বিচারক (একটি গভীর অর্থবোধক কবিতা)

লিখেছেন লিখেছেন যুমার৫৩ ০৯ মার্চ, ২০১৩, ১১:৪১:৫৮ রাত

সূত্রঃ

https://www.facebook.com/t.graysea?fref=ts#!/notes/salek-murshed/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95/10150192542360724

বিচারক

বিচারক তুমি বিচার করিছো বল কার কোন্‌ দোষে?

নিরীহে মৃত্যু'দন্ড দেবে যে,বল কি বা আক্রোশে!

সত্য বলিতে শপথ করাও কাঠগড়ার ঐ জনে,

ন্যায় বিচারের ব্রত নিয়েছো কি নিজে কভু মনে মনে?

আজ যে তোমার দুয়ারে কাঁদিয়া চাহিলো ন্যায় বিচার,

গর্দান তার ছেদিলো তোমার অসুরিয় তলোয়ার!

কাঁধের উপর ঝোলানো তোমার ন্যায় বিচারের দন্ড,

বিচারক কোথা? জল্লাদ তুমি! বহুরূপী এক ভন্ড।

শুনেছি আইন অন্ধ তবু সে অন্ধকারেও দেখে,

অন্ধ জনেও গর্তে পড়িয়া রাস্তা চিনিতে শেখে।

কেমন অন্ধ তুমি ও তোমার বিচারের কাঠগড়া?

প্রভাবশালীরা কল-কাঠি নাড়ে তুমি বাঁধো হাতকড়া।

কত সত্যের সমাধি রচিত তোমার বিচারালয়ে!

কাঁপে না তোমার চিত্ত কখনও মহা-বিচারক ভয়ে?

সর্বশক্তিমান খোদা সবই করেন অবলোকন,

মজলুমের এই আর্তিতে ভাবো কাঁপে না তাঁর আসন?

ভেবে দেখো যদি বিধাতার কাছে এরা অভিযোগ আনে!

কি হবে তোমার পরিণতি সেই হাশরের ময়দানে?

ধর্ম দন্ড ধর তুমি, গাও সত্যের জয়গান,

অন্যথা হলে তাঁর আদালতে পাবে না পরিত্রান...

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File