯ মে ২০১৫ রাত ০৩:৫৭
264471
নীলাঞ্জনা লিখেছেন : তার মানে, উনি যে কোরাণের পাখি তা আল্লা এখনো নিশ্চিত নন। এজন্যই এত লানৎময় পরীক্ষা এই হুজুরের কপালে।
নাকি পরীক্ষা/টরীক্ষার কথা বলে আল্লার অক্ষমতা ধামাচাপা দিতে চান??
২৯ মে ২০১৫ রাত ০৪:৩৫
264475
নীলাঞ্জনা লিখেছেন : ইহুদী-নাসারা'রা যদি স্ট্রোক থামাতে নাই পারবে তো আল্লার মুমিনরা রোগ বালাইয়ের যন্ত্রনা সইতে না পেরে আল্লা/টাল্লা বাদ দিয়ে ওদের দুয়ারে ধর্ণা দেয় ক্যান?

যে আল্লা কোরাণের পাখির সুচিকিৎসা দিতে অক্ষম তার মুখে নমরুদ/ফেরাউন বদ করার গালগপ্প আর কত শুনতে হবে। চাপাবাজির জায়গা পান্না?
৩০ মে ২০১৫ রাত ০৪:৫০
264776
সাদাচোখে লিখেছেন : নীলান্জনা - আপনি কি ভয় পাচ্ছেন আল্লাহকে চ্যালেন্জ করতে? নিজে মৃত্যুকে জয় করুন - তারপর না হয় আলোচনা করা যাবে।
৩০ মে ২০১৫ সকাল ১০:২৬
264839
নীলাঞ্জনা লিখেছেন : আমার মৃত্যু জয়ের দরকার নেই। তারচেয়ে বরং আল্লাকে বলেন লোকালয়ে এসে আমাদের সাথে বাতচিত করতে। তখন বুঝা যাবে ওনার হিম্মত কত। তবে চোরের মত মরুভুমির শিয়ালের গর্তে হাজিরা দিলে হবে না কিন্তু।
323174
২৯ মে ২০১৫ রাত ১২:৫০
অবাক মুসাফীর লিখেছেন : 'এমন মহান মানুষের দায়িত্ব নেওয়াটা
রাষ্ট্রের কর্তব্য , তার উন্নত সু-চিকিৎসা
রাষ্টকেই দায়িত্ব নিয়ে করতে হবে'

রাষ্ট্র কোন কাজটা দায়িত্ব কর্তব্‌য থেকে করছে শুনি? যাই হোক, ক্বারী সাহেবের জন্‌য দো'আ...
২৯ মে ২০১৫ রাত ১২:৫৯
264453
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : তারপরও আশা আর দাবী করতে তো সমস্যা নাই ।
২৯ মে ২০১৫ রাত ০৪:১০
264472
নীলাঞ্জনা লিখেছেন : আল্লার কোরাণের পাখির দায়িত্ব আল্লা নেয় না কেন! আল্লার মুরোদ নেই নাকি?

রাষ্ট্রের কি ঠেকা পরেছে সমাজের বোঝা এসব মূর্খ মোল্লা-মওলবীর দায়িত্ব নেবার।
323187
২৯ মে ২০১৫ রাত ০২:২৯
গালিব আক্তার লিখেছেন : না ভাই , এমনেই বাংলাদেশে মৌলবাদীদের সংখ্যা বেড়েই চলেছে , তাই চিকিৎসার দরকার নেই ! চিকিৎসা দরকার ইসলাম বিদ্বেষী ব্লগারদের ! আর দেখা যাক নীলাঞ্জনা কত দিন ওর বিজ্ঞানের নামে মিথ্যাচারিতা করতে পারে ।আশা করা যায় অতি দ্রুতই ওর মিথ্যাচারিতার প্রতিফল পাবে ইনশাআল্লাহ ।
২৯ মে ২০১৫ রাত ০৪:১১
264473
নীলাঞ্জনা লিখেছেন : আল্লার কোরাণের পাখির দায়িত্ব আল্লা নেয় না কেন! আল্লার মুরোদ নেই নাকি?

রাষ্ট্রের কি ঠেকা পরেছে সমাজের বোঝা এসব মূর্খ মোল্লা-মওলবীর দায়িত্ব নেবার।
323207
২৯ মে ২০১৫ রাত ০৪:০৯
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম!

আমি ব্যাক্তিগতভাবে মুমিন মুসলমান এর জন্য - হুমায়ুন আজাদ স্টাইলের - তথাকথিত উন্নত চিকিৎসা, সরকারের কাছে জোর দাবী - ইত্যাদির প্রচার ও প্রসারের পক্ষপাতি নই। আমি বরং ওনার জন্য আল্লাহর কাছে দোয়া চাই এবং অন্যদেরকে ও দোয়া করার আহ্বান জানাই।

হুমায়ুন আজাদ দের অমন উন্নত চিকিৎসা ও সরকার প্রয়োজন। কারন ঐসব তাদের জন্য দেব দেবীর ন্যায়, ঐ সবই তাদের ভরসার স্থল।

