বিদেশীদেরকে হত্যার ব্যাপারে ফতোয়া

লিখেছেন লিখেছেন যুমার৫৩ ১১ জুলাই, ২০১৬, ০৭:৪৭:৫৯ সন্ধ্যা

বিদেশীদেরকে হত্যার ব্যাপারে ফতোয়া

অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

প্রশ্ন: সম্মানিত শাইখ, বিভিন্ন মুসলিম দেশে বিদেশীদেরকে হত্যার উদ্দেশ্যে যে সকল আক্রমণ পরিচালিত হচ্ছে- সেখানে কিছু মুসলিমও নিহত হচ্ছে, বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে আর যারা এগুলো করছে তারা এটিকে জিহাদ বলছে! এ সম্পর্কে আপনার মতামত কি?

উত্তর: আল হামদু লিল্লাহ-সমস্ত প্রশংসা আল্লাহর।

♦ প্রথমত:

বিভিন্ন মুসলিম দেশে বিদেশীদেরকে হত্যার উদ্দেশ্যে যে সকল আক্রমণ পরিচালতি হচ্ছে এবং সেখানে কিছু মুসলিমও নিহত হচ্ছে-যেমনটি আপনি উল্লেখ করেছন- তা জিহাদ নয়। বরং তা সন্ত্রাস, বিশৃঙ্খলা, ধ্বংসাত্মক এবং কুৎসিত কর্ম। এ কাজ মূর্খতা ও জ্ঞানকাণ্ড হীনতার পরিচায়ক। কেননা, এ সকল বিদেশীরা মুসলিম দেশে নিরাপত্তা প্রাপ্ত। তারা অনুমতি ছাড়া এ দেশে প্রবেশ করে নি। সুতরাং হত্যা তো দূরে থাক প্রহার, সম্পদ লুণ্ঠন সহ তাদের প্রতি কোন ধরণের অন্যায় আচরণ করার কোন সুযোগ নাই। তাদের জান-মাল নিরাপদ থাকবে।

যে ব্যক্তি তাদের ক্ষতি করার চেষ্টা করবে সে মারাত্মক ধ্বংসাত্মক পরিণতির সম্মুখীন হবে। যেমনটি সহীহুল বুখারীতে প্রখ্যাত সাহাবী আমল ইবনুল আস রা. হতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا

“যে ব্যক্তি মুআহিদ তথা চুক্তিবদ্ধ ভাবে মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না (জান্নাতে যাওয়া তো দূরে থাক) অথচ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেজান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়।”(সহীহুল বুখারী হা/৩১৬৬)

বিস্তারিত পড়ুন: https://salafibd.wordpress.com/2016/07/07/terrorism/

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374389
১১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
যুমার৫৩ লিখেছেন : Translator's facebook account:

https://www.facebook.com/AbdullaahilHadi?fref=nf&pnref=story
374392
১১ জুলাই ২০১৬ রাত ০৮:০৫
নাবিক লিখেছেন : ব্রেইনওয়াশ জঙ্গি শয়তানগুলারে এইটা বুঝানোই দায়!
374398
১১ জুলাই ২০১৬ রাত ০৮:২৯
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
374404
১১ জুলাই ২০১৬ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : বাংলাদেশে যাতে বিদেশী বিনিয়োগ না আসে , বাংলাদেশে যাতে বিদেশী সাহায্যে বড় বড় কন্সট্রাকশনের কাজ না হয় - সেজন্যই এ হামলা ।

এতে যারা লাভবান হচ্ছে তারাই এই জঘন্য ঘটনার মাস্টারমাইন্ড।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File