আমার স্বপ্ন ও শহিদ হুসাইন

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ২৮ মে, ২০১৫, ১০:৫১:২৪ রাত

আমার জীবনের বাস্তব কাহিনী।

আজ হতে ২ বছর আগের কথা। ২০১৩ সালের ২৮শে অক্টোবর। এর প্রায় ১৫ থেকে ২০ দিন আগে যখন সৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলনের ডাক দিবে ২১শে অক্টোবর থেকে। তখন আমি ধারাবাহিক ভাবে দুই দিন একই স্বপ্ন দেখি। প্রতিদিনের মত তাহাজ্জুদ নামায পড়ে ফজরের নামাজের অপেক্ষায় শুয়ে পড়ি। সেদিনও একই ভাবে শুয়ে পড়লাম। চোখের পাতা দুটো মিলিয়ে এলো এবং আমি দেখলাম আমি একটি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি। আমি আছি দ্বিতীয় সারিতে। আমার সামনের সারিতে আছেন আমাদের সেনাপতি। আমি আমার পাশের একজনকে জিজ্ঞাস করলাম আমাদের সেনাপতি কোন জন এবং কে? সে আমাকে সেনাপতিকে দেখিয়ে বলল যে উনি আমাদের সেনাপতি। আমি আমার জীবনে এমন একজন মানুষ কে আমার কল্পনাতেও দেখিনি। উনি এমন একজন মানুষ ছিলেন। আমি জানিতে চাইলাম উনি কে? সে উত্তর করল উনি হচ্ছেন আমাদের নেতা বিশ্বনবি মুহাম্মদ (সঃ)। আমি ওনার দিকে কিছুক্ষণ তাকালাম এমন সময় আমার ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠার পর আমার শরীর প্রচন্ড ভাবে কাঁপতে লাগল। আমি ওনার মুখটা মিনে করার চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। এর পর ফজরের আযান হল।

দ্বিতীয় দিন ঠিক আগের দিনার মত তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়লাম। আমার তন্দ্রা আসল। আমি আবার সে স্বপ্ন দেখি। দেখলাম যুদ্ধ করতে করতে আমাদের একজন শাহাদাত বরণ করে। ঠিক তখন আমার তন্দ্রা ভেঙ্গে যায়। ফজরের আযান হয়।

আমি কিছু দিন নিজে নিজে ভাবলাম কি দেখলাম। এ স্বপ্নের কোন ব্যাখ্যা পেলাম না। কিছু দিন পর চাটখিল থানা উত্তরের সভাপতি তোফায়ে ভাইয়ের সাথে বললাম। এরপর ২৭ অক্টোবর তারিখ সৈরাচারের রক্ষীবাহিনীর সাথে তুমুল সংগ্রাম হল। রাজপথ ২০ দলের কর্মীদের দখলে ছিল। ২৮ অক্টোবর রক্ষীবাহিনী পুলিশের গুলিতে হুসাইন নামে আমাদের এক ভাই বুকে গুলি লেগে মারাত্বক ভাবে আহত হয়। প্রায় দেড়মাস পর তিনি শাহাদাত বরণ করেন। হুসাইন ভাইয়ের শাহাদাতের মধ্যদিয়ে আমি আমার স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পেলাম। আমার স্বপ্ন যেমন সত্য হুসাইন ভাইয়ের শাহাদাত ও তেমনি সত্য। আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করুন।

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323139
২৮ মে ২০১৫ রাত ১১:০৬
এ,এস,ওসমান লিখেছেন : ছোট বেলায় মা বলতো,
নিজের স্বপ্নের কথা আলেম ব্যতীত কখনও কারো কাছে প্রকাশ করতে হয় না।
২৯ মে ২০১৫ রাত ১২:২০
264441
আবদুল্লা আল মামুন লিখেছেন : ধন্যবাদ।
323152
২৯ মে ২০১৫ রাত ১২:০০
323185
২৯ মে ২০১৫ রাত ০২:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : Rose Rose Rose Rose
৩০ মে ২০১৫ সকাল ০৮:০০
264806
আবদুল্লা আল মামুন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File