আল্লাহর বান্দাহ দের জন্য আল্লাহ ই যথেষ্ট। আর আল্লাহ যাকে চাইবেন তার জন্য চিকিৎসা, সেবা, অর্থ সবই তিনি সংস্থান করেন। আর আল্লাহ যদি কাউকে মেহমান হিসাবে অগ্রিম চান - তবে আমি বান্দাহ হাজারো পাবলিক এ্যাপিল করা লিটারেলী আল্লাহর ইচ্ছায় বাঁধ সাঁদা বলে আমি মনে করি।

আল্লাহ আপনি ওনাকে সুস্থ্য করে দিন - যদি তা ওনার জন্য ও ওনার পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের জন্য শুভ হয়। আর ওনাকে যদি আপনি মেহমান করতে চান - তবে কষ্ট হীন শান্তির মৃত্যু ওনাকে দিন, ওনাকে শাহদাহ সহকারে মৃত্যু দিন এবং সে সাথে আমাদেরকেও অমন মৃত্যু দিন - যে দিন আমরা পরকালের জন্য উত্তম ও পর্যাপ্ত হাসানা অর্জন করতে সক্ষম হব এবং পরিপূর্ন ভাবে আপনার ক্ষমা পাবার উপযুক্ত হব।
২৯ মে ২০১৫ রাত ০৪:৫৪
264476
নীলাঞ্জনা লিখেছেন : এতক্ষনে আসল কথা বলেছেন! কিসের উন্নত চিকিৎসা? ডাক্তার/টাক্তার?

টঙ্গির আখেরী মুনাজাত স্টাইলে আকাশে হাত তুলেন। আল্লা স্বয়ং জমিনে এসে মুমিন মুসলিম উম্মার মনের খায়েস সব মিটিয়ে দিবেন।
২৯ মে ২০১৫ দুপুর ১২:৪০
264598
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ক্বারী ওবাইদুল্লাহ্ এই রাষ্ট্রের একজন গর্বিত নাগরিক , ওনাকে নিয়ে আমরা দেশ-বিদেশে মাথা উচু করে কথা বলতে পারি গর্ব করতে পারি , হুমায়ুন আযাদরা ওনার একটি পশমের সমান মর্যদাও রাখেনা ।
অতএব রাষ্ট্রের সর্বোচ্ছ সেবা পাওনা তার অধিকার । আমি তার অধিকারের কথা বলছি তার জন্য সাহায্য কামনা করছিনা ।
ধন্যবাদ সাদা চোখ আপনাকে
৩০ মে ২০১৫ সকাল ১০:২৭
264840
নীলাঞ্জনা লিখেছেন : আমার মৃত্যু জয়ের দরকার নেই। তারচেয়ে বরং আল্লাকে বলেন লোকালয়ে এসে আমাদের সাথে বাতচিত করতে। তখন বুঝা যাবে ওনার হিম্মত কত। তবে চোরের মত মরুভুমির শিয়ালের গর্তে হাজিরা দিলে হবে না কিন্তু।
323227
২৯ মে ২০১৫ সকাল ১০:০০
গালিব আক্তার লিখেছেন : নীলাঞ্জনার উল্টাপাল্টা কমেন্টের জবাব দিতে হলে বোধহয় চাপাতিওয়ালাদের দরকার হবে ।কারণ যে কুকুর বিনা কারণে সাধারণ মানুষ জনকে কামড়ায় , তখন সে কুকুরকে মেরে ফেলাটাই উত্তম !
২৯ মে ২০১৫ দুপুর ১২:৪৯
264600
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ওরা উল্টা-পাল্টা বলবেই বলতে থাকুক ........বলতে দিন ।
জীবন প্রদীপ যেদিন নিভে যাবে সেদিন বুজবে উল্টা-পাল্টা কথার জবাব এর আগে নয় ।
ধন্যবাদ গালিব আক্তার ।
323285
২৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Oh Allah! take sefa daan karun, ameen...
২৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
264660
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আল্লাহ্ তুমি কবুল করো , আমীন ।
১০
323325
২৯ মে ২০১৫ রাত ০৯:৫৬
গালিব আক্তার লিখেছেন : হ্যাঁ ভাই এটাই ।আমরা দেখতে চাই ইসলাম বিদ্বেষীরা কতটা বাড়তে পারে ! এরা তো আবু লাহাব, আবু জাহেল এমন কি ফেরআউন, নমরূদের মত তো আর বাড়তে পারেনি এখনও !
২৯ মে ২০১৫ রাত ১০:১১
264697
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আল্লাহ্ ওদের হেদায়েত দান করুন ।
১১
323377
৩০ মে ২০১৫ রাত ০১:৪১
আব্দুল গাফফার লিখেছেন : উনার সুস্থতা কামনা করি Praying Praying আপনাকেও অনেক ধন্যবাদ Good Luck Good Luck
৩০ মে ২০১৫ দুপুর ০৩:২৪
264876
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আমীন ।
ধন্যবাদ আপনাকেও গাফফার ভাই ।
১২
324338
০৩ জুন ২০১৫ দুপুর ০১:০২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ ওনাকে সুস্থাতা দান করুন।
হুজুরের বয়স হয়েছে, বার্ধক্যের‌ কারণে মানুষ বাচ্চার মতো হয়ে যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File